বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
৩. সায়িম ভাইয়া : প্রথমেই এসেই তার গল্পগুলোতে অমুক-সেমুক কমেন্ট করতেছিলাম।একদিন ওমর ফারুক ভাই মফিজুলকে বলে, 'ইফতারে খেঁজুর খেতে হয়।' মফিজুল বলে, 'ভাইয়া, আমি ছোট বলে, এগুলো বলেন!'তখন গিয়ে ওমর ভাইকে বলি, 'আমরা ছোট হলেও সব বিষয়ে একটু করে হলে জ্ঞান আছে।' এমাতবস্থায় সায়িম ভাই এসে বলেন, '১টা কথা বলি-মাত্র 7 এ পড়। বয়স ১২ কি ১৩।জিজেতে তো এসেছো এক সপ্তাহও হয় নি।এসেই শুরু করে দিছো।তুমি সব জানলে তো বড় জ্ঞানী।ওমর তোমাকে উপদেশ দিয়েছে।তুমি কোথাকার লাট সাহেব!বেয়াদব কোথাকার!বড়রা কিছু বললে এরকম করতে হয়?' আমি রাগন্বিত হয়ে তার সাথে অনেক বড় ধরনের ঝগড়া করি।তারপর আস্তে আস্তে তিনি ও আমি পরস্পর বন্ধুসুলভ আচরণের মাধ্যমে তার সাথে ধীরে ধীরে পরিচিত হই। ৪. মেহেদি হাসান প্রভা: প্রথমে উনি আমার সব গল্প রেটিং দিচ্ছিল।আমি ভাবলাম, এই লোকটা কে? তারপর দেখি, উনি আমার একটা গল্প মডিফাই করেছেন। আস্তে আস্তে তার সাথে কথা বলি শুরু করি। এখনও তার সম্পর্কে ততটা জানি না।তাই তাকে বলছি, নিজেকে নিয়ে একটা গল্প লিখবেন। (চলবে।আসলে আমি টাইপিং-এ অতটা দক্ষতা অর্জন না করায়, বেশি লিখতে পারি না।বানানেও প্রায়শ ভুল হয়।তাই আমার জন্য দোয়া করবেন।)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now