বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
দেখেন ভাই, আমার পিছে ঘুরে লাভ
নেই। আমি প্রেম ভালবাসা পছন্দ
করিনা। আর করবোও না। .
-কিন্তু আমি তো তোমাকে ভালবাসি!
.
» আমি আপনাকে ভালবাসিনা। এবং
কাউকে ভালবাসবোও না। আমাকে অন্য সব
মেয়েদের মত ভাববেননা প্লিজ। .
ওহ্! আচ্ছা কি করলে আমাকে ভালবাসবে
তুমি
.
» কিছুই করতে হবেনা। আপনি বোঝেননা
কেন? বিয়ের আগে প্রেম ভালবাসা নাজায়েয।
.
আচ্ছা আমি তোমাকে বিয়ে করতে চাই
.
» আপনি আসলে পাগল হয়ে গেছেন। ডক্টর
দেখান। .
-সত্যিই বলেছো, আমি পাগল হয়ে গেছি।
তোমার পাগল।
.
» আল্লাহ্ এই পাগলের হাত থেকে আমাকে
রক্ষা করো। এই কথা বলেই শিউলি ধাই ধাই করে চলে
গেল।
পিছন থেকে লিটন শিউলিকে কতবার
ডাকলো! শিউলি ফিরেও তাকালোনা।
.
দুর থেকে দাড়িয়ে সবই দেখছিলো মেয়েটির ভাই শোভন। যে কিনা লিটনের
বন্ধু। লিটন জানতোনা যে বন্ধু শোভনেরই
বোন বোরকা পরা মেয়েটি। শোভন কাছে
আসতেই লিটন বললো..
-মেয়েটিকে এত ভালবাসি, অথচ মেয়েটি
আমার ভালবাসার মুল্যই দিলোনা। বলে কিনা বিয়ের আগে প্রেম ভালবাসা
নাজায়েয।
.
ঠিকই তো বলেছে। তুই কি মেয়েটির
চেহারা দেখেছিস?
. -কি করে দেখবো! সব সময় তো বোরকা পরে
বের হয়।
.
না দেখেই ভালবেসে ফেলেছিস?
.
হুম .
কেন?
.
-মেয়েটি ধার্মিক, পরহেজগার। তাই।
.
বিয়ে করবি মেয়েটিকে? .
-বিয়ের প্রস্তাবও দিয়েছি মেয়েটিকে।
বলে কিনা আমি পাগল হয়ে গেছি!
.
ধার্মিক মেয়েকে বউ বানাইতে চাও!
নিজে কি ধার্মিক? আগে নিজে ধার্মিক হও।
.
-ঠিক বলেছিস। যাহ্.. আজ এখন থেকেই
নিজেকে বদলে ফেলবো। ইন-শা-আল্লাহ্।
.
তাহলে চল মাগরীবের নামাজ পড়ে আসি। আযান দিচ্ছে।
.
-চল..
.
লিটন শিউলিকে সত্যিই অনেক
ভালবাসে। তাই লিটন নিজেকে বদলে ফেললো। ভাল পথ বেছে নিলো। আল্লাহর
পথে চলতে শুরু করলো।
।
শিউলি তার ভাই শোভনের কাছে জানতে
পারলো যে, লিটন শোভনের বন্ধু, এবং সে
নাকি শিউলিকে পাবার জন্য নিজেকে একদম বদলে ফেলেছে। সে এখন আল্লাহর
পথে চলছে এবং পাঁচ ওয়াক্ত নামাজ
পড়ছে। আর ঘুরাঘুরি বাদ দিয়ে নিজেদের
দোকানের ব্যাবসা দেখাশুনা করছে।
শিউলি এবার বুঝতে পারলো যে, সত্যিই
লিটন তাকে পাগলের মত ভালবাসে। .
এদিকে লিটন নামাজের মধ্যে একটা
মজা পেয়ে গেল, যে মজা আগে কোনোদিন
পায়নি। সে এখন নামাজ ছাড়া কিছুই
বোঝেনা।
, একদিন শোভন লিটনকে বললো.. "তুই কি
শিউলিকে বিয়ে করতে চাস?"
লিটন বললো.. "বিয়ে তো আল্লাহর হাতে।
যদি আল্লাহ্ তায়ালা শিউলির সাথে
আমার বিয়ে লিখে রাখেন তাহলে হবে,
নয়তো না।" .
লিটন এখন আল্লাহর প্রেমে মগ্ন!
(সমাপ্ত)
~~
copied
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now