বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

♦সতর্কতাবার্তা♦

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Mii Ra (০ পয়েন্ট)

X জরুরী নোটিশ,, SSC পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,,, #জাতীয় শিক্ষা বোর্ড কর্তৃক -আগামী ৯ ই মে রোজ শনিবার SSC পরীক্ষার্থীদেরকে ৯ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে।।। এই দিন মেধাবী শিক্ষার্থীদের উপর গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে!! এবং দূর্বল ছাত্রছাত্রীদের উপর মাঝারী থেকে ভারী বজ্রপাত ও বজ্রপাতসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।।এমনকি দমকা হাওয়া থেকে জোড় হাওয়া বয়ে যেতে পারে।। দূর্বল ছাত্রছাত্রীরা ঐ দিন বাবামায়ের হাতে ঝাড়ু, সেন্ডেল, ডান্ডা বা অন্যান্য প্রাকৃতিক বস্তুদ্বারা ব্যাপক প্যাঁদানির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে।। মায়ের মুখ থেকে """"আজ থেকে ঘরে তোর জন্য ভাত বন্ধ"""'এবং """আরো বেশি করে মোবাইল টিপ""""নামক বজ্রপাতের আওয়াজে কান স্তব্ধ হতে পারে!!! তাই তাদেরকে বাড়ি ছেড়ে নিরাপদ যায়গায় অবস্থান নেয়ার কথা বলা হয়েছে,,,,,,,,,,,,!!! যাদের পালানোর জায়গা নেই তাদেরকে বাড়ির আঙিনায়,আলমারি বা খাটের নিচে অবস্থান নিতে বলা হয়েছে।। পাশাপাশি তাদেরকে পর্যাপ্ত শুকনা খাবার যেমন :- চিড়া, মুড়ি ইত্যাদি ইত্যাদি সাথে রাখার জন্য উপদেশ দেয়া হয়েছে,,,,,,,,,,, এক্ষেত্রে টোস্ট বিস্কুটের উপর পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এতে কারন হিসেবে উল্লেখ করা হয়েছে যে,,,,,,,টোস্ট বিস্কুট খাওয়ার সময় ব্যাপক কুড়মুড়ে আওয়াজ সৃষ্টি হওয়ায় বাহিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হতে পারে যার কারনে বাবা মায়ের হাতে ধরা পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে!!!!! সবশেষে দুর্বল ছাত্র দেরকে রিক্সা চালানোর জন্য মানসিকভাবে প্রস্তুত হতে বলা হয়েছে।।এবং দূর্বল ছাত্রিদেরকে পরিবার থেকে বিয়ের চাপ মেনে নেয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।।। তবে সুশিল সমাজের বিবাহ উপযোগী যুব সম্প্রদায়কে বিবাহের জন্য পাত্রী নির্বাচনে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।।!!! আর সাধারন জনগনকে SSC পরীক্ষার্থীদের জন্য বেশি করে দোয়া করতে আদেশ দেয়া হয়েছে না হলে তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা নেয়া হবে!!!!!! শেষ খবর পাওয়া পর্যন্ত -দেশের কেন্দ্রবিন্দু ঢাকা হতে দিনে ১৪০০কি.মি বেগে"" SSC রেজাল্ট সমুহ ২০২০"""সমগ্র বাংলাদেশের দিকে ধেয়ে আসছে।।।।।।।।।।। ---সংবাদক্রমে বাংলাদেশ শিক্ষা বোর্ড।।। [ মুল থিম সংগৃহীত তবে আমি আরো অনেক কিছু যোগ করেছি] [[আরেকটি নোটিশ,,,,,,,,,,,,,,,,,,, আসছে আমার সাইন্সফিকশান উইথ থ্রিলার,, প্যারানরমাল রোমান্টিক (মানে সাত মিশালি),,কুখ্যাত বিখ্যাত ( সেটা পরে ডিসাইড করবোhuh ),, রোমান্টিক লাভ স্টোরি,,,,,,,,,,,,,,,, #"মঙ্গল গ্রহে মুরগীর চাষ" কারন একটা জিনিস ভেবে দেখলাম সবাই অলরেডি মঙ্গল গ্রহে মানুষ বসবাসের কথা ভাবছে।।।আমি তাদের থেকে একটু এডভান্স ভাবলাম।। কারন মানুষ থাকার কথা ভাবলেও তারা কিন্তু প্রোটিনের কথা ভাবেনাই।।।প্রোটিন দেহের জন্য খুব গুরুত্বপূর্ণ তাই আমি মুরগীর ফার্মের কথা ভাবছি।।।blushblushblush এই ফার্ম দেখাশোনা এবং পরিষ্কারের জন্য লোক ও তো লাগবে কেউ করতে ইচ্ছুক হলে বলতে পারেন।।।।।। বাই দ্যা চৌরাস্তার মোড় আমার নতুন চাইন্স পিকশান সরি সাইন্স ফিকশান উইথ রোমান্টিক গল্পের থিম কেমন লাগলোhuhhuhhuhhuhhuh জানাবেন কিন্তু,,,,,,,,,,,,,,,,sly]]


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২০৯৫১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now