বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মেয়ের কাছে বাবার চিঠি

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান hridoy khan (০ পয়েন্ট)

X (প্রেম করে পালিয়ে যাওয়া মেয়ের প্রতি এক বাবার বেদনা দায়ক চিঠি ???? মা'রে,! শুরুটা কিভাবে করবো বুজে উঠতে পারছিলাম না। যেদিন তুই তোর মায়ের অস্তিত্ব ছেড়ে ভূমিষ্ঠ হয়েছিলি সেদিন থেকে তোকে মা বলে ডাকতে শুরু করলাম। তোকে মা ডাকতে গিয়ে আমার নিজের মা হারানোর ব্যাথাটা'ই ভুলে গিয়েছিলাম। তোর মা ও তোকে মা ছাড়া অন্য নামে কখনো ডাকেনি। বিদ্যালয়ে প্রথম দিন শিক্ষক তোর নাম জিজ্ঞেস করেছিলেন। তোকে মা বলে ডাকতে ডাকতে তোর ডাক নামটাও ভুলে গিয়েছিলাম। আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসতে ছিলো.. তাই চিঠির উপরে তোর নামের জাগায় মা লিখেছি। হঠাৎ করে তুই এভাবে চলে যাবি আমি তা বুজতেই পারিনি...! ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল যে কখন তুই দরজা খুলে বাইরে বের হয়ে আসবি। আমি তখন ভেতরে বসে রবের কাছে প্রার্থনা করছিলাম আর ভাবছিলাম যে আর কতটা ভালবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না। অপরদিকে তুই ঘরে বসে ভাবছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে ছোট হয়ে যাবি। আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃজাতীর কাছে কি করে মুখ দেখাব...! জানিস মা তুই তোর তিন বছরের ভালবাসা খুজে পেয়েছিস। কিন্তু আমার জীবন থেকে বিশ বছরের ভালবাসা হারিয়ে গেছে..! মা'রে প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটা একদিন অন্যের ঘরে চলে যাবে..! তারপরও একটুও কৃপণতা থাকেনা বাবাদের ভেতরে! বাবাদের ভালবাসা শামুকের খোলসের মতো মা-রে! বাবাদের ,বাহিরটা শক্ত হলেও ভেতরটা কিন্তু খুব নরম হয়ে থাকে। বাবারা সন্তানদের কতটা ভালবাসে তা বুঝাতে পারেনা, তবে অনেকটা ভালবাসতে পারে। জানি মা আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে। কি করবো বল? তোরা তো যৌবনে পা রাখার পর চোখ, নাক, কান সবকিছুর প্রতি বিবেচনা করে প্রেম করিস। কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করেছিস সেদিন বুজতে পারিনি তুই কালো না ফর্সা হবি, ল্যাংড়া না বোবা হবি,কোন কিছুর অপেক্ষা না করেই তোর_প্রেমে_পরেছিলাম তাই এতকিছু লিখলাম। আমি জানি মা তোদের সব সন্তানদের একটা প্রশ্ন বাবারা কেন তাদের ভাললাগাটাকে সহজে মানতে চায় না। উত্তর টা তোর ঘাড়ে তোলা থাকলো, তুই যেদিন মা হবি সেদিন নিজে নিজে উত্তর টা পেয়ে যাবি..! তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে কারও প্রয়োজন বোধ করিস না। কিন্তু একটা বাবা বুঝে তার জীবনে নিজের মেয়েটার কতটা প্রয়োজন..! যেদিন তোর দাদুর কাছ থেকে তোর মাকে গ্রহন করেছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে, যদি মেয়ে হয় তাহলে, মেয়েটাকে তার স্বামীর হাতে নিজের হাতে তুলে দিয়ে তবে'ই দায়িত্ব থেকে নিজেকে হালকা করবো। তাই তোর প্রতি এত অভিমান। মারে বাবার উপর রাগ করিসনা..! তোরা যদি অল্প দিনের ভালবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস, তবে আমরা বিশ বছরের ভালবাসার জন্য বেপরোয়া হব না কেন?? বাবারা মেয়ে সন্তানের জন্মের পর চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবে তো। তারা যৌবনে পা রাখার পর চিন্তা করে কোন প্রতারনার ফাঁদে পরে পালিয়ে যাবে না তো! তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার এতটা নজরদারী থাকে। যদি মন কাঁদে..... চলে আসিস....! বুক পেতে দেব........! ঠিক আগে যেভাবে ভালো বেসেছিলাম......... সেভাবেই বাসবো........! । অপেক্ষায় """""" থাকলাম ''''''' হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরিনি, তবে পিঠে ধরার যন্ত্রণাটা সহ্য করতে পারছিনা। খুব কস্ট হচ্ছে রে... খুব কস্ট হচ্ছে.....!???????????????? । ইতি তোর জন্মদাতা "পিতা" #Apurbirj


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ১০৪৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now
  • থাবড়াম [তুহিন]
    Golpobuzz ৩ বছর, ১০ মাস পুর্বে
    কেউ কথা বলে না! angry

  • ঈদ মোবারক [তুহিন]
    Golpobuzz ৩ বছর, ১০ মাস পুর্বে
    কারে ক্লাসমেট কছ? এতো ১টা বোন্দা পোলা laugh laugh :mile: gj @মফিজুল ।

  • ঈদ মোবারক [তুহিন]
    Golpobuzz ৩ বছর, ১০ মাস পুর্বে
    কি? কথা কও না মোর লগে?

  • ঈদ মোবারক [তুহিন]
    Golpobuzz ৩ বছর, ১০ মাস পুর্বে
    ঐ পোলা! বাড়ি কোমনে তোমার? কোন এলাকায় থায়ো তুমি @সৃজন?

  • ঈদ মোবারক [তুহিন]
    Golpobuzz ৩ বছর, ১০ মাস পুর্বে
    নামাজ পড়েছি!হ্যালো সৃজন!বাড়ি কই?

  • মোহাম্মদ মফিজুল হোসেন
    User ৩ বছর, ১০ মাস পুর্বে
    হুম বাই ✋ আর তুহিন সৃজন নতুন ইউজার আমার আর তোর ক্লাস মেট

  • ঈদ মোবারক [তুহিন]
    Golpobuzz ৩ বছর, ১০ মাস পুর্বে
    "সৃজন" কে এটা?

  • Srizon
    User ৩ বছর, ১০ মাস পুর্বে
    আচ্ছা আগে নামাজ পড়ে এসো তারপর কথা হবে।

  • SIAM The Deadman
    User ৩ বছর, ১০ মাস পুর্বে
    স সৃজন ভাই দয়া করে আপনার বাড়ি কোথায় বলবেন?

  • Srizon
    User ৩ বছর, ১০ মাস পুর্বে
    আমি নামাজ পড়ে এলাম।

  • মোহাম্মদ মফিজুল হোসেন
    User ৩ বছর, ১০ মাস পুর্বে
    কিছু না ভাই এই গল্প নিয়েই কথা

  • মোহাম্মদ মফিজুল হোসেন
    User ৩ বছর, ১০ মাস পুর্বে
    ওহহহ

  • Srizon
    User ৩ বছর, ১০ মাস পুর্বে
    মফি ভাই কি এত কথা চলছে?

  • মোহাম্মদ মফিজুল হোসেন
    User ৩ বছর, ১০ মাস পুর্বে
    আরে না ভাই আচ্ছা, যাইহোক এখন নামাজের টাইম নামাজ পড়ে আসি বাই বাই ✋ ✈ ✈

  • ঈদ মোবারক [তুহিন]
    Golpobuzz ৩ বছর, ১০ মাস পুর্বে
    গেস্টে গল্পে আড্ডা দেই না একটা কারণে।কারণটি এই যে, সবার সাথে বন্ধুত্ব করলে প্রত্যেককে সময় দেয়া যায় না।তাই ৪ কি ৫ জনের সাথে বন্ধুত্ব করেছি।আবার অনেকে বার বার ইনবক্সে জ্বালায়।

  • ঈদ মোবারক [তুহিন]
    Golpobuzz ৩ বছর, ১০ মাস পুর্বে
    দুঃখিত।আমি মনে করেছি, তুই আমার পরে পড়েছিস।

  • মোহাম্মদ মফিজুল হোসেন
    User ৩ বছর, ১০ মাস পুর্বে
    আরে ভাই আমি তো পড়তাছিলাম তারপর পড়া শেষ হলো কমেন্ট করলাম কমেন্ট করা শেষ হলে দেখলাম তুই কমেন্ট করলি তো আমি কি করমু আর তুই গেস্ট গল্প এ যাস না কেন?

  • ঈদ মোবারক [তুহিন]
    Golpobuzz ৩ বছর, ১০ মাস পুর্বে
    বিশ্বাস হলো না।যাইহোক, মানছি, তুই পড়ুয়া।তবে আরও কিছু সময় নিয়ে পড়লে ভালো লাগতো।

  • মোহাম্মদ মফিজুল হোসেন
    User ৩ বছর, ১০ মাস পুর্বে
    জানিনা কয় সেকেন্ডে কিন্তু পুরোটাই পড়ছি ✋ ✋

  • ঈদ মোবারক [তুহিন]
    Golpobuzz ৩ বছর, ১০ মাস পুর্বে
    হা! হা! তো কয় সেকেন্ডে?

  • মোহাম্মদ মফিজুল হোসেন
    User ৩ বছর, ১০ মাস পুর্বে
    কেম আন্দাজে মন্তব্য করবweepপড়েই মন্তব্য করছি

  • ঈদ মোবারক [তুহিন]
    Golpobuzz ৩ বছর, ১০ মাস পুর্বে
    এত তাড়াতাড়ি পড়ে ফেললি মফিজুল, নাকি আন্দাজে মন্তব্য একটা করেছিস?

  • মোহাম্মদ মফিজুল হোসেন
    User ৩ বছর, ১০ মাস পুর্বে
    না রে বন্ধু সব মেয়ে অন্যরকম আবার সব ছেলে অন্যরকম weep

  • ঈদ মোবারক [তুহিন]
    Golpobuzz ৩ বছর, ১০ মাস পুর্বে
    আমি মনে করি, মেয়েগুলো বেআক্কেল টাইপেরই হয়।

  • মোহাম্মদ মফিজুল হোসেন
    User ৩ বছর, ১০ মাস পুর্বে
    Valo laglo weep weep

  • ঈদ মোবারক [তুহিন]
    Golpobuzz ৩ বছর, ১০ মাস পুর্বে
    কাঁদো কাঁদো ভাব। সঠিক অনুভূতি প্রকাশ করতে পারলাম না gj gj gj

  • রিন্তিয়া জান্নাত
    User ৪ বছর পুর্বে
    সত্যিই,,, চোখে জল এসে গেল gj

  • SHUVO SUTRADHAR
    Golpobuzz ৪ বছর পুর্বে
    আসলেই কিন্তু যেমন কর্ম তেমন ফল। ইয়ং জেনারেশনরা বুঝতেই পারে তাদের সল্প জ্ঞান এর পরিসর। তাদের দুই বছরের ভালবাসা যেন বিশ বছরের ভালোবাসাকে হার মানায়! অসাধারণ হয়েছে।

  • ★★Samir★★
    User ৪ বছর পুর্বে
    আজকালকার যুগটাই পালটে গেছে, সব পালিয়ে গিয়ে বিয়ে করা বা প্রেম করা। আমার মনে হয় যারা এই কাজগুলো করে তারা গাধা ছাড়া কিছুই হতে পারে না,,,,,,,যাইহোক গল্পটা ভালো লাগলোgj