বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক উঁচু পাহাড় থেকে ছোঁ মেরে এক মেষ ধরে নিয়ে গেল এক ঈগল । তাই দেখে এক দাঁড়কাকের ঈর্ষা জাগল মনে । ভাবলে, আমিও ত অমনি করে মেষ ধরতে পারি,—হ্যাঁ পারি বই কি ! সে তখন আচ্ছা করে ডানা ঝাপটে নিজের সাধ্যমত বেগে উড়ে গেল এক মেষের দিকে। অমনি তার নখগুলি মেষের লোমে আটকে গেল। অনেক করে ডানা নেড়ে সে - তার নখগুলি মেষের লোম থেকে ছাড়াতে চেষ্টা করেও পারলে না । মেষপালক দূর থেকে তার এই অবস্থা দেখে ছুটে এসে তাকে ধরলে।ধরলে বটে, তবে ছাড়লো না, মজা করবার জন্যে যে ডানা মেলে সে উড়ে পালাতে পারত তা কেটে ফেলল।
সন্ধ্যে হলে মেষপালক কাকটাকে তার ছেলেপেলে খেলা করবে বলে বাড়িতে নিয়ে এল ।
ও বাবা, এটা কি পাখি, কি পাখি—বলে যখন তারা ছুটে এল তখন বাপ বললে, আমি ত এটা দাঁড়কাক বলেই জানি, কিন্তু সে নিজেকে ঈগল বলে জাহির করতে চেয়েছিল ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...