বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

জিজের নিময় নিয়ে কিছু কথা

"ভিন্ন খবর" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Saif sayed (০ পয়েন্ট)

X জিজের নিয়ম নিয়ে কিছু কথা........ হয়তো কারে ভালো লাগবে অথবা খারাপ। পজিটিভ বা নেগেটিভ.... বেশ কিছু দিন আগে আমার দুইটা গল্প প্রকাশিত হয়। একটা জীবনের গল্প আর অন্যটা শিক্ষনীয় গল্প। ঐ গল্প দুইটায় কিছু বিশেষ ব্যক্তিদের জীবনের কাহিনি আর তাদের সাফল্যের কথা উল্লেখ ছিল। সেখানে কেউ কেউ বলেছেন যে ঐ গল্পের সাথে অন্য কারোর গল্পের কোন অংশের সাথে মিল আছে থাকতে পারে সবার গল্প পড়া তো আর সম্ভব নয়। আর বলা হইছিল কপি। বাংলাদেশের টেলিভিশন একটি জনপ্রিয় অনুষ্ঠান হয় নাম ইত্যাদি। সেখানে প্রথমে আমি গহের আলী সম্পর্কে জানতে পারি। তিনি একজন ভিক্ষুক ছিলেন তিনি একা দুই কিলোমিটার রাস্তায় বারো হাজার তাল গাছলাগিয়ে ছিল। ঐ গল্পের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ক্রিকেটার ইত্যাদি ব্যক্তিদের সাফল্যের কথা উল্লেখ ছিল। ঐরকম বিভিন্ন মাধ্যমে আছে যেখানে বিশেষ ব্যক্তিদের নিয়ে পর্ব থাকে। সেরকম আর একটার কথা বলি। ৭১ টেলিভিশন প্রতিদিন ঠিক ১০:৩০ মিনিটের সময় খেলাযোগ হয় সেখানেও কিছু মানুষের জীবনের সাফল্যের ও ব্যথতা নিয়ে একটা পর্ব থাকে। কারো ক্রেডিট নষ্ট করার জন্য গল্প দেই না। পয়েন্ট পাবার জন্যও গল্প লেখি না ভালো লাগে তাই দেই। মানুষ তার মনে বিরুদ্ধে কোন কাজই করে না সেইরকম আর কি। ঐ রকম নানা মাধ্যমে আছে। ইউটিউবে অসংখ্য ভিডিও পাবেন। বর্তমানে যেমন চাউল চোর চেয়ারম্যান আছে দেশে। তেমনি নিজে ভ্যানগাড়িতে করে বিভিন্ন রকমের বই মানুষের মাঝে বিতরণ করে। সেটাও ইত্যাদি মাধ্যমেই দেখেছিলাম। যেটা আমরা কয় জনে জানি? আর বেশ কিছু দিন দেখতেছি যে বিভিন্ন গল্পের কমেন্ট এ আড্ডা দেয়া হচ্ছে। জিজেতে উপরে ভালো করে লেখা আছে যে গল্পে অযাচিত কমেন্ট করবেন না। এটা কি নিময় লঙ্ঘন নয়। উপরে নিয়ম সম্পর্কে যা লেখা আছে তা হল............ যারা একটি গল্পে অযাচিত কমেন্ট করছেন তারা অবস্যাই আমাদের দৃষ্টিতে আছেন ... পয়েন্ট বাড়াতে শুধু শুধু কমেন্ট করবেন না ... অনেকে হয়ত ভুলে গিয়েছেন পয়েন্ট এর পাশাপাশি ডিমেরিট পয়েন্ট নামক একটা বিষয় ও রয়েছে ... একটি ডিমেরিট পয়েন্ট হলে তার পয়েন্টের ২৫% নষ্ট হয়ে যাবে এবং তারপর ৫০% ৭৫% কেটে নেওয়া হবে... তাই শুধু শুধু একই কমেন্ট বারবার করবেন না... ধন্যবাদ আমাদের মাঝে প্রচলিত কথা আছে একটা। যে ঘুষ দেয়ে এবং যে ঘুষ গ্রহন করে দুইজনই সমান অপরাধী।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২০৯৫৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now