বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বটতরুর তিথি - পর্ব ৪
~~~~~~~~~~~~~
লেখাঃ সাদ আহমেদ
একটু আগে ভাগেই গেলাম আজ,
বেলা থাকতে থাকতেই..
অনেক সময় কাটালাম আজ.. দোকান গুলো ভালোভাবে পর্যবেক্ষণ করলাম.. অতিরিক্ত মাত্রায় জংলা হয়ে আছে.. সাপ ও দেখলাম একটা.. তাই বেশি ঘাটতে সাহস হল না...
শেষ বিকেলে.. সূর্য লালচে হলুদ রঙ ধারন করেছে.. ডুববে ডুববে এমন ভাব, ভাবলাম আলো থাকতেই যাই.
যাস্ট শুধু উঠে দারালাম ফিরবো বলে অমনি পিছনে শব্দ শুনে জমে গেলাম!
যথেষ্ট আলো ছিল তাই ভয় কম ছিলো কিনা নাকি জানিনা, সাথে সাথে পিছনে ফিরে তাকালাম.. দেখি মাত্র দুই হাত দূরে সেই মেয়েটা দারিয়ে হাতে লবন আর আমড়া.. এতক্ষন পিছে দারিয়ে ছিল!
আমার পেটের সব কিছু গলা দিতে বের হয়ে আসতে চাচ্ছিলো কিন্তু অনেক চেস্টায় একটা ঢোক গিলে ভালো ভাবে খেয়াল করলাম.. নাহ! স্বাভাবিক মানুষই তো মনে হচ্ছে! পেত্নি টেত্নি তো নয়!
আর অদ্ভুত সুন্দর মেয়েটা! মিস্টি করে হেসে দিলো মেয়েটা! আমি ঢোক গিলে আমতাআমতা করে
জিজ্ঞেস করলাম ক্কে তুতুমি??
কিছু বললোনা!
আবার জিজ্ঞেস করলাম!
আবার জবাব এলো.. আর অনেক বেশিই এলো.
আমি তিথি.. কি করেন আপনি এখানে? জানেননা এইটা আমার এলাকা? এখানে কি??থতমত খেয়ে গেলাম
তবে ভালও লাগল যে ভুত পেত্নি নয়.
বললাম বেড়াতে এসেছি.. আর তোমার এই এলাকাটা আমার খুব ভাল লাগে.
খুব খুশি হল সম্ভবত আমার এই কথায় তিথি.
বলল আমড়া খাবেন??
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now