বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পুলিশিনী-(পর্বঃ৪)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান সঞ্জয় গোস্বামী জ্যোর্তিময় (০ পয়েন্ট)

X পরেরদিন... ঐ খানে যেয়েই মেয়েটিকে দেখতে পেলাম। ঠিক আগের জায়গায় দাড়িয়ে আছে। কাছে যেয়ে.. - হাই. -........ - আসলে এ দিক দিয়ে যাচ্ছিলাম তাই আপনার সাথে দেখা হয়ে গেল। কেমন আছেন? - চলে যান (রাগ দেখিয়ে) - কেনো? আর কোনো কথা না বলেই আসেপাশে কি যেনো খুজতে লাগলো। আর আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। - আপনি যান নি এখনো? (মেয়েটি) - ফেসে গেছি। - কীসে? - মায়াতে। - মানে?? (মেয়েটি) - আপনার চোখের মায়াতে ফেসে গেছি। মেয়েটি চোখের পাতা পর পর কয়েকবার নাড়িয়ে গোল করে আমার দিকে তাকালো। দেখতে আরো মায়াবী লাগলো। আফসোস তার মুখটা আজো দেখতে পেলাম না। - চলে যান (মেয়েটি) - নামটা তো বলুন.. - যান বলছি (জোরে ধমক দিয়ে) এবার আমি সোজা চলে আসলাম। ভাবলাম যে মেয়ে পাত্তা দিচ্ছে না তার কাছে পড়ে আছি কেনো? কিন্তু হারামীগিরী করলো মন। মন বলছে কাল আবার আসতে। (পরেরদিন) আজও দেখলাম মেয়েটি বোরখা পরে ঐ একই জায়গায় দাড়িয়ে থাকতে। কাছে যেয়েই.. - দেখাবেন আমাকে? আমার কথাটি শুনেই মেয়েটি চমকে উঠলো। এবং আমার দিকে চোখ তুলে তাকালো হয়ত অবাক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। - মানে আসলে আপনার চোখ সহ মুখটা দেখাবেন? (আমি) চলবে...


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৬৮১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now