বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পুলিশিনী-[(৬),শেষ পর্ব)]

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান সঞ্জয় গোস্বামী জ্যোর্তিময় (০ পয়েন্ট)

X - হুমম - কোথায় ছিলে? - আম্মু অসুস্থ থাকাতে আসতে পারিনি তিনদিন। কিন্তু তার পরে ওখানে আবার গেছিলাম। তবে আপনাকে আর পাইনি। - হুমম ঐ খানের মিশন শেষ হয়ে গেছিলো। কিন্তু আসার আগে তোমাকে খুজে ছিলাম। পুলিশিনীর কথাতে একটু নড়েচড়ে উঠলাম। মানে কি? সে কেনো আমাকে খুজবে? সামথিং ইজ রং??? তাহলে তো.. - কিন্তু আমি কিভাবে আপনাকে ঠকালাম (আমি) এবার মেয়েটির মুখের দিকে ভালো করে তাকালাম। কি অপরুপ,,মনে হল এতক্ষন কেন যে তাকালাম না,,এটা ভেবে নিজেই নিজেকে ধমক দিলাম। - তোমাকে খুব মিস করেছি জানো? (মেয়েটি) হুটট করেই তার মুখে এমন কথা শুনবো ভাবিনি। বলে কি এ? - ওহ (আমি) - ঐ ওহ মানে? ইডিয়ট তোর কিছু বলার নাই? মনে মনে বললাম পুলিশ নাকি গুন্ডি এ? - কি বলবো?? - হাদারাম এটা দেখেছিস তো..(পিস্তল দেখিয়ে) কি বলবি এখনো বলে দিতে হবে? হালকা ভয় পেলাম। কারন, আমি জানি মেয়েরা পুলিশ হোক বা গুন্ডি কাছের মানুষের কখনই ধমক ছাড়া কিছুই বলবে না। - আমি কেনো বলবো (আমি) চুপচাপ আমার মুখের দিকে ও তাকালো। আর আমি সেই চোখের দিকে। এখন বুঝলাম আসার সময় কেনো চোখদুটো চেনা চেনা লাগছে। - ভালোবাসি। (মেয়েটি) - হিহিহিহিহি..(আমি) - ঐ হাসিস কেনো? - বাহ আপনি পুলিশ বলে এত সহজে বলে দিলেন?? - চুপপ হাদারাম,,যাকে ভালোবাসা হয় তাকে যততাড়াতাড়ি বলে দিতে হয়। না হলে সে হারিয়ে যেতে পারে। - আপনার কি মনে হয় আমি হারিয়ে যাবো? - পিস্তল দেখেছিস? আর হাজত দেখেছিস? ঐখানে পুরে রেখে দিবো। (রাগি লুকে) এবার কোনো কথা না বলে চুপ করে ওর দিকে তাকিয়ে রইলাম। বোঝাতে চেষ্টা করলাম আমি যে তোর চোখের প্রেমে অনেক আগে থেকেই পড়েছি। - কি হল? (মেয়েটি) - আমি হাজতে থাকবো। - কিহহ কেন? কি চুরি করবি তুই? - আরে ধুরর আমি তোমার মনের হাজতে থাকবো আর খুরবো। - আহহহারে.. এবারো ওর চোখের দিকে তাকলাম। কিন্তু কথা হল গিয়ে এখনো আমি তার নাম জানতে পারলাম না। বুকের দিকে আড়চোখে তাকালাম ওর। কিন্তু সেজে আনড্রেস পরে আছে ভুলে মেরে দিয়েছি। এ সত্যিই পুলিশ তো নাকি। বারবার কনফিউশনে আশে পাশে তাকাচ্ছি। আবার বুকের দিকেও নাম প্লেট থাকে বলে সেখানেও তাকাতে পারছি না। যদিও নেই সেখানে তবে বারবার তাকানোর ফলে ইভটিজিং কেসে মনের না,,হাজতের হাজতে পুরে দেয় কিনা। তাই আর তাকালাম না। - আচ্ছা তুমি আমার পুলিশিনী হবা? - হুমম (মাথাটা নিচু করে) আলতো করে তার ডান হাতটা ধরলাম। মেয়েটি লজ্বায় মাথাটা আরো নিচু করলো। আর আমি ভাবতে লাগলাম কাজীর কাছে থেকেই নামটা জেনে নিতে হবে। তবে আবার ও কি বুকের দিকে তাকাবো কি না ভাবছি। কিন্তু না,, সে যে এখন আমার। পরে সব হবে। এখন যাই একটু ডেটিং মেরে আসি। ♥""""সমাপ্ত""""♥


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৮৫৮ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now