বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
জীবন!জীবন!জীবন!
আমরা পৃথিবীতে বাস করি।প্রায় ৭০০ কোটি মানুষ রয়েছে এই পৃথিবীতে।মানুষ সৃষ্টির সেরা জীব।কিন্তু বর্তমানে তার কিছুই অবশিষ্ট নেই।আমরা নিজ নিজ প্রজাতির মধ্যেই করছি অন্যায়,ব্যাভিচার,যুদ্ধ আরো কত কী!!
কোনো এক কবি বলেছিলেন,
"সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই "
কথাটির মূল প্রতিপাদ্য হলো,আমরা পৃথিবীর সবচেয়ে সেরা জীব বা সৃষ্টি।কিন্তু আমরা ধর্ম, বর্ণ নির্বিশেষে নিজেদের মধ্যে সীমারেখা গড়ে তুলেছে।একজন মানুষ যত নিচু জাতের হলেও মানুষ হিসেবে সে সবার উপরে-এটাই সত্যি এবং এই সত্যিকে মিথ্যা প্রমান করা যাবে না।আমরা একই মায়ের কোলে বড় হয়। আমাদের দেহের রক্তের রংও লাল।
আমাদের পৃথিবী ক্রমেই ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে। বর্তমান বিশ্বে দেখা দিয়েছে এক কঠিন,নির্মম মহামারি। এই মহামারির নাম নবেল করোনা ভাইরাস (Covid-19)।বর্তমান বিশ্বের ১৬৫ টির মতো দেশে এটি ছড়িয়ে গেছে।এটার জন্ম হয় চীনের উহান শহরে।ক্রমেই এটি গ্রাস করতে থাকে মানবজাতিকে।বর্তমানে সবচেয়ে বেশি করোনা ভাইরাসে মারা গেছে ইতালিতে।বাংলাদেশেেেও দুজন মারা গেছেন। আর এদেশে আক্রান্ত হয়েছেন ২৪-২৫ জন।
আসুন একসাথে মিলেমিশে থাকি।।।।।।।।।।।।।।।।।।।।।।।
বিঃদ্রঃ এটা আমার প্রথম গল্প।
উৎসর্গঃEsrat Jahan,Tasnova Afrin,AFRA,Tuba Rubyat,namika,Rehnuma,মোঃমফিজুল ইসলাম, (তাসমীয়া ইসলাম চাঁদনী )
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now