বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কিভাবে আমি জিজেতে এলাম।

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান সিয়াম (০ পয়েন্ট)

X আসসালামু আলাইকুমwave। গল্প:- কিভাবে আমি জিজেতে এলামgj। আমি মোবাইল পাই ২০১৭ সালে। যখন আমি সিক্সে পড়ি। তখন মোবাইলে গেম খেলতাম শুধুgj। একদিন দেখলাম Internet explorer এ ঢুকলাম। তখন অটোমেটিকলি একটা ওয়েবসাইট পেলাম। নাম ছিল Gp Easynet.com। তখন ওখান থেকে প্রতি সপ্তাহের খেলার নিউজ। ইতিহাসে কোন দিন কি ঘটেছে। খাবার রেসিপি, শো বিজ এহসব পড়তাম। আর গেম খেলতাম। একদিন বেশি গেম খেলার কারনে উড়াধুরা মাইর খাইছিলামweep। রাগে তখন আমি পুরো মোবাইলটা হার্ড রিসেট মারিgj। তখন সব গেম ডিলিট হয়ে যায়। কিন্তু Internet explorer ছিলো। তাই ওটাতে ঢুকে Easynet থেকে আরও ভালো কিছু জানার আশায় অনুসন্ধান করি। তখন নিচে দেখলাম লেখা আছে বিনামুল্যে পরিসেবা। নিচে কিছু ওয়েবসাইট দেখলাম। তখন আমি পরের পেজে গেলাম। ওখানেই দেখা পাই ফ্রি বেসিকের। ফ্রি বেসিকে ঢুকতেই দেখলাম আমার চেনা অচেনা নানা রকম ওয়েবসাইট যেমন:- Cricbuzz, ESPN Crinfo, Pavilion, Bikroy.com আরও নানা রকম জিনিস। প্রথমে Wikipedia থেকে বিভিন্ন জিনিস পড়তাম। তারপর সন্ধান পাই Wataped। তখন ওখান থেকে গল্প পড়তাম। কিন্তু বেশি গল্প ছিলোনা ওখানে। তাই ভিন্ন জিনিসের খোজ করছিলাম। একদিন কালের কন্ঠ, প্রথম আলোর খোজ পাই। তখন ওখান থেকে বিভিন্ন আর্টিকেল পড়তাম। তাও এক ঘেয়েমি লেগে গেলো। তখন আরও বিনামুল্যে পরিসেবা নেওয়ার অপশনে গেলাম। গল্প লিখে সার্চ দিয়ে দেখলাম একটার নাম গল্পেরঝুড়ি। ঢুকেই দেখি গল্পের জঙ্গল। আমি বেশ খুশি হলাম। তখন গেস্টরা কমেন্ট করতে পারতো। অবশ্য আমি কখনো করিনি। এভাবে প্রায় দেড় বছর পর ২০২০ সালের এপ্রিলে সদস্য হলাম। প্রথমে গল্প দিতাম। কিন্তু সব গুলোই ডিলিট করে দিতো। তাই এখন আর গল্প পাবলিশ হতে দেরি হলেও ধৈর্য হারা হইনা। এইছিলো আমার জিজেতে আসার গল্পgjgj


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৪২৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now