বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মামাতো বোন যখন বউ ৪

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Abdul Mottaleb (০ পয়েন্ট)

X মিম আমার দিকে এগিয়ে এসে আমার হাত দুটো ধরে বসা থেকে দার করিয়েই । মিম: ঠাসস ঠাসস ঠাসস । আমি: গালে হাত দিয়ে বললাম মারলে কেন আমাকে । মিম: আমার ইচ্ছা হইছে তাই মারছি । আমি: ও যখন তোমার ইচ্ছা হবে তখনেই আমাকে মারবা। এই কথা টা বলতে বলতে । ( চোখ দিয়ে আমার পানি বের হয়ে গেছে কেননা বাসায় মারে সেটা ঠিক আছে । কিন্তু এখানে কলেজ ভর্তি ছাত্র ছাত্রী তাদের সামনেই মারলো  । আমার ও তো মান সম্মান বলে একটা কথা আছে তাই না) । আমি: কেন তুমি আমাকে এভাবে মারবা সব সময় । মিম: আমার বাবার খাও পড় আমার বাবার বাসায় থাকো তাই । আমি: ও আচ্ছা আজ থেকে আর তোমাদের বাসায় থাকবো ও না খাব ও না । নেহা: তুই কি জানিস তোর বাবার যা কিছু আছে ওই সব গুলোই এর মালিক রবি( পাশ থেকে নেহা বলে উঠলো)  । মিম: আমি ও তো কিছু বুঝি না ও আমাদের বাড়িতে থাকবে না ব্যাচ এটাই ফাইনাল । নেহা: যা যা লাগবে না তোদের বাসা। ও আজ থেকে আমাদের ও খানেই থাকবে । মিম: ওর জন্য তোর এত দরদ কেন রে । নেহা: সেটা তোর মত অহংকারি মেয়ের না জানলে ও চলবে । মিম: নেহা মুখ সামলে কথা বল কিন্তু  । নেহা: আসল কথা বললে গায়ে লাগে তাই না। । আরে যা যা একদিন না একদিন রবি কে তোর প্রয়োজন হবে সেদিন দেখবো তুই কোথায় যা । মিম: আমি মরে গেলে ও এই ছোট লোক এর কাছে যাবো না । নেহা: যা যা দেখা যাবে । বলেই নেহা আমাকে সহ সব বন্ধুদের নিয়ে রেস্টুরেন্ট এ ডুকলো । তখনো আমার মন টা খুব খারাপ কেননা সবার সামনে মিম আমাকে থাপ্পর মারছে আর সবাই । আমার দিকে হ্যা করে তাকিয়ে ছিলো। তখন ইচ্ছা করছিলো যে নিজেকে আমি শেষ করে দেই। । আমার মন খারাপ দেখে নেহা বলে উঠলো । নেহা: রবি এই রবি ভাইয়া । আমি: হুম বলো । নেহা: তুমি মন খারাপ করো না। আর আজ থেকে আমাদের বাসাতে থাকবা তুমি । আমি: তোমাদের বাসাতে মানে । নেহা: আম্মু অনেক দিন থেকেই বলে যে আমার একটা প্রাইভেট দরকার । আর তুমিই আমাকে পড়াবে আর ওখানে থাকবে। তোমাকে দেখলে আম্মু অনেক খুশি । হবে প্লিজ না বলো না তুমি।  । পাশ থেকে জয়া বলে উঠলো । জয়া: হ্যা রবি তুমি ওখানেই থেকে যাও।  । আমি: আচ্ছা যাবো। এখন কিছু খাবো আমি। খুব খুদা লাগছে । নেহা: আচ্ছা বলো কি খাবে । আমি: তুমি যেটা খাবে সেটাই নাও । নেহা : না তুমি বলো । আমি: আচ্ছা............. এইটা নিয়ে আসো( খাবারের নামটা বললাম না) । নেহা: ওকে । আমরা সবাই মিলে হোটেল এ খাওয়া করে। সবাই তাদের নিজ । নিজ বাসাতে চলে গেলো। আমি আর নেহা একটা রিক্সা নিয়ে । ওদের বাসার দিকে রহনা দিলাম ২০ মিনিট পর আমরা ওর বাসার সামনে গিয়ে পৌছিলাম । নেহা রিক্সা ভাড়া দিয়ে আমাকে নিয়ে সে তাদের বাসাতে ডুকলো। । নেহার সাথে আমাকে দেখে নেহার মা এগিয়ে এসে বললো । আন্টি: কি বাবা তুমি হঠাত করে যে আসলা।  । নেহা: কেন মা ও কি আসতে পারে না । আন্টি: কেন পারে না রবি অবশ্যাই আসবি। আগে তো অনেক বার ডাকাইছি আসে নাই তো। তাই আর কি বললাম । নেহা: মা তুমি না বলছি আমার একটা প্রাইভেট এর কথা । আন্টি: হ্যা । নেহা: আজ থেকে রবি ভাইয়া আমাকে পড়াবে । আন্টি: তাহলে তো ভালোই হয় । নেহা: ও আজ থেকে এখানে থাকবে আম্মু । আন্টি: ওকে যাও তোরা ফ্রেশ হয়ে খেয়ে নে । নেহা: ওকে । নেহা আমাকে ওয়াশরুম দেখিয়ে দিয়ে চলে গেলো । কিছুক্ষন পরে আমরা সবাই মিলে খাওয়া করলাম । সন্ধ্যা গড়িয়ে রাত হলো। আবার ও সবাই মিলে এক সাথে খাওয়া করে আমরা ঘুমাতে গেলাম । আমি সকাল এ কারো ডাকে ঘুম থেকে জাগনা পেলাম বুঝতে পারলাম না । কে আমাকে ডাক দিলো তাই চক ডলতে ডলতে গিয়ে দরজা টা খুলে দিলাম । আর দরজা টা খুলতেই তো আমি অবাক হয়ে গেলাম কারন..


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৯৯ জন


এ জাতীয় গল্প

→ মামাতো বোন যখন বউ ৩
→ মামাতো বোন যখন বউ ৫
→ মামাতো বোন যখন বউ ২
→ মামাতো বোন যখন বউ
→ মামাতো বোন যখন বউ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now