বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
জিজেতে পুরাতন ইউজারদের দাম নাই
আসসালামু আলাইকুম।
গল্পের নাম এমন রাখার কারণ হলো সবার চোখে যেন পড়ে তবে সবার চোখে পড়বে কিনা জানিনা কারণ এখন তো কেউ গল্প পড়েনা। আর আমার কথা তো বাদই তো দিলাম
তো যাই হোক এখন মূল গল্পে আসি প্রতিনিয়ত জিজেতে নতুন ইউজার বসছে আবার যাচ্ছে যারা অনেক দিন থাকে বা অনেক মাস থাকে, অনেক বছর থাকে তারা পুরাতন হয়ে যায় আর। আর নতুন যারা আসে তারা তো আছেই। মাঝেমাঝে অনেক কারণে অনেক এ চলে যায় কেউ বিজি কেউ লেখাপড়া নিয়ে ব্যস্ত কারো আবার পারসোনাল সমস্যা কেউ আবার অভিমান করে, কেউ তো আবার জিজেতে আসে আর যায়। এভাবেই পালাবদল হয়। কিন্তু সবার কথা তো আর মনে রাখা যায় না কারণ ইউজার তো অনেক তবে কিছু কছু স্পেশাল মানুষ আছে যাদের সবার কাছে দাম না থাকলেও কারো কারো কাছে থাকে এমনকি সে চলে গেলেও তাকে মনে রাখতে হয় অথবা মনে পড়ে।আজকেই এই গল্পে আমি আমার কথা বলব না। আপনারা বুঝতেই পারছেন অন্য একজনের কথাই বলব। মানুষ সবসময় একা থাকেনা সঙ্গী সবারই প্রয়োজন। একজন ভালো বন্ধু সবারই দরকার। যে সবসময় তার কষ্ট গুলো বুঝবে। হুম আমারও আছে জিজেতে। তবে সে এখন নাই। আছে অন্য কোথাও আছে। হয় অবহেলায় পড়ে আছে নাহয় সবার থেকে আড়ালে। নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন কার কথা বলছি। যারা পুরাতন তারা আন্দাজ করতেই পারবে।
হুম আমার সেই বন্ধুটির নাম হলো সুস্মিতা পুরাতনরা ওকে চিনে। ওকে কখনো মনমরা হয়ে থাকতে দেখিনি। আমার সমবয়সী । সবসময়ই হাসি খুশি থেকেছে। আমি তেমন কথা বলতাম না মেয়েদের সাথে তবে আস্তে আস্তে আমাদের বন্ধুত্ব হয়। আমি যখন বিপদে পড়তাম বা মনমরা হয়ে থাকতাম তখন ও সবসময় আমাকে সাহস দিয়েছে। অনুপ্রেরণা দিয়েছে। আর বলেছে সবসময় হাসি খুশিথাকতে। ওর কথা মনে হয় আমি মানতে পারিনাই মাঝখান দিয়ে চলে যাই জিজে ছেড়ে।। শূন্য পথের দিকে।
কয়েকমাস তো এভাবেই কেটে যায়। এরপর আবার ফিরে আসি। মনে করেছিলাম যে, ওকে পাব কিন্তু ওকে পাইনাই ওয়ও নাকি চলে গেছে। তো যাইহোক ওর চলে যাওয়ার পর আমি আর ওকে দেখিনাই কথাও বলহবাই পরে দুই তিনদিন আগে ও আসে। তবে যেভাবে আসে সেভাবে আমি ওকে গ্রহণ করতে মোটেও প্রস্তুত ছিলাম না। একেবারে মরা মানুষের মতো। অনেক পরিবর্তন হয়ে গেছে ও। আগের মতো হাসাহাসি করেনা। সবখান থেকে দূরে চলে গেছে। সবার থেকে আড়ালে। আমি ওকে বলেছলাম জিজেতে আসতে কিন্তু ও আসেনাই। ওর মন কিসের জন্য খারাপ তা আমি এখনো জানিনা। এমনেতেও বাড়িতে মোবাইল ধরতে দেয়না তারওপর এমবিও থাকেনা। ও কয়েক মাস আগেও ছিলো সবুজ ঘাসের মতো কিন্তু এখন হয়ে গেছে মরুভূমির মতো। একজন ভালো বন্ধু হিসেবে ওকে প্রাইজ দেওয়া উচিৎ। জিজেেতে ও আমার সবচেয়ে ভালো বন্ধু। ও বেচারি একাই মন মরা হয়ে মেসেন্জারে ঘুরে বেড়াচ্ছে। যারা ওকে চিনে তাদের সাথে কথা হয়েছে কিনা জানিনা। তবে যদি সম্ভব হয় তবে যারা ওকে চিনে তাহলে তারা ওকে জিজেতে আসতে বলবেন। এমনিতেও ওর মোবাইল এ নাকি এমবি থাকেনা তাই আসতে পারেনা। তাছাড়া ওর নাকি আর ভালো লাগেনা। মন খারাপ। ওর সাথেযদি কথা বলে ওকে ফিরিয়ে আনা যায় তবে অনেক ভালো হবে। যারা ওকে চিনে তাদের কাছে আমার অনুরোধ রইল। ওকে একবার স্মরণ করে কথা বললে হয়তবা ওর ভালো লাগবে।।।।।।।।।।।
ধন্যবাদ
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now