বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক ছোট্ট গ্রামে লুনা বলে একটা মেয়ে থাকত। ওর খুব সখ ছিল বড় লোকদের মতো ক্রীসমাস পার্টি দেখার।
তবে ওর বাবা-মার সামর্থ ছিলনা। যাদের খেতেয় কষ্ট তাদের আবার উৎসব।
কিন্তু লুনা ছিল খুব সান্ত প্রকৃতির মেয়ে। ও জানতো যে ওর বাবা মার সামর্থ নেই।
তবে একদিন খুব কাশি হলো জ্বর এলো এবং ও অসুস্থ হয়ে গেল। তারপর গ্রামের লোকেরা সবাই মিলে ওকে হাসপাতালে নিয়ে গেল।
তারপর ডাক্তার পরীক্ষা নিরিক্ষা করে বললেন ওর একটা খুব কঠিন রোগ হয়েছে। ও আর বেশিদিন বাচঁবেনা।
সেই শুনে সবার খুব মন খারাপ হলো। আর সবাই ওর ইচ্ছে পূরণ করতে সহজগিতা করল।
তাই সে বছর ওরা অক্টবর মাসে ক্রীসমাস পালন করলো এবং লুনা খুব খুশিছিল কারণ ওর চলে যাওয়ার আগে ক্রীসমাস দেখতে পেয়েছে।
যাই হোক ও নভেম্বর মাসে মারা যায়। তবে ওর বাবা -মার বেষি দুঃখ ছিলনা কারণ লুনার ইচ্ছে পূরণ হয়েছে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now