বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
Writer:Nusrat jahan kotha @ [মাহিন,সিয়াম তুহিন ফারহান রিদয় ফাহাদ প্রভা মফিজুল ভাইয়া এরা সবাই জিজের সদস্য|মফিজুল ভাই রাজশাহির লোক বয়স 19_20 এর উপর"শুকনো কাঠির মতো চেহারা মুখে একজোড়া বেমানান গোঁফ,সর্বদা বাংলা ইংরেজি মিশিয়ে কথা বলেন|তার ধারনা এটাই তার orginality.জিজের সব ভাইয়াদের নিয়ে তিনি বনভোজনে গেলেন মধুপুর] "বেলা এগারোটায় তারা মধুপুর গড়ে গিয়ে পৌছালো|বাস রেখে দেয়া হলো সরকারি ডাকবাংলোয়|সব রকমের প্রস্তুতি নিয়েই তারা এসেছে|তারা তিনদিন অরণ্য জিবনযাপন করতে চায়,বাড়ি ফেরার সময় সঙ্গে নিয়ে যেতে চায় অ্যাডভেন্ঞারের গন্ধ|বাস রেখে দেয়াতে মালপত্রের মোট তাদের বঈতে হলো|সঙ্গে মালপত্র অনেক খাবার পানির বড় ব্যাগ হাড়িকুড়ি চায়ের সরঞ্জাম তাবু বাজার সওদা কেরোসিনের চুল্লি আরও অনেক জিনিস|এসব মালপত্র নিয়ে তারা অরনে্য ঢুকলো|শেষপর্যন্ত চমৎকার একটা জায়গা পাওয়া গেল|চারিদিকে ঘন গাছপালা শাল গজারি শীশু মহুয়া আর বাশঝাড় এবং মনোরম প্রাকৃতিক দৃশ্য|ফাকা জায়গা দেখে প্রভা ভাইয়াও রিদয় ভাইয়া তাবু উঠালো(চলবে ) জিজের ভাইয়ারা তোমাদের অনুমতী না নিয়ে গল্পটা লিখলাম তোমরা যদি অনুমতি দাও তাহলে next part দিবো#tnxx
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...