বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

পুলিশিনী-(পর্বঃ১)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান সঞ্জয় গোস্বামী জ্যোর্তিময় (০ পয়েন্ট)

X আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? (আমি) - চুপচাপ গাড়িতে উঠে বসো বেশি কথা বলবানা। (পুলিশ) রাস্তার এক পাশ ধরে হাটছি তখনি পিছন থেকে আমার নাম ধরে কেউ ডাক দেয়াতে দাঁড়িয়ে গেলাম। বুঝতে পারলাম আমাকে অনেক আগে থেকেই ডাকছে। পিছনে তাকাতেই দেখি এক মোটা গফ ওয়ালা পুলিশের লোক আমাকে ডাকছে। কিন্তু আমাকে কেনো ডাকবে? আমি তো এমন কিছুই করিনি। আচ্ছা আগে তো যেয়ে শুনি.. লোকটির কাছে যেতেই হাত ধরে গাড়িতে তুললো আর তখনি উপরের কথাটি বললাম। একটু পরে উনি বললো.. - বাসা কোথায় তোমার? (পুলিশ) - কেনো? (আমি) - যা বলছি তার উত্তর দাও। (ধমক দিয়ে) - এই যে শুনুন আমি কিছু করিনি,,সো আমাকে ধমক দিয়ে কথা বলবেন না। - ওহ তাই কিছু করোনি তাই না? ওকে, থানায় গেলে বুঝতে পারবা। আমি কিছু না বলেই চুপচাপ থাকলাম। যতদুর মনে পড়ে আমি তো কিছু করিনি। যার জন্য আমার হাজতে থাকতে হবে। বিনা দোষে আমার হাজতবাস হলে আমার মা বাবার কি হবে? এ আল্লাহ এ কেমন বিচার?? - এই যে মি. নিলয় সাহবে নামেন। থানার সামনে আসতেই লোকটির বিদ্রুপমাখা চাহনি ও কথা বলা দেখে রাগে গাঁ জ্বালা দিয়ে উঠল। কিন্তু চুপ করেই নামলাম - সোজা থানার ভিতরে যাও (পুলিশের নামটা এইবার দেখলাম কুদ্দুস মিয়া) কথা মত তাই করলাম। থানার মধ্যে আসতেই কিছু পুলিশ আমার দিকে কেমন করে যেনো তাকিয়ে আছে। মনে হতে লাগলো আমি কোনো বড় এক অপরাধী, পালিয়ে গেছিলাম আজ ধরে আনছে। খুজতে খুজতে ওসির রুমের সামনে চলে এসেছি। ঢুকেও গেলাম কিছু না বলে। কিন্তু এখনো বুঝতে পারলাম না আমার অপরাধটা কি? চলবে...


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৭৯৭ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now