বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
(গত পর্বের পর) ৫. বিল্লাহ্ ঃ একদিন সায়িম ভাইয়ার একটা গল্পে লিখেছিলাম-'এগুলো বড়দের গল্প। আমার পড়তে পড়তে অভ্যাস করতে হবে।' ১ মিনিটের মাথার মেহেদি হাসান প্রভা ভাইয়া বলেন, 'কোন ক্লাসে পড়ো?' আমি বলি, '7-এ।বয়স ১৫+।' কিছুক্ষণ পর বিল্লাহ্ কোনোভাবে এই তথ্য দেখে আমাকে একান্ত বার্তা দেয়:'হ্যালো তুহিন আমি তোমার মতো কাউকে খুজেছিলাম আমিও 7এ পরি আমারও বয়স ১৫ তো আমি কি তোমার বন্ধু হতে পারি'। আমি প্রত্যুত্তরে করি, 'অবশ্যই'।তারপর তার সাথে বার্তায়-ই পরিচিত হলাম।ওর ইসলামিক পোস্টগুলো চমৎকার। ৬.শুভ সূত্রধর : এখানে যবে থেকে আসি, তবে থেকে উনি প্রায়শ আমার সব গল্পে কমেন্ট করেছেন।তারপর দেখি, উনি আমাকে তার একটা গল্পে নিয়েছেন।আমি তার প্রতি সন্তুষ্ট হই।ধীরে ধীরে তিনি যেন আমার প্রিয়জনদের একজন হয়ে উঠেন।আমি হিন্দু ও মুসলমানের ভেদাভেদকে ঘৃণা করি।তিনি হিন্দু হলেও জিজেতে তার চলাফেরা আমার পছন্দ হয়।কিন্তু আশ্চর্যের ব্যাপার, তার নাম ও শ্রেণি ছাড়া আমি কিচ্ছুই জানি না! তাই তাকে সকলের কাছে নিজের পরচিয় তুলে ধরতে বলছি।উনি অনেক স্বভাব অবিকল আমার মতোই ।সবচেয়ে বড় ব্যাপার, উনি আমার মতো যেকোনো ভুল উক্তির বিরুদ্ধে আপত্তি প্রকাশ করে।(চলবে)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now