বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

BN VS IND ক্রিকেট কমেন্টারি।

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Refat Ahmed (০ পয়েন্ট)

X শুনেন! আমার কোন দোষ নাইras সব দোষ মেহেদি আর তানিম ভাইয়েরgj বিষয়টা খুলেই বলিgj আমি ভাবছিলাম জীবনের গল্প বিভাগে একটি গল্প দিয়ে আবার ইসলামিক গল্প দেওয়া শুরু করব। কিন্তুু তানিম ভাই বলল আপনি ময়মনসিংহে থাকেন আর মাহমুদৌল্লাহকে নিয়ে কোন গল্প লিখলেন নাহ?ব্যাস হয়ে গেল এমনিতেই আই ক্রিকেট ফ্যানgj তারউপর ভাইয়ের এই কথা শুনে লেখার ইচ্ছা জাগল খুব। আর মেহেদি ভাইয়ের খেলার কমেন্টারি দেখে আমারও কমেন্টারি করতে খুব মন চাইল। এখন আপনারাই বলেন কার দোষgj। ...... সুপ্রিয় দর্শক এখন আপনারা দেখবেন মঙ্গল গ্রহের ধূলিকনার সৌজন্যে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার টি৫ ম্যাচ। পরিবেশিত হচ্ছে যৌথভাবে, মঙ্গল গ্রহের স্পেশাল স্যুপ, চুরি করতে এক্সপার্ট ও দুইনাম্বারির সৌজন্যে। আমি:: সিয়াম ক্যামেরা রেডি তো? সিয়াম:: না ভাই একটু দাড়ান। আমি:: ধুরর কী যে করো না আজকাল। তাড়াতাড়ি কর। সিয়াম:: হুম হয়েছে শুরু করেন। তো দর্শক আমি MR আবারও মঙ্গলগ্রহ থেকে পৃথিবীতে আসলাম চ্যানেল অপমান নিয়ে কিন্তুু এবার কোন রিপোর্ট তৈরি করতে নয় সরাসরি লাইভ টেলিকাস্টে আপনাদের সবার সামনে উপস্হাপনা করব বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার টি৫ ওভারের খেলা। তার আগে কমেন্টারির জন্য আমাদের গ্যাস্ট হিসাবে আছেন মেহেদি ভাই। তো মেহেদি ভাই সন্ধার এই ঝিরঝিরি বাতাসে এবং অনিন্দ সুন্দর এই পরিবেশে স্বাগতম আপনাকে। মেহেদি ভাই:: ধন্যবাদ। আমি হলাম বিশিষ্ট vvip। আমি:: হইছে থামেন। তো দর্শক এবার দুইদেশের টস পর্ব শুরু দুই দেশের অধিনায়কই এসেছেন হেট ইন দ্যা টেইল। দর্শক দেখতেই পাচ্ছেন টসে ভারতই জয়ী হয়েছে। তো কুলি ভাই বল না ব্যাট ফাস্ট? কোহলি:: জিইতা গেছি রে জিইতা গেছি। আমি:: ধুরর মিয়া মাএ তো টসে জিতছেন খেলা তো এখনো শুরু হয়নি। কোহলি:: আরে ভাই খেলায় টসে জিতা মানে অর্ধেক জিতে যাওয়া।আর জিতব তো আমরাই। আমি:: চাপা মরা বন্ধ করেন মিয়া। কোনটা আগে নিবেন সেটা বলেন। কোহলি:: বল ফাস্ট। আমি:: আচ্ছা এবার আমার দুই চক্ষের সামনে থেকে দূর হন। তো মাশরাফি ভাই আপনারা প্রথম ব্যাটিং করবেন। কতো টার্গেট দিলে আপনার মনে হয় আপনারা জয়ী হবেন? মাশরাফি:: আমাদের সব প্লেয়ারদের পারফরমেন্স আলহামদুলিল্লাহ ভালো।আমার মনে হয় আমরা একশর মতো টার্গেট দিলেই জয়ী হতে পারব। আমি:: ওহ, ওয়েলডান। আপনার আশা যেন পূরন হয়। মাশরাফি:: ধন্যবাদ। আমি:: দর্শক কিছুক্ষনের মধ্যেই দুই দেশের জাতীয় সংগীত পর্ব শুরু হবে। তো মেহেদি ভাই আপনি জানেন আজকের এই খেলা প্রচুর হাই সিকুওরিটিতে পরিচালিত হচ্ছে। ভারত যেন কোন আম্পায়ারকে ঘোষ দিতে না পারে সেজন্য খেলার আগে থেকেই সব আম্পায়ারকে একটি রুমে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। আর সে রুমের চারপাশে বিরাট কোহলিকে বারবার ঘুরতে দেখা গিয়েছে এবং মাঝে মাঝে দেয়ালে মাথা ঠুকতে দেখা গিয়েছে। এর কারন কী হতে পারে বলে আপনি মনে করেন? জাতিকে বলুন। মেহেদি ভাই:: আরে ঘোষ দিতে পারে নি বলে কোহলি বারবার দেয়ালে মাথা ঠুকছিল। তারা জানে আজকে ঘোষ দিতে না পারায় তারা হারবে তাইতো টস জিতে বিরাট কোহলি অমন করেছিল। আমি:: ওহ ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামতের জন্যে। দর্শক আরেকটা কথা মাঠের সবজায়গায় আমাদের মাইক্রোফোন লাগানো আছে তা কেউ জানে না। তাই মাঠের মধ্যে কথাগুলোও আপনারা শুনতে পারবেন। মেহেদি ভাই আপনি শুধু সেগুলো শুনে হাসবেন কিছু বলবেন না কেমন! দর্শক এখন দুই দেশের প্লেয়াররাই জাতীয়সংগীত গাওয়ার জন্যে প্রস্তুুত হয়ে আছে। প্রথমেই আসছে বাংলাদেশের জাতীয় সংগীত:: আমার সোনার বাংলা আমি তুমায় ভালোবাসি। চিরদিন তুমার আকাশ,তুমার বাতাস, আমার প্রানে ওমা আমার প্রানে বাজায় বাশি সোনার বাংলা আমি তুমায় ভালোবাসি। বাংলাদেশের জাতীয় সংগীত পর্ব শেষ হলো এবার আসছে ভারতের জাতীয় সংগীত:: জনগনমন ভারত ভাগ্য বিধাতা,জয় হে, জয় হে, জয়, জয়, জয় হে। তো দর্শক দুই দেশেরই জাতীয় সংগীত পর্ব শেষ হলো। এবার বাংলাদেশের পক্ষ থেকে ওপেনিং এ আসছেন বাংলার দুই বাঘ তামিম ইকবাল এবং লিটন দাস। ব্যাটিং এর জন্যে প্রস্তুুত তামিম ইকবাল। বল নিয়ে আসছেন বিখ্যাত প্রতিবন্ধি জাসপ্রিত বোমরাহ। কী যে হবে আজকে মনে হয় মান ইজ্জত গেল। মেহেদি ভাই:: হা,হা,হা,। দর্শক প্রতিবন্ধিও মান ইজ্জত হারানোর ভয় পাচ্ছে আপনারা তার নিজের মুখেই শুনলেন। ইনিংসের প্রথম বল নিয়ে আসছেন প্রতিবন্ধি ওহ এক্ষেএে প্রথম বলটি ছিল গুড ইয়র্কার কিন্তুু তামিম ইকবাল ডান দ্যা উইকেটে বলটি সরাসরি পাঠিয়ে দিল আকাশের বুক দিয়ে ওড়িয়ে সরাসরি সীমানার বাইরে। এক্ষেএে প্রথম বলেই ছয় অনিচ্ছা সও্বেও দিতে হলো আম্পায়ারকে। ওভারের ২য় বল নিয়ে আসছেন মি. প্রতিবন্ধি ওহ হোয়াট এ শর্ট এবারও বল আকাশের বুক ছুয়ে উড়ে গিয়ে পড়ল সরাসরি গ্যালারির বাইরে এক্ষেএে বিশাল বড় একটি ছয়। আরে তামিম ভাই বল তো ভালই করতাছি তাও এত মারেন কেন(বোমরাহ) মেহেদি ভাই:: হা,হা,হা,হা,। আমি:: ওভারের ৩য় বল নিয়ে আসছেন মি. প্রতিবন্ধি দেখা যাক ছয়ের হ্যার্টিক হয় কিনা? শর্ট বল হোয়াট এ শর্ট ব্রিলিয়ান্ট এক্ষেএে ওভারের তিনটি বলেই পরপর তিনটি ছয়ই মারলেন তামিম ইকবাল। ঐ ব্যাটা কী বল করিস বাচ্চা পোলাপানের মতো? খেয়ে আসিস নি?(বিরাট কোহলি) আমি তো আগেই বলছিলাম তামিমের সময় আমাকে বোলিং দেন যে।এখন যদি আমারে ছয়টা ছয়ই মেরে দেয় তখন কী হবে?( বোমরাহ) মেহেদি ভাই:: হা,হা,হা,। আমি:: হোয়াট এ রেকর্ড। এই প্রথম আন্তজার্তিক ফরম্যাটে বাংলাদেশের কোন প্লেয়ার ছয় বলে ছয়টি ছয়ই হাকাল তাও আবার এসময়ের এক নাম্বার বোলিং জাসপ্রিত বোমরাহ এর বলে। এর আগে অবশ্য বি.পি.এলে একজন ছয়টি ছক্কা মেরে নিজের নামের সাথে ছক্কা নাইম যোগ করেন।মেহেদি ভাই এই ছয়টি ছক্কা আপনার কাছে কেমন লাগল? মেহেদি ভাই:: একদম আমার চোখ জুড়িয়ে গেছে! ওহ। ২য় ওভারের প্রথম বল নিয়ে আসছেন পুষ্টির অভাবে ভোগা যুবেন্দ্র চাহাল। ডান দ্যা উইকেট বল চলে গেল সিমানার বাইরে। এক্ষেএে লিটন দাসও ছয় দিয়েই নিজের রানের খাতা খুললেন। ২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫০ রান। দর্শক আরেকটা কথা অতি দুঃখের সাথে জানাচ্ছি যে বিরাট কোহলির গালাগালি আর লাফালাফিতে মাঠের বাম ও ডান পাশের মাইক্রোফোনগুলো নষ্ট হয়ে গিয়েছে তাই আপনারা এখন মাঠে তার কথাগুলো শুনতে পারবেন না। তো দর্শক চার আর ছক্কায় কেটে গেল প্রথম ইনিংস সেই সাথে সমাপ্তি ঘটল নান্দনিক কিছু দৃশ্যের। ৫ ওভারে বিনা উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১২০ ভারতকে জয়ী হতে হলে দরকার ৩০ বলে ১২১ রান দেখা যাক কী হয়। তামিম ইকবালের ব্যক্তিগত ৮০ রান ও লিটন দাসের ৪০ রানের উপর ভর করে বাংলাদেশ ভারতের সামনে ছুড়ে দিল এভারেস্ট সমান চ্যালেন্জ। দেখা যাক এখানে ভারত কী করতে পারে। তো মেহেদি ভাই আমরা জানি বিরাট কোহলি এযুগের সবচেয়ে বড় পাগল।মাঝে মাঝেই দেখা যায় তিনি না পারলেও ওপেনিং এ নেমে যান সেক্ষেএে আজকে কী এর কোন সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন? মেহেদি ভাই:: ঐটা যে পাগলের পাগল নামতেও পারে। কিছু বুঝে না শুধু বলে বেতন বাড়াও। আমি:: দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের কথা সত্যি করে ভারতের পক্ষে ওপেনিং করতে আসছেন বিরাট পাগলা এবং রোহিত শর্মা। কী রে রোহিত অবস্হা তো দেখি কাহিল।আম্পায়ারকে তো টাকাও দিতে পারি নি। যে অবস্হা ম্যাচও তো জিততে পারব না চল মানসম্মান থাকতে পালাই(বিরাট কোহলি) পালাবেন কোনদিক দিয়ে সব রাস্তা তো বন্ধ।ফাটা বাশের চিপায় পরে গেছি(রোহিত) মেহেদি ভাই:: হা,হা,হা,হা, আমি:: দর্শক শুনতেই পেলেন কোহলি পালানোর ধান্ধা করছে। তো বোলিং এর জন্যে প্রস্তুুত রোহিত শর্মার আতঙ্ক কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ইনিংসের প্রথম বলটি নিয়ে ছুটছেন মোস্তাফিজুর রহমান। ভেরি গুড লেনথ এক্ষেএে রোহিত শর্মা রক্ষনাত্নক ভঙ্গিতে খেলে দিয়ে আত্নরক্ষা করলেন। ওভারের দ্বীতিয় বল এবারও রোহিত শর্মা রক্ষনাত্নক ভঙ্গীতে খেলে দিলেন কিন্তুু যতক্ষনে ফিল্ঠার মাহমুদৌল্লাহ বলটি কুড়িয়ে উইকেট কিপার মুশফিকুর রহিমের হাতে পাঠালেন ততক্ষনে দুই প্লেয়ার নিজেদের জায়গা পরিবর্তন করে ফেলেছেন অর্থাৎ একটি রান। মেহেদি ভাই আপনি কী মনে করেন এভাবে খেললে ভারত জিততে পারবে? মেহেদি ভাই:: কিসের জিতাজিতি রোহিত শর্মা তো মুস্তাফিজের বল দেখে কাপে কোন রকমে নিজের জীবন বাচাল। আমি:: দর্শক ওভারের ৩য় বল নিয়ে আসছেন মোস্তাফিজুর রহমান। ওহ বোল্ডেন। বল চলে গেল স্ট্যাম্প ভেঙে উইকেট কিপার মুশফিকুর রহিমের হাতে কিন্তুু বিরাট কোহলির হাত থেকে ব্যাট ফসকে ব্যাট উড়ে গিয়ে পড়ল সরাসরি সিমানার বাইরে। এক্ষেএে শূন্য হাতেই ব্যাট ছাড়াই চলে যেতে হবে বিরাট পাগলাকে। কী আম্পায়ার সব ম্যাচেই তো টাকা দেই একটা নাহয় নাই- ই দিলাম কিন্তুু প্রতি ম্যাচে টাকা দেওয়ার কৃতজ্ঞতাসরুপ তো আজকের ম্যাচটা জিতাতে পারেন( কোহলি) টাইম নাই(আম্পায়ার) কী দুঃখ আমার যাওয়ার সময় হাতে করে ব্যাটটাও নিয়ে যেতে পারছি না।(কোহলি) মেহেদি ভাই:: হা,হা,হা, আমি:: ধুরর মিয়া দাত বন্ধ করেন এখন। ট্রেজেডি টাইম। তো দর্শক এমন একটা কঠিন ম্যাচে ভারতের হারারই কথা। তিন ওভার শেষে ১০ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৫০ রান। খুবই লজ্জাজনকভাবে আজকের ম্যাচটি হারল ভারত। এখন বিরাট কোহলির চোখেমুখে আমাবর্ষা নেমে এসেছে আর সেই সাথে রোহিত শর্মার নখ কামড়াকামড়ি শুরু হয়েগিয়েছে। এবার চলে যাচ্ছি আজকের পুরস্কার পর্বে। তো দর্শক প্রথমেই ডেকে নিচ্ছি হেরে ভূত হয়ে যাওয়া ইন্ডিয়া দলের ক্যাপ্টেন বিরাট কোহলিকে। আমি:: তো কোহলি ভাই আপনার ব্যাথাটা বুঝতে পারছি আমরা। খেলার আগে তো খুব লাফাচ্ছিলেন। যাইহোক আজকের খেলায় হারার পিছনে আপনাদের কোন ভুলগুলি দায়ী বলে আপনি মনে করেন? কোহলি:: আর কতকাল কান্দাইবি রে দয়াল আর কতকাল কান্দাইবি রে গেল না আমার দুঃখেরি কপাল। আমি:: ধুরর মিয়া থামেন! এটা কি সুখ সভা নাকি সংগীতনুষ্ঠান পেয়ে নিছেন যে গান করছেন? কোহলি:: আরে ভাই আপনার হাতে পায়ে ধরি অন্তত দুঃখের অনূভুতিটা জানাতে দেন আমাকে। নাহয় পাগল হয়ে যাব আমি। আমি:: পাগল হবেন আবার কী হয়ে আছেন অলরেডি।আচ্ছা বলেন! কোহলি:: আসলে বুঝলাম হাতি যতই বড় হোক বনের রাজা সিংহই। একটা ম্যাচে টাকা দিলাম না এতেই এই অবস্হা হলে চলব কীভাবে? আমি:: থামেন তো মিয়া আপনার এসব আজাইরা ভাষন শুনার টাইম নাই। যান এখান থেকে। দর্শক এখন ডেকে নিব বাংলাদেশ দলের ক্যাপ্টেন মাশরাফিকে। তো আজকের এই ম্যাচে জয়ী হয়ে কেমন লাগছে? মাশরাফি:: অবশ্যই খুবই ভালো লাগছে কারন আমরা দর্শকদের আশা পূরন করতে পেরেছি কিন্তুু সবসময় এটা হয়ে উঠে না। আমরা জানি দর্শকদের সাপোর্ট আমাদের সাথে সবসময় আছে। আমি:: ধন্যবাদ মাশরাফি ভাই। দর্শক আজকের খেলার ম্যান অব দ্যা ম্যাচ তামিম ইকবাল। এবার বাংলাদেশ দলের ক্যাপ্টেন ট্রফি বুঝে নিচ্ছেন এবং সেদিকে বিরাট কোহলি কাদো কাদো দৃষ্টিতে তাকিয়ে আছেন। কনগ্লাচুলেশন বাংলাদেশ। দর্শক পুরস্কার প্রিতি পর্ব শেষ হওয়ার সাথে সাথে আমাদেরও বিদায় নেবার সময় হয়েছে আবারও কোনদিন দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্হ থাকবেন।আর হ্যা কোনদেশের ড্রাগাউটের দিকে আপনারা তাকাবেন না।কারন বাংলাদেশের ড্রাগাউটে নাচ পর্ব শুরু হয়ে গেছে অলরেডি আর ইন্ডিয়ার ঐখানে শুরু হয়েছে গালাগালি পর্ব যেগুলো আপনাদের দেখা উচিৎ না। সিয়াম ক্যামেরা অফ করো মিয়া আর কী দেখাবা? সিয়াম:: ওহ হ্যা। ঠাস! বি.দ্র:: মাশরাফির করোনা পজেটিব। সো সবাই দোয়া করবেন। ..................সমাপ্ত..............------------------- ভুল ক্রটি ক্ষমা করবেন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৫৭৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now
  • রুবাইয়া ইসলাম
    User ৩ বছর, ৯ মাস পুর্বে
    দাদুউউউউউউউউ

  • M.H.H.RONI
    Golpobuzz ৩ বছর, ৯ মাস পুর্বে
    হুমম ধন্যবাদ।

  • Mehedi Hasan Prova
    User ৩ বছর, ৯ মাস পুর্বে
    ঠিক বলেছেন রনি ভাইয়া। ভারতের জাতীয় সংগীত "জন, গণ, মন"। বন্দে মাতরম বঙ্কিমচন্দ্রের লেখা দেশাত্মবোধক গান।................ রবীন্দ্রনাথ ঠাকুর একমাত্র ব্যক্তি যার তিনটি গান তিন দেশের জাতীয় সংগীত। বাংলাদেশ, ভারত ও নেপাল।

  • Mehedi Hasan Prova
    User ৩ বছর, ৯ মাস পুর্বে
    হুমম আমাদের বস করোনা পজিটিভ।weepweep....... আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন। আমিন।❤️❤️❤️❤️

  • Mehedi Hasan Prova
    User ৩ বছর, ৯ মাস পুর্বে
    laughlaughlaugh ইহা বাংলাদেশের জনগণের জন্য হাইস্যকর, একেবারে হাইস্যকর। এমনকি বিশ্বের ক্রিকেটপ্রেমীদের জন্যেও হাইস্যকর।laughlaughlaughlaugh

  • MH2 (Mysterious Some one)
    GJ Writer ৩ বছর, ১০ মাস পুর্বে
    ধন্যবাদ বলার জন্য রনি ভাইয়া

  • M.H.H.RONI
    Golpobuzz ৩ বছর, ১০ মাস পুর্বে
    বন্ধেমাতরম ব্রিটিশ বিরুধী আন্দোলনে ভারতের জাতীয় সংগীত ছিল বঙ্কিমচন্দ্রের লেখা।কংগ্রেস এটা সমর্থন করলেও পরবর্তীতে এর পরিবর্তে রবী ঠাকুরের লেখা জনগনমন এটাই ভারতের জাতীয় সংগীত করা হয় রাষ্ট্রীয়ভাবে আর এখনো এটাই আছেgj।@তুবা

  • M.H.H.RONI
    Golpobuzz ৩ বছর, ১০ মাস পুর্বে
    সবাইকে ধন্যবাদ।আর না জাতীয় সংগীত এটাই রবি ঠাকুরের লেখা আর বন্ধে মাতরম তাদের স্লোগান। আর হিন্দুস্হানকা হামারা আল্লামা ইকবালের লেখা একমাএ দেশাত্নবোদক গান।এগুলো থেকেই নেওয়া।@তুবা।

  • MH2 (Mysterious Some one)
    GJ Writer ৩ বছর, ১০ মাস পুর্বে
    রনি আমার সুইট এলিয়েন ব্রাদার,চ্যানেল অপমানের প্রতিটা লেখাই সুন্দর,লেখাটা চালিয়ে যান

  • junior brother
    User ৩ বছর, ১০ মাস পুর্বে
    আমি তোমার ব্রো না ছোট ভাই

  • junior brother
    User ৩ বছর, ১০ মাস পুর্বে
    আপনি আমি মাত্র ক্লাস ফাইভে পড়ি বুঝছো

  • Tuba
    User ৩ বছর, ১০ মাস পুর্বে
    ভালো আছি,,,,আপনি???@জুনিয়র ব্রো

  • junior brother
    User ৩ বছর, ১০ মাস পুর্বে
    পুষ্পিতা আপু আমি টম আর তুমি জেরি

  • junior brother
    User ৩ বছর, ১০ মাস পুর্বে
    পুষ্পিতা আমি টম আর তুমি জেরি

  • junior brother
    User ৩ বছর, ১০ মাস পুর্বে
    hi Tuba আপু কেমন আছো

  • Tuba
    User ৩ বছর, ১০ মাস পুর্বে
    হা হা হা ভালো লাগলো খুবgj,,,,,,আর ভারতের জাতীয় সংগীত তো ওটা না,,,,ভারতের জাতীয় সংগীত হলো "বন্দে মাতরম"gj

  • Puspita
    User ৩ বছর, ১০ মাস পুর্বে
    হুহুহু খুব সুন্দর হয়েছেlaughlaugh

  • তানিম★
    User ৩ বছর, ১০ মাস পুর্বে
    ব্যাতিক্রম ধর্মী কমেন্টারি!! বাংলাদেশের ধারাভাষ্যকার আতার আলী খান কেও হার মানালে ভাই!!! কিন্তু,,,,মাহমুদউল্লাহ রিয়াদ এর ভাইয়ের কোন অস্তিত্ব খুজে পেলাম নাহ!! যাইহোক,,,আমি নাজমুল হাসান পপকর্ন ভাইয়ার কাছে তোমার ধারাভাষ্যকার এর জব এর জন্য সুপারিশ করবো!! laugh vallagxe!!!

  • M.H.H.RONI
    Golpobuzz ৩ বছর, ১০ মাস পুর্বে
    ধন্যবাদ।

  • PRINCE FAHAD
    User ৩ বছর, ১০ মাস পুর্বে
    হাহাহা ভালোgj

  • M.H.H.RONI
    Golpobuzz ৩ বছর, ১০ মাস পুর্বে
    সবাইকে ধন্যবাদgj gj gj gj

  • Sushmita
    User ৩ বছর, ১০ মাস পুর্বে
    gj

  • মোহাম্মদ মফিজুল হোসেন
    Golpobuzz ৩ বছর, ১০ মাস পুর্বে
    এহানে কুলি মুলির কোন ফ্যান নাই icecream আইসক্রিম খাও সকলে icecreamicecreamicecreamicecreamicecreamicecreamicecreamicecreamicecreamicecream

  • SIAM The Deadman☠
    User ৩ বছর, ১০ মাস পুর্বে
    : laughlaugh খুব মজার। কুলির কোন ফ্যান এই গল্প পড়লে হার্ট আ্যাটাকgj

  • ♥♥Samir♥♥
    User ৩ বছর, ১০ মাস পুর্বে
    হিহিহি অসাধারন লেখনীgj

  • মোহাম্মদ মফিজুল হোসেন
    Golpobuzz ৩ বছর, ১০ মাস পুর্বে
    Hmm মাশরাফি বসের করোনা পজেটিভ এটা শুনেছি আর তার চিকিৎসাকরবেন বাংলাদেশেরপ্রধানমন্ত্রীর চিকিৎসক আবদুল্লাহ স্যার দোয়া রইল বসের জন্য ✋ আর গল্পটা ভালো লেগেছেgjgjgj