বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভালোবাসার বং বদলায়

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sinjon sarker (০ পয়েন্ট)

X ভালোবাসা রং বদলায়— সুবর্ণা মুস্তফার সাথে একবার হুমায়ুন ফরিদীর প্রচণ্ড ঝগড়া হলো, রাগ করে সুবর্ণা অন্য রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়লেন। সুবর্ণা সকালে উঠে দরজা খুলে দেখেন, যেই রুমে ঝগড়া হয়েছিল, সেই রুমের মেঝে থেকে ছাদের দেয়াল পর্যন্ত একটি কথাই লিখে পুরো রুমকে ভরে ফেলা হয়েছে, কথাটি হল- 'সুবর্ণা, আমি তোমাকে ভালোবাসি'| এতো ভালোবাসাও তাদের বিচ্ছেদ ঠেকাতে পারেনি, ২০০৮ সালে ডিভোর্স হয়। কারণ ভালোবাসা রং বদলায়..! জীবনানন্দ দাশ লিখেছিলেন- 'প্রেম ধীরে মুছে যায়; নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।' এই জীবনানন্দকে একবার দেখেই বিয়ের পিঁড়িতে বসে লাবণ্যপ্রভা। সাহিত্যের ছায়া থেকে একশ হাত দূরে থেকেও সাহিত্যের ইতিহাসে উজ্জ্বলতম নক্ষত্র এই লাবণ্য। সেও কিছুকাল পরে টের পায় তার স্বাধীনতা হারিয়ে যাচ্ছে। মুক্তির জন্য ছটফট করতে থাকে। দুর্বিষহ হয়ে উঠে দুজনের জীবন। প্রেম সত্যি একসময় মুছে যায়। গুলতেকিন নামের ক্লাস টেনের সেই কিশোরী হুমায়ুনের প্রেমে অন্ধ হয়ে বিয়ে করে ফেলে। বিয়ের পরে সে জানতে পারে যে লেখক হুমায়ুন আহমেদ মানুষ হিসেবে খুবই সাধারণ। বাস্তব জীবনে সে চাঁদের দিকে হা করে তাকিয়ে থাকে না, কবিতা আওড়ায় না। তার মধ্যে আলাদা কিছু নেই। সে আর দশটা মানুষের মতোই সাধারণ। স্বপ্ন ভঙ্গের মতো ব্যাপার" গুলতেকিন বারবার বলতে থাকে- 'তোমার লেখাই ভালো, অন্যকিছু ভালো না।' আসলেই ভালোবাসা রং বদলায়! নন্দিতা রায়ের 'বেলাশেষে' সিনেমায় এই কঠিন ব্যাপারটা খুব সহজভাবে বুঝানো হয়েছে- 'হাতের ওপর হাত রাখা খুব সহজ, সারাজীবন বইতে পারা সহজ নয়!' সহজ না হওয়ার কারণ ঐ একটাই- 'ভালোবাসা রং বদলায়' আসলে প্রেম ভালবাসার সহজলভ্যতার এই পৃথিবীতে সবচেয়ে বিরল দুটি জিনিস- "মনের মানুষ" এবং "মানুষের মন"। এই দু'টোর উপর বিশ্বাস থাকা ভাল এবং উচিতও বটে। তবে সেটা কেবলই নিজের মধ্যে। কখনোই এগুলো নিয়ে অতি আত্মবিশ্বাসী বড়াই দেখানোও উচিত নয়। কারণ হাওয়ার দিক পরিবর্তন হয়ে কখন কোনদিকে বয়ে যায় সেটা সর্বদাই অনিশ্চিত। হোক সেটা প্রকৃতির হাওয়া অথবা মনের। আসলেই ভালবাসা রং বদলায়। সংগৃহীত


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৯৩৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now
  • মেহেরাজ হাসনাইন
    Golpobuzz ৩ বছর, ৯ মাস পুর্বে
    অতএব মানুষের পার্মানেন্ট কালার এর ভালোবাসা লাগবে যাতে রং পাল্টাতে না পারে weep ...

  • SHUVO SUTRADHAR
    Golpobuzz ৩ বছর, ৯ মাস পুর্বে
    তোমাকে মনের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাই এডিট করে সংগৃহীত লেখার জন্য। গল্পটি অসাধারণ।

  • SHUVO SUTRADHAR
    Golpobuzz ৩ বছর, ৯ মাস পুর্বে
    যারা কপিরাইট করে তারা জঘন্য কাজের অংশিধার। লেখক তার মেধা দিয়ে খুব কষ্ট করে গল্পগুলো লেখে কিন্তু তার লেখাকে যদি ক্রেডিট না দেওয়া হয় তাহলে কেমন লাগে। আর এগুলোকে কিছুটা থামাতে এডমিনদের সুচ্ছার হওয়া প্রয়োজন। আর ঝুমুর আপি আপনি তার বিরুদ্ধে যেভাবে সুচ্ছার হয়েছেন তা আমার মনকে গ্রাস করেছ। তাই আপি আমার মনের অন্তস্তল থেকে ধন্যবাদ জানিয়েছি। আমি মনে করি জিজেতে আপনার আগমন জিজেকে আরও সমৃদ্ধ করবে। আমার লেখা দুটি গল্পও কপিপোষ্ট হয়েছে।

  • Suborna Akhter Zhumur
    User ৩ বছর, ৯ মাস পুর্বে
    আপনার কথার মানেটা ঠিক বুঝলাম না @SHUVO SUTRADHAR.

  • SHUVO SUTRADHAR
    Golpobuzz ৩ বছর, ৯ মাস পুর্বে
    মনের অন্তস্তল থেকে ধন্যবাদ জানাই ঝুমুর আপিকে এইধরনের জঘন্য কাজকে কেরি করার জন্য।

  • Suborna Akhter Zhumur
    User ৩ বছর, ৯ মাস পুর্বে
    আসল লেখকের নাম উল্লেখ করেননি কেন? এই পোস্টের আসল লেখকের নাম- শঙ্খনীল দেব।। এডিট করে নামটা মেনশন করে দিবেন। এরপর থেকে কারো লেখা কপি করলে তার নাম উল্লেখ করবেন। নাম না জানা থাকলে কালেক্টেড বা সংগৃহীত লিখে দিবেন।