বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আবারও নিজের লেখা ক্রাইম বিষয়ক থ্রিলার গল্প নিয়ে হাজির হচ্ছি। এতে রহস্যময় ক্রাইম ও গঠনশৈলী নির্মাণ করা হয়েছে ওয়েস্টার্ন গল্পের অনুকরণে। চরিত্রগুলো কাল্পনিক। কারোর সাথে মিলে গেলে তা কাল্পনিক গল্প হিসেবে ধরে নিবেন প্লিজ। আমার এ থ্রিলার গল্পের নাম " খুনীদের খুনী " যা পর্ব অনুসারে সাজিয়েছি। প্রত্যেক পর্বেই রহস্যজনক খুন, খুনের পদ্ধতি, আত্মরক্ষা বাহিনীর কর্ম তৎপরতা, গুয়েন্দা বাহিনীর অনুসন্ধান ও পরিস্থিতির বর্ণনা এমনভাবে দেয়া হয়েছে যা গল্পটি ভিন্ন মাত্রা যোগ করবে।
********************★********************
প্রথম আলো নিউজ পেপার পড়ে চমকে গেলাম। বিশ্বাস হচ্ছিল না যেন। বিশ্বের সিরিয়াল কিলার মি. এক্স এর রহস্যময় মৃত্যুতে। মি. এক্স রহস্যজনক ভাবে অনেক হত্যা করেছেন। তবে মি. এক্সকে কে মারতে পারে?
বিষয়টা আরো ধুয়াশা লাগছিল আমার কাছে।
তদন্তে এসেছে যে মৃত্যু স্বাভাবিক। হার্ট অ্যাটাক হয়েছিল। তবে টেবিলে পড়ে থাকা চিরকুটটি দেখে মনে হয় মৃত্যুটা স্বাভাবিক ছিল না। এটা মি. এক্সকে হত্যা করা হয়েছে।
কি আছে চিরকুটটাতে?
চিরকুটটাতে কি খুনীর আভাস পাওয়া যায়?
চিরকুটি তে কি লেখা ছিল?
আসলে গবেষণায় এটা বেরিয়ে আসে যে চিরকুটটি যেদিন পাওয়া গিয়েছিল তা মি. এক্সের ডেড স্পট থেকে, সেটি ৬০ বছর আগের পুরানো চিরকুট ছিল।
চিরকুটের কথাগুলো আরো ধুয়াশার মধ্যে ফেলে দেয়,
" মি. এক্সের মৃত্যুর জন্য আমি দায়ী। তবে আমারকে ধরার জন্য কোন কৌশলই লাভ নেই বরং বৃথা অনুসন্ধান। তা চেয়ে এই চিরকুটের গবেষণা করুন। রহস্যময় এ চিরকুট। "
আরেকটি গবেষণায় দেখা গেল যে, চিরকুটের কাগজটি বর্তমান সময়কার। তবে চিরকুটের কালির বয়স ৬০ বছরের পুরানো।
এটা কিভাবে সম্ভব?
বর্তমান সময়ে খুনী ৬০ বছর আগে গিয়ে কিভাবে চিরকুটটি লিখলো?
খুনের রহস্য খোঁজতে গিয়ে চিরকুটের রহস্যটি আরো জটিল মনে হচ্ছে!
খুনী কি চিরকুটের রহস্যে ফেলে খুনটাকে ধামাচাপা দিতে চাচ্ছে?
এ সময় আরেকটি ঘটনায় আরো বিস্মিত হলো সবাই। খুনটা কোন মানুষ করে নি। কারণ সিসিটিভি ফুটেজ বলছে যে, কোন মানুষই খুনের সময় ছিল না। তবে একটি পাখি টেবিলে ছিল। চিরকুটের পাশে। পাখিটি হঠাৎ ফুরুৎ করে উড়ে গেল।
তবে কি পাখিটি খুনী?
তাহলে সে কিভাবে মি. এক্সকে খুন করল?
বিষয়টি ধাঁধায় পরিণত হয়ে গেছে।
তবে ফরেন্সিক রিপোর্টে বলা হয়েছে - মি.এক্স প্রথমে ফুড পয়জনিং আক্রান্ত হয় এবং তারপর হার্ট অ্যাটাকের কারণে তার মৃত্যু হয়।
তাহলে এ মৃত্যুর সাথে চিরকুটের কি সম্পর্ক?
পাখিটি কি এ মৃত্যুতে কি ভূমিকা পালন করে?
আসলে এটি কি স্বাভাবিক নাকি খুন?
এর রহস্য উদঘাটন করার জন্য আমরা গুয়েন্দা বিভাগ বেশ তৎপর হয়ে গেছি। আমাদের সাথে আছে ইন্টারপোল ও বৈশ্বিক আর্মি স্কোয়ার্ড।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now