বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ইলুমিনাতি দাজ্জাল।

"রহস্য" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মুয়াজ (০ পয়েন্ট)

X আমার নাম মুয়াজ পাটোয়ারী।আমি মুসলমান। আমি আপনাদের আজ কিছু কথা বলতে ছাই। ভুল হলে মাফ করবেন। আপনারা কি ইলুমিনাতি সম্পর্কে জানেন, যদি না জেনে থাকেন তাহলে আমার কথাগুলি আপনাদের কাজে লাগবে। অনেকের মনে প্রশ্ন আসতে পারে ইলুমিনাতি কি? ইলুমিনাতি হলো এক গুপ্ত সংঘ। তারা গোপনে আমাদের পুরো পৃথিবী কে রাজত্ব করতে চায়। তাদের মিশন হলো পুরো পৃথিবী যেন তাদের কখা মতো চলে। তাদের এতো টাকা পয়সা আছে যে তারা চাইলে আমাদের পৃথিবীর মতো আরো একটি পৃথিবী সাজাতে পারবে। তাদের প্রতিক হলো এক চোখ। তারা সব সময় দাজ্জাল এর এক চোখ কে প্রেজেন্ট করে। তারা চায় ভালো মন্দ সমান করতে। তারা তাদের হাত দিয়ে ✌ ছিনহ দেখায়। এর মানে হলো শয়তানের দুটো শিং। তারা পূরনিমার রাতে শয়তান কে খুশি করানোর জন্য শুকরের রক্ত পান করে।ইলুমিনাতির সদস্যরা বা যারা এ সংঘের সাথে যুক্ত আছে তারা ব্লাক মেজিক করে জিনদের বস করে তাদের দিয়ে বিভিন্ন কাজ করায়। দাজ্জাল পৃথিবীতে এসে যেন সহজে মানুষকে তার নিজের দলে শামিল করতে পারে এজন্য তারা দাজ্জালের হয়ে কাজ করছে। এলেন ওয়াকার, জাস্টিন বিভার,জন সিনা এরকম যত ফেমাস বেক্তিরা আছেন তারা সবাই ইলুমিনাতির সদস্য। দাজ্জালের ১টি চোখ থাকবে। তেমনি তারাও এক চোখ কে ঢেকে অন্য চোখ দেখায়। দাজ্জালের অনুশারি হবে কালো কাপড় পরা ইহুদিরা। তাই মুসলমানদের এরকম ভয়াবহ সংঘ থেকে দূরে থাকতে হবে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৬৬৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now