বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আজ আমি যেই গল্প বলবো তার নাম ছিছোরে????????
গল্পটা একটা ছেলের যার নাম আনিরোধ পাঠক।সে তার পড়া শুনার জন্য কলকাতার ১নাম্বার হোস্লেল যায়।সে হোস্টেল অনেক গুলো বিভাগ ছিলো, সেই হোস্টেল দুটো বিভাগ ছিলো। একটা হলো H3,সে বিভাবে হব ভালো ভালো ভালো ছেলেরা পড়তো।
আর বিভাগ H4 রে সব losers.সে যখন ভরতি হয়ে যায় তখন তার হোস্টেল পড়ে হোস্টেল H4 মানে losersদের হোস্টেল।
সে হোস্টলে সব বড় কিছু কামিনা ছিল।
১/ sexa ছিলো প্রথম কামিনা।
তার নাম sexa থাকার করণ সে sex খুব পছন্দ করতো
২/ asid তার মুখে গালি এসেই থাকতো।
৩/ মাতাল মদ ছারা সেই বাতেই পারতো।
একদিন মদ না খেলে পেটে বেথা শুরু হতো।
আনিরেধ যখন ভর্তির যন্য from পুরোন করে। তখন তাকে কি বলে তাই বলবো।
আনিরোধ: দাদা আমি কোন বিভাগে পরেছি?
সেই লোক :শুনুন আপনি কামিনাদের হোস্টলে পড়েছেন ????????????.
আনিরোধ: মানে বুঝলাম না।
সেই লোক: আমার কথা শুনুন তো এই পাশে ওই লোকের কাছে হোস্টেল বদলানোর from জমা দিন।
আনিরোধ: কেন?
সেই লোক: কারণ আপনি যে হোস্টলে পড়েছেন সেখানে সব কামিনা।
আনিরোধ: আগে ওখানে গিয়ে দেখি।
সেই লোক: মনে হচ্ছে আপনি গু না খেতে ছারবেন না। ঠিক আছে যান।
আনিরোধ তখন বুঝতে পারলো না যে সে কোথায় যাচ্ছে। আর তার সাথে কি হবে।
বাকি টুকু পরের পাটে ☺☺☺
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now