বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আসসালামু আলাইকুম ☺☺☺
আমি ফারিহা তাছনিম ঐশী।।।।
আমার ছোটবেলার দিনগুলিকে খুব মিস করি !
দিনগুলো যে কিভাবে এক এক করে কেটে যায় বোঝাই যায় না
স্কুলে ভর্তি হওয়ার আগে ----
আমার আম্মু এক ভাই এক বো৷। তাই আমার মামাও একটাই মামার বিয়ে হওয়ার আগে আমার যত আবদার ছিল সব মামার কাছে
মামার কাছে যেটাই চাইতাম সেটাই দিত । তাই আমার পুতুলেরব কোন অভাব ছিল না সব ধরনের পুতুল আমার কাছেই ছিল তাই সবাই আমাদের বাসায় খেলতে আসতো ।
আমার তখন দুইটা পুতুল ছিল একদম টুকটুকি আর ইকরির মতো দেখতে (সিসিম্পুর এর!!!!
পাশের বাড়ির রওনক আপু (২ বছরএর বড়), লিসা, মেঘনা ,,,, এরাই ছিল আমার একমাত্র খেলার সাথী
হাড়ি পাতিল খেলতাম,, বর বউ খেলতা,, কানা মাছি ভোঁ ভোঁ খেলতাম
খুব মজা হতো ! আমাদের এই তিনজনের মধ্যে লিডার ছিল রওনক আপু কারণ ওয় আমাদের থেকে বয়সে বড় ছিল আর চালাক বেশি ছিল
আর আমাকে নিয়ে সবার টানাটানি !!
লিসার বাড়ি গেলে মেঘনা ভ্যা ভ্যা করে কাদতো আবার মেঘনার বাড়ি গেলে লিসা কাদতো আমি পরতাম ঝামেলায় কথাগুলো মনে পরলে এখনো হাসি পায়
কিন্তু সেসব দিন আর নেই মেঘনার বাবা বদলি হয়ে অন্য জায়গায় চলে যায়৷! মেঘনার সাথে আমার এখন পর্যন্ত দেখা হয় ন!!!
নিশ্চয়ই বড় হয়ে গেছে আর
অনেক সুন্দর হয়ে গেছে আর লিসাও চলে যায় অন্য জায়গায় বাড়ি করার জন্য তারপর থেকে আমি একদম একা হয়ে গেছি ।।
আর ছোটবেলায় আমার একটা নিয়মিত অভ্যাস ছিল সেটা হচ্ছে ফড়িং ধরা আমি প্রতিদিন ফড়িং ধরতাম ।।
আর ফড়িং ধরায় পটুও ছিলাম সবাই তো আর ফড়িং ধরতে পারে না
অঅনেকে দুষ্টামি করতো বঅলতো ঐশী তুমি কি ফড়িং ভাজি করে খাও প্রতিদিন একটা আংকেল প্রাই বলতো আমাকে এই কথাটা! ওরাও এখন থাকে না ।
আগে পাশের বাসায় ভাড়া ছিল।।। আংকেল্টা খুব আদর করতো আমাকে আংকেল্টা নিশ্চয়ই আমাকে এখন দেখলে অবাক হয়ে যাবে। বলবে ঐশী,,,,,, তুমি এত্তো বড় হয়ে গেছো!!
এখন আর ওইসব দিন নেই৷,, সব কেমন যেন হারিয়ে গেছ!!!! যাই হোক ভালো থাকবেন সবাই।।। আললাহ হাফেজ
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now