বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

কাশ্মীরী পোলাও পর্ব-৯

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান say£d (০ পয়েন্ট)

X কাশ্মীরী__পোলাও পর্ব__৯ #SaY£D__CHy❤ মরিয়ম ভুলে গেছে কিন্তু ধ্রুবের মনে থাকার কথাই।তাদের একটা খারাপ অতীত আছে।যেটা তাদের জন্মের সবচেয়ে খারাপ স্বপ্ন ভেবে বেচে আছে। | মরিয়মের মনে পড়লো একটা বাংলো খালি পড়ে আছে সেটাতে ধ্রুবকে রাখতে পারবে।কিন্তু মানুষ দেখলেই আব্বাকে বলে দিবে। | রহিম নিজের মাদরাসার পড়া কমপ্লিট করছে।আব্বা খবর দেখছেন।মরিয়ম আব্বার জন্য চা দিছে। | ধ্রুব ছাদে মশা মেরে একটা একটা গুণছে।মোবাইল থাকলে মার সাথে কথা বলতো ধ্রুব। উদাস হয়ে শুয়ে আছে ধ্রুব। | মরিয়ম এককাপ চা নিয়ে উপরে আসলো।ধ্রুব চাঁদের দিকে দেখে আছে।মরিয়ম চা রেখে চলে গেল।আব্বা এখন খাবার খেয়ে ঘুমাতে চলে যাবেন। | মরিয়ম আব্বাকে খাবার দিয়ে আম্মার কাছে গেল।আম্মাকে ডাক্তার যেগুলো ওষুধ দিয়েছে তা মরিয়মকে খাইয়ে দিতে হয়। | ধ্রুব চা টা খেল না।রাতের ১২টা দিকে সবাই ঘুমানোর পর ছাদে গেল।ধ্রুব নিজে নিজে কি যেন বক বক করছে। -মা কে মিস করছেন?(মরিয়ম) --হুমম(ধ্রুব) --আচ্ছা আপনি আমাকে চিনেন কিভাবে!!(মরিয়ম) | ধ্রুব মুখ ফিরিয়ে নিল। | --আমাকে বলুন আমি জানতে চাই আপনার জন্য আমার ঘুম হবে!!(মরিয়ম) --কথাটা পরে জানলে হয় না(ধ্রুব) --না পরে কেন এখনই আমার জানতে হবে | ধ্রুব ঘুমিয়ে গেল খালি পেটে।মরিয়ম চলে গেল নিজের রুমে।সে শান্তিতে ঘুমাতে পারে না, প্রতি রাতে একটা দুঃস্বপ্ন দেখে। এ কয়দিন কিন্তু দুঃস্বপ্নটা সে দেখছে না।সে নিজেও অবাক। | সকালের আলো বেরিয়ে এলো।মরিয়ম আব্বার কাছে গেল নাস্তা নিয়ে। --শুন আজ তোর শাশুড়ী আসবে তো গোসল করে সেজে বসে থাকবি তোর জামাইও আসবে(আব্বা) --আচ্ছা আব্বা(মরিয়ম) | মরিয়মের মন বিষন্ন হয়ে গেল।এ বাড়ি ছেড়ে তাকে চলে যেতে হবে।আম্মাকে আর দেখতে পাবে না।আব্বার খেয়াল রাখতে পারবে না। | ছোট ভাইয়ের সাথে আর মজা করতে পারবে না।প্রতিটা মেয়েকে এভাবে তার পরিবারের মায়া ত্যাগ করে অন্য পরিবারে যেতে হয়। | মরিয়ম ভেবে নিয়েছে ধ্রুবকে গলা টিপে ধরবে যদি সে কিছু না বলে। আব্বা কিসের হিসাব করছেন।রহিম মাদরাসায় যাবার জন্য রেডি হয়তো আব্বার সাথে যাবে। --মরিয়ম আমি আজ তাড়াতাড়ি চলে আসবো তোর শশুররা আসবে বলে!!তো ঘরে ভালো কিছু রান্নার জন্য আছে?(আব্বা) | --মুরগী আনলে পোলাও করতে পারি!!(মরিয়ম) --আচ্ছা ঠিক!!বিকালে যখন আসবে তাহলে পোলাও চলবে!!(আব্বা) --আব্বা মিষ্টি নিয়ে আসিও(মরিয়ম) --আচ্ছা(আব্বা) | আব্বা যাওয়ার পর ছাদে গিয়ে মরিয়ম যা দেখলো!!!!! | ধ্রুব শীতে কাপছে।মরিয়ম নিজে তাড়াতাড়ি গিয়ে একটা কম্বল আনলো।অনেক কাপছে ধ্রুব। | থার্মোমিটার দিয়ে চেক করতে করতে ১০০ডিগ্রি জ্বর!!!শরীর গরম হয়ে আছে।রাতে এত ঠান্ডা পড়েছে সাথে হালকা হালকা বৃষ্টি পড়েছে। | মরিয়ম রংচা বানাতে গেল।সাথে কিছু ওষুধ!! , , , , , , , চলবে,,,,,,


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৪৩৫ জন


এ জাতীয় গল্প

→ কাশ্মীরী পোলাও পর্ব-১৫
→ কাশ্মীরী পোলাও পর্ব-১৪
→ কাশ্মীরী পোলাও পর্ব-১৩
→ কাশ্মীরী পোলাও পর্ব-১২
→ কাশ্মীরী পোলাও পর্ব-১১
→ কাশ্মীরী পোলাও পর্ব-১০
→ কাশ্মীরী পোলাও পর্ব-৮
→ কাশ্মীরী পোলাও পর্ব-৭
→ কাশ্মীরী পোলাও পর্ব-৬
→ কাশ্মীরী পোলাও পর্ব-৫
→ কাশ্মীরী পোলাও পর্ব-৪
→ কাশ্মীরী পোলাও পর্ব-৩
→ কাশ্মীরী পোলাও পর্ব-২
→ কাশ্মীরী পোলাও পর্ব-১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now
  • Eshrat Jahan
    Golpobuzz ৪ বছর পুর্বে
    চলবে না