বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
ডেভিড কপারফিল্ড
"রহস্য" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md. Ivan (০ পয়েন্ট)
X
আসসালামু আলাইকুম।
ডেভিড কপারফিল্ড।।।
ডেভিড কপারফিল্ড সিরিজ -
"রহস্যময় খুন " - রাব্বি হাসান (১)
১ম পর্ব
"ক্রিং ক্রিং," "ক্রিং ক্রিং " বাজছে এলার্ম ঘড়িটা সকাল ৭টা বেজে গেছে কিন্তু ডেভিড কপারফিল্ড এর উঠার খবর নেই। ৯টায় আবার ক্লাসে যেতে হবে। "ক্রিং ক্রিং" কিছুক্ষন বাজার পর উঠে গেল কপারফিল্ড " ধুর, আজকেও দেরি হবে" এলার্ম বন্ধ করতে করতে বলল সে। অগোছালো বিছানাটা সেভাবেই ফেলে রেখে দৌড়ে গেল ওয়াশরুমে। তারপর কোনোমতো ব্রাশ করে তাড়াহুরো করে চলে গেল ডায়নিং টেবিলে সকালের নাস্তা করার জন্য। "এতো দেরি করলে কেন ডেভিড?" চা আর খবরের কাগজটা হাতে ধরে জিগ্যেস করল আংকেল। " সরি, আংকেল, কাল রাতে একটু বেশি রাত জেগে পড়েছি তাই আজ উঠতে দেরি হলো।" " এটা কিন্তু দারুন বদঅভ্যাস, তোমার বেশি রাত জাগা উচিৎ হয়নি, বেশি রাত জাগলে মানুষের মষ্তিকে পরবর্তী দিনে দিনভর চাপ পড়ে, এভাবে মারাত্বক ব্যাধির আকার ধারন করতে পারে, আশা করি পরবর্তী তে আর এমন হবে না? " " ঠিকাছে, অ্যাংকেল, সামনে থেকে আর বেশি রাত জাগবো না, প্রমিজ।" তারপরই আসলো পিটার, পিটার কপারফিল্ড। ডেভিড কপারফিল্ড এর ছোট ভাই। "গুড মর্নিং এভরেবাডি" শুভসকাল জানাল পিটার। উত্তর দিলো অ্যাংকেল আর কপারফিল্ড। কপারফিল্ড এর খাওয়া দাওয়া প্রায় শেষ, হাত ধুচ্ছে।" "ডেভিড!" ডাকল অ্যাংকেল ইথান। " জি, অ্যাংকেল" উত্তর দিলো ডেভিড। "এদিকে দেখো" অ্যাংকেলের চোখ ছানাবড়া। " কি হয়েছে?" অাঙ্গুল দিয়ে ইশারায় অ্যাংকেল দেখালো একটা কলামে শিরোনাম দেওয়া "রহস্যময় খুন" তা দেখেই অ্যাংকেলের যত কৌতুহল। ডেভিডও কৌতুহলী হল খবরটা দেখে। "পড়ে দেখ!" অ্যাংকেল বলল। পড়ছে ডেভিড- " ক্যালিফর্নিয়ার উডল্যান্ডে গতরাতে ঘটেছে এক বীভৎস খুন। মৃত ব্যক্তিটি জো র্যায়ান সে Best Books Publications এ ছাপানোর কাজ করতো। খুনের স্থানে কোনো রনের ক্লহ রেখে যায়নি খুনী। কেবল একটা বন্দুক পাওয়া গেছে ভিক্টিমের পাশে। কিন্তু তাতে কারো আঙ্গুলের ছাপ নেই। এমনকি কোনো আগন্তুক এর পায়ের চিন্হও পায়নি ইন্সপেক্টর নিক ও তার দল। ভিক্টিমের বুকে সরু ছিদ্র পাওয়া গেছে কিন্তু তাতে কোনো গুলি নেই।" "দেখেছো, কি সাংঘাতিক ঘটনা!" অ্যাংকেল ইথান অাশ্রর্য হলো। "হুম, খুব সাংঘাতিক ই বটে!" "আজ আর অফিস হবেনা মনে হচ্ছে, সবাই জো এর বাড়িতেই যাবে, জো আমার ভালো বন্ধু ছিল!" ভাঙ্গা ভাঙ্গা গলায় বলল অ্যাংকেল। "হুম, আপনার জলদি তার বাড়িতে যাওয়া উচিৎ অ্যাংকেল!" ডেভিড পরামর্শ দিলো। " হুম ঠিকই বলেছো, আমি যাচ্ছি তাহলে। " "ওকে, কিন্তু আপনাদের কর্মী একজন খুন হয়ে গেল কিন্তু আপনি তা এতো দেরিতে জানলেন কেন?" জিঙ্গেস করল ডেভিড। "জো ওর বাড়িতে একাই থাকে, তাই বোধহয় আমি এখোনো জানগে পারিনি।" "ওহ আচ্ছা, আপনি যান, আমি পিটার কে স্কুলে ছেড়ে আসব।" "আচ্ছা, বিদায়।" ...... চলবে। ( এটা আমার প্রথম লেখা কোনো গল্প, তাই কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে অনুপ্রাণীত করবলন আশা করি। )
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now