বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

Batman Vs Ironman

"সাইন্স ফিকশন" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Rahat zaman khan (০ পয়েন্ট)

X Batman vs Ironman Year: 2016 place: New york "স্যুট কি কালার করব,কমলা?সবুজ?...ন­াকি সেই নীল কালারই রাখব?"-"হ্যা,নীলই হবে,ন্যাশানাল ফ্লাগের মত নীল",টনিকে রিপ্লাই দিল রোডি।"২০০ফিট ওপর থেকে পরেও পাইলটগিরি যায়নাই তোর,আচ্ছা যা,আর আরো কিছু ফিচার এড করছি তোর স্যুটে।তুই সুস্থ হ জলদি,তারপর তোকে দেখাবো।"-"ঠিক আছে টনি,রাখছি এবার,হাসপাতালের নার্সগুলো খুব ঝামেলা করছে,এত বেড থেকে উঠলেই একগাদা বকবক করে।"-"তাহলে তো ভালই।হাইস্কুলের পর এই প্রথম কোনো মেয়ে তোর খেয়াল রাখছে,দু চারটা মিষ্টি কথা বলে পটিয়ে নে,হাহাহা,"-"মজা করিস না,রাখছি,বাই"-"ওকে বাই",বলে ফোন রাখল টনি।"জার্ভিস,পেপারের­ সাথে ডিনার যেন কয়টায়?"-"নাইন থারটি পি এম স্যার।",জার্ভিস রিপ্লাই দিল।"রেডিও টা অন কর জার্ভিস,ড্রাইভ করতে বোরিং লাগছে।"-"ওকে স্যার,টার্নিং অন রেডিও।"...খর খর চ্যাক...নিউ ইয়র্ক সিটিতে গত কয়েকদিন ধরে রাতের বেলা অদ্ভুত ব্যাট ক্রিয়েচার দেখা যাচ্ছে। মিস্ট্রিয়াস ক্রিয়েচারটি কালো রঙের এবং অনেকটা বাদুড়ের মত দেখতে। তবে কেউ কেউ বলছেন এটি অনেকটা মানুষের আকারের। তবে গ্যোথাম সিটিতে ব্যাটম্যানের কথা আমরা জানতে পেরেছি।সেখানেও নাকি একই রকম অনেকটা বাদুড় ও মানুষের আকারের ব্যাটম্যান রাতে ঘোরাফেরা করে।আমাদের রিপোর্টার....."-"নতু­ন কোনো এলিয়েন?...ওফ নিউইয়র্ক এর হামলার পর ভয়ে আছি। কিভাবে এতবড় এলিয়েন বাহিনীর হাত থেকে পৃথিবীকে বাচাবো? শালা স্টিভ একটা আবুল,আমাকে ঠিকমত কোনো কাজই করতে দেয়না",মনে মনে ভাবছে টনি। এমন সময় ঠাস ঠাস গুলি করতে করতে টনির অডি গড়িকে পাশ কাটিয়ে গেল একটি জীপ।"এই...জার্ভিস কারা ওরা?"-"স্যার নিউইয়র্ক গ্রিন ব্যংকে লুটপাট হয়েছে একটু আগে।সম্ভবত ওরা সেই ডাকাত।",এন্সার দিল জার্ভিস।"ওদের ট্র্যাক করো জার্ভিস,আমি..."(স্যা­ করে টনির গাড়ির পাশ দিয়ে কালো কি একটা চলে গেলো)"-"স্যার এইমাত্র আরও একটা ভেহিকল আমাদের ক্রস করলো,বাট আমার সেন্সর ওটাকে ডিটেক্ট করতে পারছে না"-"হোয়াট?",অবাক হলো টনি। "ওটা মনে হয় ডাকাত দের ফলো করছে।তুমি সন্ত্রাসীদের গাড়িটা ট্রাক কর।"-"ওকে স্যার",উত্তর দিলো জার্ভিস। ৩ ব্লক পর একটি কন্সট্রাক্টিং বিল্ডিং এর সামনে সন্ত্রাসীতের জীপটা ওল্টানো অবস্থায় দেখতে পেল টনি।"ডাকাতরা এই বিল্ডিঙেই ঢুকেছে,ভাবল টনি।সাথে সাথেই নিজের মার্ক ৫০ স্যুট পরে নিল।"জার্ভিস...আমি তো কিছুই দেখছি না?"-"স্যার ৩য় ফ্লোরে মোশোন আর সাউন্ড ডিটেক্ট করেছি"-"ওকে",বলে থ্রাস্টারে ভর করে সেই ফ্লোরে উঠল টনি। সেখানে দেখল ডাকাত দুটোকে বেধে রেলিঙের বাইরে ঝুলিয়ে ধরে রেখেছে কালো ড্রেস পরা কেউ একজন। "স্কেয়ারক্রো কোথায়?...বল জলদি,না হলে তোমাদের নিচে ফেলে দিব।",সন্ত্রাসীদের বলল সেই কালো স্যুট লোকটি।"আমরা জানি না,...বস আমাদের সাথে সরাসরি কন্টাক্ট করেন না",ভয়ে কাপতে কাপতে বললো ওরা।"এহম...এইযে, মিস্টার কালো সুট...নাকি বাদুড়?...যাইহোক,ওদের­ ভিতরে আনো।",বলল টনি।"নিজের চরকায় তেল দাও,স্টার্ক।পেপারের সাথে ডিনারের লেট হয়ে যাচ্ছে না?"..."তুমি কি করে জানলে ডিনার সম্পর্কে,তুমি কে? এখানে কি করছ?"জানতে চাইল স্টার্ক।-"আমি ব্যাটমবিলে বসে তোমার গাড়ির অডিও রেকর্ড শুনছিলাম। এখন ভাগো এখান থেকে,আমাকে আমার কাজ করতে দাও",বলল কালো সুট পরা লোকটি।-"তো তুমিই তাহলে সেই ব্যাটম্যান?...হুহ...­ড্রেসটা কি হেলোউইন পার্টির জন্য কিনেছিলে?পিছনের ঝোলানো কাপড় দেখে মনে হচ্ছে আম্মুর গাউন কেটে লাগিয়েছ।হাহ হাহ হা।এখন লোক দুটোকে আমার কাছে দাও। রাতের বেলা ভুত সেজে ঘোরাঘুরি করে কোনো লাভ আছে?..."তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি স্টার্ক,আমার কাজে নাক গলাবে না। নাহলে স্টিভ রজারের হয়ে তোমার ঘাড়তেড়্যামি আমিই ঠিক করে দেব। তোমার জেদের কারণেই এভেন্জার টিম ভেঙে টুকরো হয়ে গেছে।তোমার বোঝা উচিত ছিল সার্জেন্ট বার্নস ইচ্ছা করে তোমার প্যারেন্টস কে মারে নি।..."কি বললি তুই? এত কিছু কিভাবে জানস? " এই বলে স্টার্ক ব্যাটমেনের দিকে হাতের বিম ছুড়ে মারল। ব্যাটমেন স্মোক বম্ব ফাটিয়ে সরে গেলো। "কোথায় পালিয়েছিস? সামনে আয়।তোর ভুতগিরি আজ বের করব। আমার প্যারেন্টস নিয়ে কথা বলার তুই কে? স্টিভ কে আমি পরে দেখব।কিন্তু আজকে তোকে সাইজ করব। ব্যাটম্যান? কোথায় লুকিয়েছিস?"..."তুমি আর আমি কিন্তু খুব ভিন্ন নই স্টার্ক।দুজনের কাছেই আমাদের প্যারেন্টস ইমোশোনাল একটা বিষয়।তাই আমি জানতাম হাওয়ার্ড স্টার্কের কথা বললে তুমি রেগে এটাক করবে। আসলে আমি সেটাই চাইছি। তোমার বুকের রিএক্টর টা কাছ থেকে দেখার দরকার ছিল।সহজেই এনার্জি পাবার খুব ভালো সোর্স।বলতেই হয় তুমি এটা ভালোই আবিষ্কার করেছ।"-" ওয়েল ধন্যবাদ।কিন্তু এসব বলে আমার থেকে বাচতে পারবে না,"এদিকে জার্ভিস ব্যাটমেনের মোশন ডিটেক্ট করে ফেলল এবং টনি দেয়াল ভেঙে ব্যটমেনকে ঘুষি মারল। ব্যাটমেন দুরে গিয়ে পড়ল। "ইম্প্রেসিভ স্টার্ক", এবার ব্যাটম্যান টনির দিকে ব্যাটারিঙ ছুড়ে দিল,রিং ব্রাস্ট হয়ে টনি উল্টে গিয়ে দুরে উড়ে পড়ল। এবার টনি ব্যাটমেনের দিকে সাউন্ড ওয়েভ মারল। কিন্তু ব্যাটমেনের কিছুই হল না। ব্যাটমেন আবার স্মোক বম্ব মেরে লুকিয়ে পড়ল।"জার্ভিস? শয়তান টা কোথায়? খুজো ওকে....জলদি"-"ওকে স্যার"....আয়রনম্যান আবার ব্যাটমেনের হিট ভিশন দেখে বিম ছুড়ল। এবার ব্যাটমেনের গায়ে লেগে ব্যাটমেন মাটিতে পড়ে গেল। আয়রনম্যান গিয়ে ওকে কলার চেপে ধরল।" এবার কই যাবে? বাছা? তোমাকে এবার ছাদ থেকে ফেলে দেই?,ও তুমিতো উড়তে পারো না।নাকি স্যুট খুলে তোমাকে খালিগায়ে বাসায় পাঠাবো?"...."আমার কেপে গ্লাইডার আছে,তাছাড়া স্যুট তো তোমার খুলতে হবে",উত্তর দিলো ব্যাটম্যান। "তোমার কেন এমনটা মনে হলো?"জিজ্ঞেস করল টনি।...."এইজন্য",বলে­ আয়রনম্যান এর বুকের রিএক্টরে মিনি EMP ব্লাস্ট লাগিয়ে দিল ব্যাটম্যান। সাখে সাথেই ইলেক্ট্রো ম্যাগনেটিক চার্জের শকে আয়রনম্যানের সুট পাওয়ার হারিয়ে ফেলল।ব্যাটম্যান নিজেকে ছাড়িয়ে নিয়ে টনির সুটের হেলমেট। টান দিয়ে খুলে ফেলল।"শোনো স্টার্ক,আমার বাবা মা ও খুন হয়ে যায়,এবং তখন আমি মাত্র ৮বছরের ছিলাম। কিন্তু আমি তাদের খুনের প্রতিশোধ নিইনি। কারণ আইন আর প্রতিশোধ এক জিনিস নয়। সার্জেন্ট বার্নস যখন তোমার প্যারেন্টস কে মারে,তার ওপর হাইড্রা এর কন্ট্রোল ছিল।তাই তাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আর স্টিভ রজার্স তোমার কষ্ট বাড়াতে চায়নি,তাই সে তোমাকে বলে নি। স্টিভ তোমার খুব ভালো বন্ধু।আর ভালো বন্ধু সহজে পাওয়া যায় না। আসা করি কথাগুলো তুমি বুঝতে পেরেছ।"...''হয়েছে।তো­মাকে জ্ঞান দিতে হবে না। ক্রিমিনালদের দিকে তাকিয়ে স্টার্ক বলল,"ওদের আর কতক্ষন ঝুলিয়ে রাখবে। নামাও এবার।...ব্যাটম্যান?"­...ফিরে তাকিয়ে টনি দেখল আশেপাশে ব্যাটম্যানের কোনো চিন্হই নেই। "সন অফ বিচ"...আয়রনম্যানের সুট খুলে ফেলল স্টার্ক। নাহ,এবার আরো উন্নত স্যুট বানাতে হবে। ন্যানোটেক নিয়ে কাজ করব। পকেট থেকে ফোন বের করে পুলিশের নাম্বারে ডায়াল করল টনি।"হ্যালো আমি স্টার্ক বলছি...ব্যাংক ডাকাতদের খুজে পেয়েছি।জলদি আসুন".....


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২০৯৫৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now