বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
জিজে আর আমাকে টানে না কখনোই টানেনা!
কারন এখানেই অতিন্দ্রিলা আমাকে শিখিয়েছিল কিভাবে খুব পরিচিত থেকে অপরিচিত হতে হয়!
তবে হ্যা আমি জিজেতে আসি!
হয়তো তোমার টানে হয়তো অন্য কিছু!
হয়তো দেখতে আসি ইসরাত আপুর নতুন গল্প এসেছে কিনা! দেখে নিরবে চলে যাই!
হয়তো দেখতে আসি সাদ ভাইয়া কোন গল্পে আবার আড্ডা বসেছে কিনা!
হয়তো দেখতে আসি ঈষিকা আপু ইনবক্স করেছে কিনা....
তবে প্রতিবার ইনবক্সটা রিক্তই থাকে!
কার এতো সময় যে অন্যর খোজ নিয়ে সময় নষ্ট করবে!
হয়তো তুমি নামের কেউ ডেকেছে কিনা!
তুমি বলেছিলে,"বিজ্ঞাপন আর বিজ্ঞপ্তির মাঝে যতটুকু পার্থক্য ততটুকু পার্থক্যের রঙ মেখে ভালবাসা একদিন হয়ে হয়ে উঠে প্রেম!
আর যেন কি বলেছিলে?
তোমার চেহারাটাও আজ বড্ড ধুসর আমার মস্তিষ্কে!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ...