বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বিয়ে বাড়িতে যাওয়া এটা আমার মোটেও পছন্দ না,কিন্তু পরিবারের লোকজন কোরবানির গরুর মতো টেনে হিছড়ে আমায় এখানে নিয়ে এসেছে।প্রায় ঘন্টা খানেক বসে আটা ময়দা মাখা মামুনিদের আমি গভীর ভাবে দেখে যাচ্ছি তাদের নায়িকা র্মাকা ঢক নমুনা।আর কিছু কিছু ছেলে নায়ক বেশে তাদের সাথে সখ্যতা বাড়ানোর চেষ্টা করছে।এভার চোখ পড়লো হলুদ শাড়ি পড়া এক মেয়ের উপর,সিম্পল সাজে তাকে বেশ সুন্দরী লাগছিল।এভার আমি খতিয়ে খতিয়ে মেয়েটাকে দেখে যাচ্ছি।মেযেটা তা বুজতে পেরে আমার দিকে তেড়ে আসলো
-এই মিঃ আমার দিকে এমন হ্যা করে তাকিয়ে আছেন কেন ? আমি পকেট থেকে একটা ২ টাকার নোট বের করে বললাম
-এই নিন..
-আমি ২ টাকা দিয়ে কি করবো ?
-তাকিয়ে ছিলাম তাই টেক্স দিচ্ছি ।আজকাল আবার সৌর্ন্দযের উপর ভেট বসছে..
-আচ্ছা অসভ্য তো আপনি।
-সভ্য সমাজে কিছু অসভ্য থাকতে হয় ।
-মসকরা করছেন আমার সাথে ?
-আপনি আমার বেয়াইন হোন বুজি ?
-আপনি কি ম্যানার জানেন না ?
-ইন্টারের ইংলিশ বইয়ে এটা নিয়ে একটা চাপ্টার ছিল ।
-অদ্ভদ লোক তো আপনি।দাড়ান আমি আমার মামা কে ডাকছি।
বলে মেযেটা তার মামাকে ডাকতে গেল।আমি ফের আবার বসে রইলাম কিছুক্ষন ।এভার সামনের দিকে তাকিয়ে দেখি মেয়েটা রনি কে ডেকে নিয়ে আসলো।তারমানে রনি তার মামা।
-মামা এটাই সেই ছেলে।কি বেয়াদব ছেলেটা ।
-কিরে ইমু তুই ?তোকে কতক্ষন ধরে খুজছি আমি ।আর এটা আমার ভাগনী হয় ।
-কেমন ভাগনী ?তোর তো কোন বোন নেই ।
-আরে ব্যাটা এত পেচাস কেন ? এভার মেয়েটা বলে উঠলো মামা তুমি একে চিনো নাকি ?
-হ্যা,আমার বন্ধু এ ।
মেয়েটি মুখ বাকিয়ে চলে গেল আমাদের সামনে থেকে।আমি মেয়েটার মুখ বাকানোর উপর ছোট খাট একটা ক্রাস #আরজু
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now