বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

প্রসাব করা নিষেধ

"মজার অভিজ্ঞতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রাগিব আহমেদ তুহিন (০ পয়েন্ট)

X আমরা তিনজন মিলে বাড়ির সিংহ দ্বারের ঘাটলায় বসে আছি। আজিম-উহুঁ! কি দুর্গন্ধ! আমি ঃ হুম, এ প্রসাবের গন্ধে শান্তি মতো ফ্রি ফায়ারটাও খেলতে পারি। আজিম ঃ আমি দেখেছি, যেখানে লোকে ঘন ঘন প্রসাব করে, সেখানে বিজ্ঞপ্তির মতো লিখে দিতে হয়-"প্রসাব করা নিষেধ"।আছেম ঃ খেয়ে-দেয়ে কাজ নেই। আমি ঃ আছেম একটু নির্বোধ।আচ্ছা, নিচে লিখে দেব, প্রসাব করলে জরিমানা ৫০ টাকা। আজিম ঃ কাগজে লিখবো। আছেম ঃ তোর লেখা ১ টা কাকের ঠ্যাং, আরেকটা বকের ঠ্যাং।আমি ঃ 'আমি লিখবো।' যাইহোক, রীতিমতো সব কাজ সেরে ফেললাম।কিন্তু আরও প্রসাবের গন্ধ।আমরা ঘাটলায় বসে আছি।এমন সময়, একজন দৌড়ে এসেই ঘাটলার খানিকটা দূরে প্রসাব শুরু করল।আছেম ঃ ধর, ধর! আমি ঃ মুরুব্বী মানুষ ।আজিম ঃ 'এসব গণায় ধরি না।' জোর করে তার কাছ থেকে ২০ টাকার ১টা নোট আদায় করলাম। আমি ঃ দিনে-দুপুরে চাঁদাবাজি।আছেম ঃ' কিসের চাঁদাবাজি? লেখা দেখা সত্ত্বেও প্রসাব করবে না?' কতক্ষণ আড্ডা দিয়ে বাসায় আসলাম।ঘাটলায় গিয়ে দেখি, বন্ধুরা ব্লিচিং পাউডার মারতেছে। তারপর বিজ্ঞপ্তির দিকে তাকাতেই আমার চোখ কপালে! দেখলাম, লেখা আছে-"এখানে প্রসাব করার আদেশ দেয়া হলো"! আমি ঃ আজিম এটা করে করেছে? আজিম: (আমতা আমতা) করে... (চলবে)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৬৫২ জন


এ জাতীয় গল্প

→ প্রসাব করা নিষেধ (শেষ পর্ব)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now