বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আত্মহত্যা নাকি মৃত্যুর অপেক্ষা?
আসলে কি চাইছি আমি?
ধর্ম আমার! নাকি দোহাই দিচ্ছি?
ভালবাসা কি?কাউকে কি কখনও ভালবাসতে পেরেছি?
না!হয়তো না! কারণ,আমিতো.."ভালবাসা " কী?তাই,জানি নাহ!!..প্রেমও করিনি কখনও...তবে,কেনো এতো বিষন্নতা! কেনো এতোটা মৃত্যুর আকাক্ষা!!..সত্যি বলছি,কারণটা আমি সত্যিই জানিনা!
তবুও,মরে যাবার অদম্য ইচ্ছে আমার!..মিথ্যে ভবিষ্যৎ নিয়ে আর ভাবতে পারছি নাহ! সত্যিই ভেঙ্গে পরেছি অনেক! শুনেছি,"ভালবাসা যেমন নতুন জীবনের সন্ধান দিতে পারে!ঠিক তেমনি বেঁচে থাকার ইচ্ছেটাও কেড়ে নিতে পারে!" তবে,আমি তো ভালবাসার মানেই জানিনা! তাহলে,আমি কেনো বাঁচতে চাইছি নাহ। কেনো,নেই কোনো ইচ্ছে বেঁচে থাকার!
আমার জীবন তো আমার নয়! মহান আল্লাহর ইচ্ছেতেই এই সুন্দর পৃথিবীতে আসা আমার! তিনিই জানেন বেঁচে থাকার কারণ কী! তবুও কেনো এতো ধৈর্য হারা হয়ে উঠেছি। জানি,অপেক্ষা রাখতে হবে!
তাই, অপেক্ষায় রয়েছি...মৃত্যুর!
তবে,প্রশ্ন! কোনো কারণ ছাড়া কী বেঁচে থাকা যায়?
যদিও আমি রয়েছি..মৃত্যুর অপেক্ষায়!
মুসলিম কিনা! আত্মহত্যা যে মহাপাপ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now