বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মর্মচারী ঘুণ (Part-2)

"রহস্য" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Suborna Akhter Zhumur (০ পয়েন্ট)

X ওয়াশরুম থেকে বেরিয়ে নামাজ পড়ে নেয় মল্লিকা। নামাজ পড়েই ব্রেকফাস্ট রেডি করতে ব্যস্ত হয়ে পড়ে সে। আটটার দিকে বাসা থেকে অফিসের জন্য বের হবে অনীক। এর আগেই ব্রেকফাস্ট রেডি করতে হবে। ব্রেকফাস্ট তৈরী করে ডাইনিং-এ খাবার সাজিয়ে অনীককে ডাকতে যায় মল্লিকা। কিন্তু, রুমে তো অনীক নেই! আশেপাশেও কোথাও অনীককে দেখা যাচ্ছেনা। কোথায় গেলো অনীক? এইসময় তো অনীক অফিসের জন্য রেডি হয়। দেরী হয়ে যাবে তো অফিসে যেতে! বরাবর তো বড্ড তাড়া থাকে এসময় ওর। হুট করে মনে পড়ে যায়, আজকে তো শুক্রবার। অফিস তো নেই। এজন্যই, সাহেবের আজকে কোনো তাড়া নেই। নইলে তো এতোক্ষণে ব্রেকফাস্ট দেয়ার জন্য মল্লিকাকে ডাকাডাকি শুরু করে দিতো। কিন্তু, গেলো কোথায় সে? মর্নিং ওয়াকে গেলো নাকি? আনমনে এসব ভাবতে ভাবতে অনীককে খুঁজতে থাকে মল্লিকা। খুঁজতে খুঁজতে বাগানে এসে থমকে দাঁড়ায় সে। বাগানের গন্ধরাজ গাছটার দিকে অপলক একদৃষ্টে তাকিয়ে আছে অনীক। কৌতুহলী হয়ে সামনের দিকে এগিয়ে যায় মল্লিকা। কী এতো দেখছে অনীক, এতোটা মনযোগ দিয়ে? একটা গন্ধরাজ গাছকে এভাবে দেখার কী আছে! মল্লিকার উপস্থিতি টের পেয়ে একবার ওর দিকে তাকায় অনীক। পরমুহূর্তেই চোখ সরিয়ে নিয়ে বললো, "দেখেছো মল্লিকা, গন্ধরাজ গাছটায় আজকে ফুল ফুটেছে।" অনীকের কথা শুনে অবাক হয়ে ভালো করে এবার গাছটার দিকে তাকায় মল্লিকা। সত্যিই একটা গন্ধরাজ ফুল ফুটেছে। বেশ মিষ্টি সুগন্ধ ভেসে আসছে ফুলটা থেকে। মল্লিকাকে অবাক হতে দেখে অনীক বলতে শুরু করে, "অবাক হচ্ছো মল্লিকা, এতোগুলো বছর পর এই গাছটাতে ফুল ফুটতে দেখে? আমিও অবাক হয়েছিলাম। আমি তো ধরেই নিয়েছিলাম, এই গাছে কোনোদিনও ফুল ফুটবেনা। ভাবছিলাম, কয়েকদিনের মধ্যেই এটাকে কেটে ফেলবো। জানো, খুব যত্ন করে গাছটা নিজ হাতে লাগিয়েছিলো মিলি। ওর গাছপালা লাগানোর খুব শখ ছিলো। গাছগাছালি লাগিয়ে চারপাশ ভরিয়ে ফেলছিলো। তাই, এই গাছটা লাগানোর সময় ওকে আমি বারণ করেছিলাম, কিছুটা বকেছিলাম। মিলি তখন অভিমান করে বলেছিলো, 'দেখো অনীক, এই গাছটাতে যখন ফুল ফুটবে তখন তোমার আমায় মনে পড়বে। আমি না থাকলেও এই গন্ধরাজ ফুলের ঘ্রাণে তুমি আমার শরীরের ঘ্রাণ পাবে, আমার অস্তিত্ব টের পাবে।' সেদিন ওর না থাকার কথাটা বলাতে আমি ওর ওপর প্রচন্ড রাগ করেছিলাম। রাগ করে দুইদিন ওর সাথে ঠিকভাবে কথাও বলিনি। পরে অদ্ভুত সব কান্ড করে মিলি আমার রাগ ভাঙ্গিয়েছিলো। আর আজ দেখো, সত্যিই মিলি আমার পাশে নেই। অদ্ভুত হলেও সত্য, ঐ ফুলটার মাঝে আমি মিলির অস্তিত্ব টের পাচ্ছি, মিলির শরীরের ঘ্রাণ পাচ্ছি।" অনীকের কথা শুনে রাতের আতঙ্কটা মল্লিকার আবারো মাথাচাড়া দিয়ে ওঠে। সত্যিই কী মিলি ফিরে এসেছে? তবে কী মিলির অশরীরী আত্না ওদের আশেপাশেই অবস্থান করছে? যদিও এসব কুসংস্কারে মল্লিকার কখনোই বিশ্বাস ছিলোনা। কিন্তু, গতকাল রাত থেকে যা যা ঘটছে তাতে তো সবটাই কাকতালীয় বলে ধরে নেয়া যাচ্ছেনা। কিছু তো একটা গরমিল আছেই! নইলে, প্রায় দশ-বারো বছর পর আজকেই কেন এই গাছে ফুল ফুটলো? যেখানে গতকাল মাঝরাতেই মিলিকে দেখেছে সে। রাতের সেই ঘটনার কিছুদিন আগে কিংবা পরে ফুটলে এসব নিয়ে একদমই মাথা ঘামাতোনা মল্লিকা। কী চায় মিলি? কেন ফিরে এসেছে? মিলি কী তবে প্রতিশোধ নিতে এসেছে মল্লিকার ওপর? ও কী জানতে পেরে গেছে সবকিছু? মৃত্যুর পর আত্নারা নিশ্চয়ই সবকিছুই জেনে যায়। মিলি তাহলে সবকিছু জেনেশুনেই এসেছে বোধহয়। তবে কী মল্লিকার এতোদিনের তিলে তিলে গড়ে তোলা সাজানো সবকিছু তছনছ হয়ে যাবে এবার? মিলি কী মল্লিকাকে শেষ করে দিয়ে নিজের মৃত্যুর প্রতিশোধ নেবে? নাকি, মল্লিকার ভালোমানুষির মুখোশের আড়ালে থাকা চরম কুৎসিত রুপটা প্রকাশ্যে টেনে আনবে? ঠিক কোনটা করবে মিলি? কিছুতেই ভেবে পাচ্ছেনা মল্লিকা। চলবে....?? Suborna Akhter Zhumur


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৭৪০ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now
  • শাকিম
    User ২ বছর, ৩ মাস পুর্বে
    হ… চলবে। চালাও… গল্পটা আঁচ করতে পারছি। তবে, লেখিকার লেখনিতেই সমাপ্তিটা উপভোগ করতে চাই…

  • D.k Sakib
    User ৩ বছর, ৯ মাস পুর্বে
    খুব সুন্দর যুমূর আপু।

  • মোহাম্মদ মফিজুল হোসেন
    Golpobuzz ৩ বছর, ৯ মাস পুর্বে
    gjgjgj

  • SHUVO SUTRADHAR
    Golpobuzz ৩ বছর, ৯ মাস পুর্বে
    আপি শিঘ্রই পরের পর্বটা দিন আমি পড়ার জন্য মুখিয়ে আছি।

  • মরীচিকা
    Golpobuzz ৩ বছর, ৯ মাস পুর্বে
    সু-স্বাগতম। তাড়াতাড়ি ট্যাব থেকে পর্বটা ট্রান্সফার করে দিয়ে দিন। আর হ্যা নিয়মিত হলে সত্যিই খুশি হবো। যদিও আমি নিজেই নিয়মিত না। তবুও ইশিকা আপুর মতো আমিও প্রোফাইল ঘুরে যাই।

  • Suborna Akhter Zhumur
    User ৩ বছর, ৯ মাস পুর্বে
    অনেক ধন্যবাদ আপু।

  • ইশিকা ইশু
    User ৩ বছর, ৯ মাস পুর্বে
    তোমার লেখা অনেক ভালো লাগে আপি। ভুলব ক‍্যান! gj আর আমি ডেইলিই তোমার প্রোফাইলে ডুকে দেখি নতুন পার্ট দিয়েছ কি না। gj আপি সব সমস‍্যা শেষ হলে তুমি যদি আবার লেখালেখিতে নিয়মিতো হও তবে খুব খুশি হতাম। gj

  • Suborna Akhter Zhumur
    User ৩ বছর, ৯ মাস পুর্বে
    চেষ্টা তো করছি আপু। সমস্যা না হলে এতোটা দেরি করতাম না। তবেঁ, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এখনো আমার লেখাকে মনে রাখার জন্য। আমি ভেবেছিলাম, লেখালেখিতে যখন আমি অনিয়মিত হয়ে গেছি, কেউ আর আমার লেখা মনেই রাখবেনা।

  • Farhan
    User ৩ বছর, ৯ মাস পুর্বে
    হুম তাড়াতাড়ি দাওgj

  • ইশিকা ইশু
    User ৩ বছর, ৯ মাস পুর্বে
    তাড়াতাড়ি দেও আপি। gj আর অপেক্ষা করতে পারছি না। gj

  • Suborna Akhter Zhumur
    User ৩ বছর, ৯ মাস পুর্বে
    ভাইয়া, গল্পটা আমার ট্যাবে নোট করা আছে। কিন্তু, কয়েকদিন ধরে ট্যাবে অনেকটা সমস্যা দেখা দিচ্ছে। তাই চেষ্টা করেও গল্পটা দিতে পারছিনা। তবেঁ, ট্যাব থেকে অন্য ফোনে গল্পটা ট্রান্সফার করে সাবমিট করা যায় কিনা, দেখতে হবে।

  • Farhan
    User ৩ বছর, ৯ মাস পুর্বে
    পরের পর্বের জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে ঝুমুর আপু!gj

  • মরীচিকা
    Golpobuzz ৩ বছর, ১০ মাস পুর্বে
    আর কত অপেক্ষা করবো বলতে পারেন?

  • Suborna Akhter Zhumur
    User ৩ বছর, ১০ মাস পুর্বে
    হুম, নেক্সট পার্ট শীঘ্রই দেবো।

  • ইশিকা ইশু
    User ৩ বছর, ১০ মাস পুর্বে
    আপুনি এটার নেক্সট Part দিবানা আর? huh

  • Suborna Akhter Zhumur
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    Thanks To Both Of You.

  • md.mithun sarder
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    apu oneak sundar lagse...

  • Md.aliraj
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    গল্পটা ভালো, সম্পূর্ণ টা পড়লে আরো ভালো লাগতো।

  • মরীচিকা
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    সু-স্বাগতম ঝুমুর! এখন ঠিক আছে সব। আর তুহিন ওকে -আমি ভাবছিলাম "মরীচিকা" বানানে ভুল ধরছেন নাকি! ---পরবর্তী পর্ব দ্রুত দিয়েন @ঝুমুর

  • Farhan_Hossain
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    স্বাগতমgj

  • তুহিন
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    আমি তো মরীচিকা ভাইয়ের ভুল ধরিয়েছি ঝুমুর আপু।

  • Suborna Akhter Zhumur
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    আমার ভুলটা ধরিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।

  • তুহিন
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    আপনার বানান ভূল নয়, বরং ভুল হবে।

  • মরীচিকা
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    কোথায় ভূল করলাম ভাই? @তুহিন ঝুমুর আপু ভূলটা একটা নামে জাস্ট।

  • Suborna Akhter Zhumur
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    ভুলটা ঠিক কোথায় হয়েছে?@মরীচিকা

  • Suborna Akhter Zhumur
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    অসংখ্য ধন্যবাদ আপনাদের মন্তব্যের জন্য।

  • তুহিন
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    @মরীচিকা ভাই, অন্যের ভুল ধরতে গিয়ে নিজেই বানানে ভুল করলেন।

  • SHUVO SUTRADHAR
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    nice written. next psrt please.

  • মরীচিকা
    Golpobuzz ৩ বছর, ১১ মাস পুর্বে
    দ্বিতীয় পর্বটিও অত্যন্ত মনোমুগ্ধকর। চমৎকার লেখনিশৈলী । একটা লাইনে ভূল আছে। পরবর্তী পর্বের অপেক্ষায় রহিলাম।

  • রাজকন্যা
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    রহস্যময়। next part please.

  • Farhan_Hossain
    User ৩ বছর, ১১ মাস পুর্বে
    বেশ রহস্যময়gj