বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
সাইকো কিলার(১)
"ক্রাইম" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান উন্নাসিক (০ পয়েন্ট)
X
ম্যাছের রুমগুলা মাঝারি আকারের।একজন থাকতে পারে চাইলে ২ জনও থাকতে পারে।বাকি ৪ রুমে ১ জন করেই থাকে,কিন্তু একটা রুমে দুইজন মানে আমি আর সামি।সামি আর আমি একই ক্লাসে পড়ি।HSC পরিক্ষা চলছে দিয়েই আমি এখান থেকে পাত্তারি গোটাব।ম্যাছের বাকি সবাই চাকরি করেন।এই ছিলো আমাদের ম্যাছের সংক্ষিপ্ত বিবরন।বিকালের দিকে বাইরে গেলাম বন্ধুদের সাথে দেখা করতে।সামি ঘরে ঘুমিয়ে ছিল।ওকে ডাকিনি।নিঃশব্দে বেরিয়ে গেলাম।ডাকলেই একটা লেকচার দিয়ে দিবে।এই ব্যাটার তিলকে তাল না বানালে পেটের ভাত হজম হয় না।আজকের আড্ডার মুল বিষয় ছিল কালা মন্টুকে হত্যা।তার লাশের বর্ননা শুনে শিহরিত হয়ে উঠলাম।তার দুট চোখ তুলে নেওয়া হয়েছিল,মাথায় ১৭ টা পেরেক মারা ছিল। নখগুলা উপড়ে নেওয়া ফেলা হয়েছিল আর পিঠের চামড়া কেটে তাতে লবন আর মরিচের গুড়া দেওয়া ছিল। সন্ধ্যার দিকে ম্যাছে ফিরলাম।সামি ঘুম থেকে উঠে গিয়েছিল।ঘরে ঢুকেই কালা মন্টুর লাশের বর্ননা দিলাম। ও জিজ্ঞআন করল
"কে মারছে জানিস?"
"আমি কিভাবে জানব?আমি কি পুলিশ?
" পুলিশ না হলে বুঝি জানা যাই না?"
"জানি না।"
ও মুচকি হেসে রুম থেকে বের হয়ে গেল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now