বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

♦আলু কাহিনী ♦

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Mii Ra (০ পয়েন্ট)

X আমি আরিশা ইসলাম এশা।এক বাপের একমাত্র মেয়ে।।আমার ভাষ্যমতে আমি একজন শান্তশিষ্ট, আত্মনিষ্ঠ, নিষ্পাপ ভদ্রমেয়ে।।।।যদিও সকলের ভাষ্যমতে আমি তার উল্টো।।।। তবে এসবে কেয়ার করিনা কারন মনিষীরা বলেছেন নিজের ভালো নিজের কাছে।। সবে মাত্র ইন্টার পরীক্ষা দিলাম।।এখন মোটেও ইচ্ছা নেই বিয়ে নামক একটা প্যারা ঘাড়ে নেওয়ার।।আরে পড়াশোনা শেষ করবো,,ঘুরবো ফিরবো,,, ইনজয় করবো তারপর না হয় এসব নিয়ে ভাববো...।।। কিন্তু আমার আধা পাগল মাকে এসব কে বোঝাবে????? পাত্র পক্ষের সামনে জোকার সেজে বসে আছি আর আলু দিয়ে তৈরী চুইংগাম চিবোচ্ছি।।।পাত্র অবশ্য অনেক হ্যান্ডু অর্থাৎ অনেক হ্যান্ডসাম।।লম্বা,ফরসা,চোখ দুটোই বেশি মায়াবী।। ঠোট গুলো একেবারে যেইন ইমামের মত গোলাপি।।। আর আতিফ আসলামের মতো চাপ দাড়ি।।।মোট কথায় যেইন ইমাম আর আতিফ আসলামের কম্বিনেশন এ তৈরি সে।।।।।নাম নিলয় আহমেদ।।।আমাকে আর তাকে আলাদা কথা বলার জন্য ছাদে পাঠানো হলো।।সে আমার দিকে চেয়ে আছে হয়তো প্রেমে পড়ে গেছে।।আমি মনে মনে ভাবছি বিয়েটা কিভাবে ভাংবো??? কি করা যায়??? আমি আবার শয়তানের কারখানার মালিক কিনা!!!বুদ্ধি পেয়েও গেলাম,,,,,,,দেখি প্রয়োগ করে,,, ,,,,,, সে আমাকে বলল,,,,, --"আমি নিলয় আহমেদ।।আপনার নাম কি?? --"আলুনি ইসলাম এশা"।। আমার কথায় তার মাঝে কোন ভাবান্তর দেখলাম না।।সে আবার প্রশ্ন করলো,,,, -- আপনার প্রিয় খাবার কি?? --"আলু ভাজি,,আলু ভর্তা,,আলু সিদ্ধ,, আলুর দম, আলু চাটনি,,,,,,,,,,,,,,,,,,,,,, সে আমাকে থামিয়ে দিয়ে বলল,,,, --অর্থাৎ আলুর তৈরি জিনিস আপনার পছন্দ।।।আচ্ছা যদি আমাদের বিয়ে হয় তাহলে হানিমুনে কোথায় যাবেন আপনি??? --""আলু নগর।।যেখানে চারিদিক আলু দিয়ে পুর্ন থাকবে,,শুধু আলু আর আলু।।। ইসসসসস কত্ত রোম্যান্টিক!!!!!! "" --- ""আচ্ছা বিয়েতে কি আলুর গহনা পড়ার ইচ্ছা আছে???""" -- ""হুম অবশ্যই""!!! সে আমাকে নিয়ে নিচে চলে আসল।।।আমি তো মনে মনে সেই ডান্স দিচ্ছি।।।যাক অবশেষে বিয়েটা ভেংগে দিবে।।।মনে মনে প্লান করছি ওরা গেলেই রুমে গিয়ে উরাধুরা নাচবো,,,,আচ্ছা কোন গানদিয়ে নাচবো,???? সাকি সাকি,,, গালি গালি নাকি দিলবার??? আমি যখন এসব আকাশ পাতাল ভাবছি তখন আমাকে ৪৪০ ভোল্টের শক দিয়ে সে বিয়ের জন্য রাজি হয়ে গেল!! আলু আমার সত্যি অনেক প্রিয়।।।আলু ছাড়া আমি একবেলাও ভাত খাইনা।।।যেই আলুকে আমি সবচেয়ে বেশি ভালোবাসলাম সেই আলুই আমার সব দুর্দশার কারন।।। আজ আমার গায়ে হলুদ। আমি একটা হলুদ শাড়ী আর সাথে আলু দিয়ে তৈরি গহনা পড়ে আছি।।।গলার হার,,মাথার টায়রা,,দুল সব কিছুই আলুর তৈরি।।। এত বুদ্ধিজীবী আছে দেশে পাকিস্তানি হানাদার রা কিভাবে টের পায়নি সেটাই ভাবছি।।যে আমাকে দেখছে সেই হাসাহাসি করছে।।। পইড়া গেছি মাইনকা চিপায়।।। উদ্ধারের কেউ নাই।।।আমি এখন নিজের মাথা চাপড়াচ্ছি।।।কেন যে এমন ফালতু বুদ্ধি প্রয়োগ করেছিলাম।। অনেক অনুরোধ করে বিয়েতে আলুর গহনা পড়া হতে রেহাই পেয়েছি।।।।আমার বরের কথা হলো বিয়েতে যা হবে তা আমার পছন্দ মতই হবে।এখন ইচ্ছা করছে শালাকে উসঠা মেরে উগান্ডা পাঠিয়ে দেই।।।লাইফ বরবাদ করে দিলো।।।। আমার কত ইচ্ছা ছিল নিজের বিয়েতে গলা ডুবিয়ে খাব,,,,কিন্তু তা হলে তো!!!সবাই পোলাউ বিরিয়ানি খাচ্ছে আর আমার জন্য আলু ভরতা,, আলু ভাজি বরাদ্দ।।।।।।।।লোকের বাসর ঘর কতো রকমের ফুল দিয়ে সাজানো থাকে।।।আর আমার বাসর ঘর সাজানো হয়েছে হরেক রকমের দেশি বিদেশি আলু দিয়ে।।।।এগুলা কি করবো আমি????না জানি এবার হানিমুনে আলুনগর নিয়ে যায়!!!আমার কত ইচ্ছা ছিলো বিয়ের পর জামাইকে নিয়ে সুইজারল্যান্ড হানিমুনে যাবো।।।কিন্তু আমার জামাইয়ের ভাবসাব দেখে তো মনে হচ্ছে আলুনগরই যাবে।।আমার ধারনা সত্যি করে সে দুদিন পরে আমাকে হানিমুনে একটা আলুক্ষেতে নিয়ে যায়।।।। যেখানে শুধু আলু আর আলু।।আমি আবালের মত দারিয়ে আছি আলু ক্ষেতের সামনে।।। সে আমাকে সান্তনা দিয়ে বলল,,, সমস্যা নেই এখানে আরো আলুর ক্ষেত আছে,,পাশে আলুর একটা গোডাউন ও আছে।।যাওয়ার আগে বলে গেল---" মিসেস আরিশা নিলয় আহমেদ শয়তানের কারখনা কি শুধু তোমার একাই আছে মনে রেখো সেই কারখানার ম্যানেজিং ডিরেক্টর কিন্তু আমি!!!এবার দেখো কেমন লাগে??????? এখন আমার মনে পরে গেল হাসিবুল ইসলাম ফাহাদ ভাইয়ের গানের সেই বিখ্যাত লাইনটি """"" কেউ না জানুক আমি তো জানি আমি গাধা"""""


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২০৯৬৯ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now