বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পিছুটান

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান তাসফীর ইসলাম (ইমরান)(guest) (০ পয়েন্ট)

X পিছুটান' তাসফীর ইসলাম (ইমরান) একটা সময় ছিল যখন আমার মনে অনেক প্রশ্ন জমা হত। প্রশ্নের উত্তরগুলো কারো কাছ থেকে পাইনি বা জানার চেষ্টাও করিনি, কিংবা জানলেও উত্তরটি আমার মন মতো হয়নি। অনেকদুর আসার পর যখন পিছনে তাকিয়েছি, দেখি সময় আমাকে সব বলে দিয়েছে। কে আপন? কে পর? আর কে আমি? আমি যেন কেমন হয়ে গেছি!! আমি নিজেকেই প্রশ্ন করি আমি কেমন হয়ে গেছি ? কই আমি তো এতটুকুও বদলাই নি ! “এখনো আগের মতোই এখানে ওখানে উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়াই, কেউ বাধা দেয় না। আগের মতোই ভুল মানুষকে বন্ধু ভেবে অল্পতেই কাছে টেনে নেই। সারাদিন ভুলের পিছনেই ঘুরে বেড়াই। ঘুরে ঘুরে ক্লান্ত কালচে হয়ে ফিরে আসি আমার রুমে! ” এত বড় রুমটাও ছোট ছোট লাগে , মনে হয় আমি চার দেয়ালে বন্দী। বেড আর টেবিলের ওই কোনটাতেই আমার অস্তিত্বের অবস্থান। জানালা দিয়ে যখন বিকেলের ঝলকা আলো আমার গায়ে এসে পরে,আমার অযাচিত ভাবনায় ছেদ পরে, আমি চমকে উঠি। আলো থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে পিছিয়ে আসি। ” অন্ধকারেই আমি মানান। তোমাদের আলোকিত দুনিয়ায় আমার ঠাই নাই!’ রাত বাড়ার সাথে সাথে অনুভূতিগুলো প্রখর হয়ে যায়, তখন আমার খুব সিগারেটের পিপাসা পায়। কখনো কখনো পেয়েও যাই দু-একটা ” সিগারেট আমার মনের পিপাসা মেটায়, যে পিপাসা আমি জমিয়ে রেখেছি তুমি হারিয়ে যাওয়ার পর। সিগারেটের ধোয়ায় রুম ভরে ওঠে। ধোয়ায় তোমার ছায়া দেখতে পাই, নিজেকে জড়িয়ে ফেলি তোমার স্পর্শে। তুমি কিভাবে আমায় অনুভব করো ? আমার সময়কে আমি থমকে রেখেছি ঠিক যেদিন তুমি চলে গেছ। হারিয়ে ফেলেছি নিজ সত্তাকে ওটা তো তুমি নিয়ে গেছো। ভালবাসার মানুষ হিসেবে হয়তো আমি বেখেয়ালী,একগুয়ে ছিলাম কিন্তু আজ আমি একা!! পৃথিবীর নিয়ম এরকম কেন নাকি আমিই ভুল ? কেন কাছের মানুষ চলে যাওয়ার পরেই তার শূন্যতার কষ্ট অনুভূত হয়। কলম খাতা ব্যবহার করে হয়ত কষ্টের কথা বলা যায় কিন্তু কষ্ট বোঝানো যায় না। হাজার হাজার পাতা কষ্টের খোজে লিখে দেওয়া যায়, কিন্তু মন কি পূর্ণতা পায় ? পায়না না। চিরতরে হারিয়ে যে যায় তার ফিরে আশা করাটা হয়ত বোকামি ! ” কিন্তু আমি যে মনকে প্রবোধের জালে বাধতে পারি না।’ আমার বিশ্বাস আমাকে ঘিরে রেখেছে, সেখানে শুভ্র সত্য এসে পৌছায় না। রাতে ক্লান্ত হয়ে যেতে চাই না আমি, আমাকে জেগে থাকতে হবে। কারন এতেই আছে সুখ, এতেই জড়িয়ে আছে ভালোবাসা। কষ্টের রাতগুলো অনেক দীর্ঘ ! আমার বেচেঁ থাকার জন্য অনেক!!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৪৭১ জন


এ জাতীয় গল্প

→ পিছুটান
→ পিছুটান (শেষ)
→ পিছুটান ০১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now