বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একদা সত্য ও মিথ্যা বাস করত কোন এক নগরে। একদিন মুখোমুখি দেখা হ'ল দু'জনের। মিথ্যা সত্যকে ডেকে বলল, "দেখ, কী মনোমুগ্ধকর দিন আজ!" মিথ্যার কথা শুনে সত্য আকাশের দিকে তাকাল, গভীর শ্বাস ফেলে জানাল, "সত্যিই বড় মনোরম দিন আজ!"
তারপর সত্য-মিথ্যা দু'জনে একসাথে সারাদিন ঘুরে বেড়াল নগরের সর্বত্র! অবশেষে তারা এসে পৌঁছাল নগরপ্রান্তে একটা বড় কূয়োর ধারে। সারাদিনের পথশ্রমে দু'জনেই ক্লান্ত! কুয়োর পরিষ্কার টলটলে জল দেখে দু'জনেই খুব আনন্দিত। মিথ্যা সত্যর উদ্দেশে বলল, "এসো এই স্বচ্ছ সুন্দর জলে দু' জনে একসাথে স্নান করি, শরীরের সমস্ত ক্লান্তি দূর করি!" সত্যের মনে খানিকটা সন্দেহ জাগলেও জল পরীক্ষা করে দেখল যে, কূয়োর জল সত্যিই খুব সুন্দর। তাই জামাকাপড় ছেড়ে কূয়োর পাশে রেখে দু' জনেই নেমে পড়ল কূয়োর ঠান্ডা জলে শরীরের ক্লান্তি দূর করতে! হঠাৎ মিথ্যা উঠে পড়ল কূয়ো থেকে। তারপর সত্যের জামাকাপড় পরে নিয়ে চম্পট দিল সেই স্থান থেকে! ক্রদ্ধ সত্য উঠে এল কূয়ো পাড়ে, তারপর নগ্নদেহে দৌড়তে লাগল মিথ্যার পিছু পিছু।
মিথ্যা ততক্ষণে সত্যের নাগালের বাইরে! উলঙ্গ সত্য সর্বত্র দৌড়তে লাগল মিথ্যার খোঁজে, নিজের হারানো পোশাক ফিরে পেতে! সারা পৃথিবী দেখতে পেল নগ্ন সত্যকে, লজ্জায়-ঘৃণায়-রাগে মুখ ফিরিয়ে নিল নগ্ন সত্যের দিক থেকে! বেচারি সত্য ফিরে গেল সেই কূয়োর মধ্যে। আত্মাভিমানী সত্য চিরতরে আত্মগোপন করে রইল নির্জন কূয়োর মধ্যে, লোকচক্ষুর অন্তরালে!
আর সেই থেকেই সত্যের ঝলমলে পোশাক পরে বহাল তবিয়তে সাড়ম্বরে রাজ করে চলেছে মিথ্যা সারা পৃথিবী জুড়ে!
আধুনিক মানুষের আজ আর কোন প্রয়োজন নেই সত্যের, সে যে বড় নগ্ন!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now