বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অদ্ভুদ পাওয়ার
লেখকঃরনি পাল
#Part_1
পৃথিবী থেকে অনেক দূরে মনস্টার ওয়াল্ডে আজকে কারো জন্ম হতে চলেছে।
লোকঃকিং আমরা বাচ্চাটিকে কীভাবে মেরে ফেলব।
কিং:সেটা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না।
এদিকে গোল্ডেন ড্রাগন রাজ্যে একটি ছেলের জন্ম হয়েছে নাম রনি।গোল্ডেন কিং এর স্ত্রীর নাম সিমি।
গোল্ডেন কিং:আজকে প্রত্যেক কিংডমে উৎপালন করার ব্যবস্থা কর মহামন্ত্রী।
মহামন্ত্রীঃযথা আজ্ঞা কিং।
অন্যদিকে ডেভিং কিং গোল্ডেন কিং এর সন্তান রনিকে মারার পরিকল্পনা করছে।ডেভিল কিং গোল্ডেন রাজ্যে যুদ্ধ ঘোষণা করেছে।ডেভিল কিং কে সাহায্য করবে ব্লাক ড্রাগন কিং।
গোল্ডেন কিং এর স্ত্রী এঞ্জেল হওয়ার এঞ্জেল কিং সাহায্য করবে।
ডেভিল কিং এর কাছে ডার্ক সোর্ড আছে।গোল্ডেন কিং এখনো গোল্ড সোর্ড উদ্ধার করতে পারেনি।
গোল্ডেন কিং ডেভিল কিং এর উদ্দেশ্য কিছুটা বুঝেছে।রনি কিছু অদ্ভুদ শক্তি নিয়ে জন্ম গ্রহন করেছে।তাই তাকে হত্যার চেষ্টা করবে।
আজ থেকে দুইদিন পর যুদ্ধ সবাই যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে।
গোল্ডেন কিং গোল্ড সোর্ড উদ্ধারের জন্য বেরিয়ে পড়েছে।গোল্ড সোর্ড একটা জঙ্গলে আছে।জঙ্গলটা অদৃশ্য আর ২দিন পর পর জায়গা পরিবর্তন করে।গোল্ডেন কিং একটা জঙ্গলে প্রবেশ করতে চলেছে
চলবে
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now