বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ক্ষিধে-(শেষ পর্ব)

"রহস্য" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান সঞ্জয় গোস্বামী জ্যোর্তিময় (০ পয়েন্ট)

X ????এরপর থেকে আরও সতর্ক হয়ে যায় ইরিনা । প্রতিদিন একটা শিকার লাগবেই ওর । নাহলে তিনদিন পর কাওকে ধরলে জান বের করে ফেলবে ! গত কয়েক মাস ধরে শুধু রক্তের ওপরই বেঁচে আছে ও । চেষ্টা করে দেখেছে সলিড কিছু খাওয়ার । পেটে আর সহ্য হয় না । বমি হয়ে বের হয়ে যায় সব । আজ রাতে প্রথম শিকার পেলেও পেটের ক্ষিধে মেটেনি ইরিনার । আরেকটা শিকার পেলেই আজকের মত খাবারের চিন্তা দূর করে ফেলতে পারবে ও । দূরে আরেক বাড়ি সংলগ্ন কংক্রিটের বসার জায়গায় বসে থাকতে দেখে আরেক তরুণকে । এই বয়েসী ছেলেগুলো শিকার হিসেবে খুবই ভাল হয় । সহজেই সৌন্দর্য্যের ফাঁদে ফেলা যায় এদের । কাছাকাছি দাঁড়িয়ে গলায় কিছুটা বিস্ময় তুলে প্রশ্ন ছুঁড়ে দেয় ইরিনা, ‘আরে ! আরিফ! তুমি এখানে কি করছ ?’ ডিসট্র্যাকশন । ‘সরি আপনি ভুল করছেন ।’ ভ্যাবাচেকা খেয়ে উঠে দাঁড়ায় তরুণ । ‘আমার নাম আরিফ না ।’ ‘সরি । এখন বুঝতে পারছি ।’ দুঃখপ্রকাশ করে ইরিনাও । ‘বসে থাকা আপনাকে আমার এক বন্ধুর মতই লাগছিল ।’ ‘ইটস ওকে ।’ অপ্রস্তুত হাসি দিয়ে মাথা চুলকায় ছেলেটা । ইনফিলট্রেশন । মাথা ঘুরে ওঠে ইরিনার । কিন্তু ও পড়ে যাওয়ার আগেই ওকে ধরে ফেলে তরুণ । আলতো করে দাঁত বসিয়ে দেয় ইরিনার গলায় । পেটে তার তিনদিনের জমে থাকা ক্ষিধে ...???? ????সমাপ্ত????


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৫৪৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now