বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আজ একটি স্বপ্নের কথা বলবো যা হয়তো আপনাদের অন্যরকম এক অভিজ্ঞতা দিতে পারবে৷
এই স্বপ্নের ব্যাখ্যা আমার কাছে নেই৷
২০১৮ সালে আমার নানাভাই মারা যান,আল্লাহ তাকে বেহেশত নসিব করুন,আমিন৷
নানাভাই মারা যাওয়াতে আমার আম্মু খুবকষ্ট পায়,কারণ যখন আমরা খবর পাই নানাভাই এর অবস্থা খারাপ তখনও আমরা ভাবিনি নানাভাই আর নাই৷যাই হোক,নানাভাই মারা গেলেও আম্মু বাবা হারানোর দুঃখ ভুলতে পারতেছিল না৷
প্রায় স্বপ্নে নানাভাইকে আম্মু দেখতো৷
অনেক আজব স্বপ্ন আম্মু দেখেছে৷কিন্তু এই স্বপ্নটা ভিন্ন৷
আম্মুর মতে স্বপ্নটা হলো এমন :-
স্বপ্নে আম্মু,আম্মুর অতীতে চলে গিয়েছে,পুরান ঢাকার হাজারিবাগ এলাকায় আম্মুরা থাকতো,সেই এলাকা আম্মু স্বপ্নে দেখছে৷
সেই আগের বাসায় আম্মু গেল৷দেখলো পরিবেশটা হালকা অদ্ভুত,কেউ যেন সূর্যের পরিবর্তনে টিউব লাইট জ্বালিয়ে রেখেছে আকাশে৷ঠিক সেই সময় আম্মু নানাভাইকে দেখতে পেল৷আগের মতো,আম্মু দৌঁড়িয়ে নানাভাইকে ধরলো,নানাভাই ও তাই করলো৷আম্মু নানাভাইকে দেখে কান্না করতেছিল,তখন নানাভাই বললো,"কান্না করতেছিস কেন,সবার বাবা - মাতো সারাজিবন বেঁচে থাকে না"
হঠ্যাৎ স্বপ্নেই আম্মুর মনে পরে গেলো নানাভাই মারা গিয়েছে,সাথেসাথেই স্বপ্ন শেষ হয়ে গিয়েছিল৷
আমার আম্মু ভাবে নানাভাই এর সাথে হয়তো আম্মুর স্বপ্নে দেখা হয়েছিল৷নানাভাই হয়তো আম্মুকে বলে গেলেন,সবাই বেঁচে থাকে না৷
আমি নিজেও নানাভাইকে স্বপ্নে দেখেছি, সেই স্বপ্নগুলোও অদ্ভুত৷
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now