বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সর্বজনীন ইদে হচ্ছে না কোলাকুলি ও করমর্দন

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Mohammad Shahzaman (০ পয়েন্ট)

X আজ (২৪/০৫/২০২০) ৩০তম রোজায় আছি। আজকের সূর্য ডুবলে ইফতার করে রোজা ভাঙ্গবো। আগামীকাল ইদুল ফিতর। মুসলিমি ইতিহাসে সবচেয়ে বড় আনন্দের দিন ইদুল ফিতর। আরবি ‘ঈদ’ শব্দের অর্থ আনন্দ। হৃদয় থেকে উৎসারিত যে আবেগ-উচ্ছ্বাস সেটাকেই আনন্দ বলা হয়। আনন্দ অনাবিল ও স্বতঃস্ফূর্ত। ইসলামী পরিভাষায় ‘ঈদ’ শব্দের বিশেষ তাৎপর্য রয়েছে। ঈদের আনন্দ এমন এক ধরনের আনন্দ যা শুধু ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। সমাজের প্রতিটি ব্যক্তির মধ্যে যখন ঈদের আনন্দ উৎসারিত হয়, তখন তা আর ব্যক্তিগত আনন্দ থাকে না সমষ্টিগত আনন্দে পরিণত হয়। তাই ঈদের আনন্দ প্রতিটি মু’মিন মুসলিমের যেমন আনন্দ, তেমনি তা সমগ্র মুসলিম মিল্লাতের এক অবিভাজ্য সমষ্টিগত আনন্দ। এ আনন্দে ব্যক্তি মানুষ থেকে সমাজের প্রতিটি মানুষই সম্পৃক্ত হয়। এ আনন্দে সমাজের সকলকে সম্পৃক্তিকরণে ইসলামের ভ্রাতৃত্বপূর্ণ, সাম্যবাদী, উদার, সহনশীল মানবিক আদর্শের নির্দেশনাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রমযান মাসে যাকাত, ফিত্রা, সদ্কা ইত্যাদি বিতরণের মাধ্যমে সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে সাহায্য করা হয়, যাতে তারা দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত হয়ে স্বাবলম্বী জীবন-যাপন করতে পারে এবং অন্যদের সাথে ঈদের আনন্দে মন খুলে শরীক হতে পারে। ঈদ উৎসবের এটা এক সর্বজনীন দিক। ফলে ঈদের আনন্দ কোন বিশেষ ব্যক্তি, গোষ্ঠী বা সুবিধাভোগীদের জন্য নয়, এ আনন্দ সর্বজনীন, সর্বব্যাপী পরিমল নিষ্কলুষ আনন্দ কিন্তু এবছর তেমন আনন্দ নেই। কারণ কভিড-১৯ রোগে মানুষ দিন দিন মারা যাচ্ছে। মারা যাওয়ার চেয়ে ভয়ঙ্কর হলো করোনা ভাইরাস ছোয়াছে। ছোয়াছে হবার কারণে করোনা ভাইরাসের রোগ কভিড-১৯ একটি মারাত্মক রোগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা অনেক আগেই মহামারি হিসেবে ঘোষণা করেছে। আজ দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জন প্রাণ হারিয়েছেন। যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮০-এ। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৫৩২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১ হাজার ৭৩৭ জনে। তিনি ৪৭টি ল্যাবে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তে আরও ৯ হাজার ১৮৪ টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৮ হাজার ৯০৮টি। এ পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৫৮৩ জনের। সারা পৃথিবীর আজ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫৪,২৭,৫৫৫জন, সুস্থ্য হয়েছে ২২,৫৪,৪৪০জন এবং মৃত্যু হয়েছে ৩,৪৪,৪১৭জন। আজ পৃথিবীর অনেক দেশে পালিত হচ্ছে ইদুল ফিতর। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, মিশর, তুরস্ক, সিরিয়া, ফিলিস্তিন, জর্দান, ইরাক, ইয়েমেন, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। সৌদি আরব, মিশর, তুরস্ক ও সিরিয়া করোনার বিস্তার ঠেকাতে ঈদে গা ঘেঁষে জামাতে নামাজ আদায়সহ গণজমায়েতের মতো ধর্মীয় আনুষ্ঠানিকতা নিষিদ্ধ করেছে। গতকাল জারি করা সৌদির রাজকীয় ডিক্রিতে বলা হয়, মক্কা ও মদিনার দুটি পবিত্র মসজিদে মুসল্লি ছাড়াই ঈদের নামাজ হবে। ইরানের তেহরানে প্রতিবছর ইমাম খোমেনী (র.)-এর মোসাল্লা বা ঈদগাহে ঈদের প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। সেখানে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে এবার সেখানে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়নি। আগামীকাল আমাদের বাংলাদেশে হবে ইদুল ফিতর। পৃথিবীব্যাপিই করোনা ভাইরাসের রোগ কভিড-১৯ এ আক্রান্ত কাজে কোথাও আর আগের মত আনন্দ মুখর ইদ হচ্ছে না। সৌদি আরবে ইদের জামাত ইদগায়ে নিষিদ্ধ করেছে। এবার কোথাও বড় জামাত বা ইদগায়ে ইদের জামাত হচ্ছে না। হচ্ছে নামাজ শেষে কোলাকুলি। নামাজের পর একে অপরের কোলাকুলি আর হাত মিলানো হচ্ছে না। ইদের নামাজই এবার সীমিত আকারে মসজিদে তিনফুট দূরত্বে শারিরীক দূরত্ব বজায় রেখে কম লোকের সমন্বয়ে জামাত হচ্ছে। বাংলাদেশেও আগামীকাল এইরুপ নির্দেশনায় ইদের নামাজ পড়বে। পৃথিবীর ইতিহাসে এই প্রথম একটা নতুন সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা সবাই যার যার অবস্থানে থাকব। কোন পড়শী বা আত্মীয়ের বাড়িতে যাওয়া হবে না। প্রয়োজনে ভিজ্যুয়ালভাবে টেলিফোন বা ভিডিও কলের যোগাযোগ করে খোঁজ খবর নেওয়া যাবে কিন্তু করা যাবে না বাস্তব কোলাকুলি ও করমর্দন। মোহাম্মদ শাহজামান শুভ সহকারি শিক্ষক বাতাকান্দি সরকার সাহেব আলি আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now