বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
(গত পর্বের পর) ৭. ফারহান ঃ ওর সাথেও আমার প্রথমেই পরিচিত হয়। আমার জিজেতে লেখা আমার প্রথম গল্প 'কোথাও হারিয়ে গেল, পুরানো দিনগুলো?' -এ মেহেরাজ ভাইয়া মন্তব্য করেন।তার পদবির দিকে লক্ষ্য করতে দেখি, 'Golpobuzz'।মাথায় গিঁট পড়তেই তাকে জিজ্ঞাসা করি, 'আপনার পদবি এটা কেন?' ফারহান বলে, 'মেহেরাজ ভাই রাজা বলে।' আমি: 'রাজা হলে তো কিং হবে।' তারপর ফারহান আমাকে ব্যাপারটা খুলে বলে।চেয়ে দেখি, ফারহান গল্পবাজ।তারপর আমি নিজে থেকেই তার পরিচয় খুঁজি।সে আমাকে ব্যক্তিগত তথ্য পাঠায়।এভাবে তার পরিচয় ঘটে।প্রথম প্রথম ওকে ভাইয়া বলে ডাকছিলাম।কিন্তু পরে জানলাম, ও আমার সমবয়সী একজন।৮. হৃদয় ভাই ঃ আমি যখন ঝগড়া করতাম, তখন উনি মজা নিতেন।কিন্তু তার সম্পর্কে তেমন পরিচিত হতে পারি নি।আমি প্রথমে নাম 'MH2(Mysterious and some one)' দেখে তার নাম জানতে কৌতূহলবশত হই।তারপর হঠাৎ সবার আড্ডার মধ্যে গিয়ে দেখি, উনার ডাকনাম হৃদয়। তারপর কয়েক সপ্তাহ আগে দেখি, সবাই তার কাছ থেকে মিষ্টি চাইছে।এবার আড্ডার নিচের মন্তব্য দেখেই বুঝলাম, এবার তিনি এস.এস.এসি দিয়ে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।এই যে হৃদয় ভাই, নিজেকে নিয়ে লেখার অনুরোধ করছি। (চলবে)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now