বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

জিজের যার যার সাথে যেভাবে পরিচিত হলাম (পর্ব-৭)

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রাগিব আহমেদ তুহিন (০ পয়েন্ট)

X (গত পর্বের পর) ১৪. সাবিরা: প্রথম প্রথম গল্প লিখলে ও-ই উৎসাহ দিত।তারপর তার সাথে আপু আপু করে কথা-বার্তার পর সামান্য কিছু জানলাম।বিশেষ করে- জিজেতে ও কী রকম, এটাই বেশি জানলাম। এখন, শুধু ওর বাড়ি, বয়স ও শ্রেণি জানি। তাই নিজেকে নিয়ে লিখতে বলছি।রংপুরের ছেলে-মেয়েকে আমার ভালো লাগে।কারণ তাদের মধ্যে ভদ্র, মেধাবী, মিশুক ইত্যাদি ইত্যাদি গুণ লক্ষ্য করেছি।জিজেতে রংপুরের আরেকজন আছে-ফারহান। ১৫. সুস্মিতা: জিজেতে এসেই ওর সাথে সেই কী ঝগড়া!আমি যেকোনো গল্পে আপত্তিকর মন্তব্য, পণ্ডিতের মতো কথা বলায় ঝগড়াটা বাজে।এক পর্যায়ে ও বলে, "এতই পণ্ডিত হলে একটা গল্প লিখে দেখান।"আমি নিজের আত্মজীবনি লিখলে বলে. "জীবন নিয়ে সবাই লিখতে পারে।" আমি কিছু বলার আগেই সাইম ভাইয়া কমেন্ট করে, "জিজেতে বড় বড় সাহিত্যিক এসে গেছে।সবাই সরেন"। এরপর আর কথা কাটাকাটি হয় না। যেহেতু গেস্ট হয়ে ভূতের গল্প বেশি লিখতাম, সেহেতু ফারহান বলে, "তুমি একটা ভূতের গল্প লিখে দেখিয়ে দাও, তুমিও পার।" মাথা ঠান্ডা রেখে জিজেতে ছিলাম।তারপর হঠাৎ সুস্মিতা ইনবক্সে "আমাদের ঝগড়া করা ঠিক না ।সরি।আমরা কি বন্ধু হতে পারি? "।আর এরপরই তার সাথে পরিচিত হলাম। (চলবে)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৫২৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now