বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
অফিস শেষ করে বাসায় ফিরলাম,আজ শরীরটা একটু বেশিই খারাপ,কাজের চাপ ছিল খুব৷ব্যাগটা নিচে রেখে সোজা গোসলখানায় গিয়ে ফ্রেস হলাম৷আজ ৩ দিন সিন্থিয়া বাসায় নেই,মেয়েকে নিয়ে বাবার বাড়ি গিয়েছে কিছু দিনের জন্য,তাই রান্না আর ঘরের টুকিটাকি কাজ আমাকেই সামলাতে হচ্ছে৷চুলায় ভাত বসিয়ে গল্পের একটা বই নিয়ে টেবিলে বসলাম তখনি হঠ্যাৎ মাথায় আসলো,আমি যেমন কাজ করি,সিন্থিয়াকে ও ঘরের কত কাজ করতে হয়,মেয়েকে সামলানো,রান্না করা,আরও কত কাজ৷
এসব ভাবতে ভাবতে সময় চলে গেল,একটা ডিম ভেজে ভাত খেলাম৷
আজ সিন্থিয়াকে যেন একটু বেশি মিস করতেছি,কখন ঘুমিয়ে পড়েছি বলতে পারব না৷
তবে আমার ঘুমটা ভাঙ্গলো দরজার শব্দে,নিজের চোখকে বিশ্বাস করতে পারছিনা,এযে সিন্থিয়া,দরজার পাশে দাঁড়িয়ে আছে,কিন্তু এতরাতে এমনটা হওয়া কিভাবে সম্ভব,আসার আগে আমাকে একবার জানাতে পারতো৷
আমি ধীরে ধীরে সিন্থিয়ার কাছে গেলাম,হ্যাঁ,সিন্থিয়াই এটা৷
সিন্থিয়া হাঁটতে হাঁটতে বাসার মেইন দরজা খুললো,আর আমি সিন্থিয়ার পিছনে হাঁটছি,হেঁটে হেঁটে এবার আমরা রাতের শহরটাকে দেখতে লাগলাম,অন্ধকার ও যে এতো সুন্দর হতে পারে আমার জানা ছিল না৷
এবার সিন্থিয়া আর আমি একটা বেঞ্চে বসলাম৷
-সিন্থিয়া,এটা কি সত্যি তুমি?
-হ্যাঁ,আমি,কিন্তু কিভাবে এখানে আসলাম বুঝতেছিনা৷
-আমিও বুঝতে পারছি না,শুধু মনে পড়ছে আজ তোমাকে একটু বেশি মনে পড়ছিল৷
আমার কথা শুনে সিন্থিয়া অবাক হয়ে বললো...
-আমার ও আজ তোমাকে খুব মনে পড়ছিল৷
-এজন্যই হয়তো দুজন একসাথে হলাম৷
-হুম৷
তখনি আকাশের অবস্থা খারাপ হতে শুরু করল
বলতে না চেয়েও বলে ফেললাম
-আমায় এখন যেতে হবে৷
বলেই আর কিছু মনে নেই,নিজেকে আবিষ্কার করলাম ঘরের দরজার সামনে,কিন্তু আমার চমকানোর এখনো কিছু বাকি আছে,আমি দেখতে পেলাম আমারই খাটে এক আমিই শুয়ে আছি,এইবারের ধাক্কা নেয়া সম্ভব হলো না৷
জোড়ে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠলাম,শরীর ঘামে ভিজে গিয়েছে,এদিকে কারেন্ট চলে গিয়েছে আর বৃষ্টিও শুরু হয়েছে৷কি হয়েছে এতো কিছু চিন্তা না করে আমি একটা মোম জ্বালালাম৷তখনি আমার ফোনটা বেজে উঠলো,
-হ্যা..হ্যালো
-হুম,বলো৷
-তুমি ঠিক আছো তো?,তোমার কিছু হয়নি তো?
-না,আমি ঠিক আছি,কিছু হয়েছে? সিন্থিয়া?
-নাহ,ঐ খারাপ একটা স্বপ্ন দেখেছিলাম৷
-কি স্বপ্ন?
স্বপ্নে তুমি আর আমি হাঁটছিলাম,তারপর আকাশের অবস্থা খারাপ হওয়াতে চলে গেলা তুমি৷
আমার স্বপ্নের কথা বলে ওকে আর টেনশন দিতে চাইলাম না৷
- তোমাকে খুব মনে পড়ছে৷
-আমার ও,আজ রাতটা আর ফোন কেটো না,বড্ড ভয় লাগছে,আমি তারাতারি চলে আসব৷
-আচ্ছা ঠিক আছে,তুমি ভয় পেওনা,আমিতো আছি,আমার মামুণিটা কি ঘুমাচ্ছে?
-হুম,ঘুমাচ্ছে৷
-ওকে উঠাও,আজ আমরা জেগে থাকি,বৃষ্টি রাত উপভোগ করি৷
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now