বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

যুদ্ধ বিগ্রহের নানা রেকর্ড

"যুদ্ধের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Rakib Ahmed Rihan (০ পয়েন্ট)

X পার্ট- ২ এই যুদ্ধ চলেছিল সকাল ৯ টা ২ মিনিট থেকে ৯ টা ৪০ মিনিট পর্যন্ত। ঐ যুদ্ধে ব্রিট্রিশ নৌ-সেনাপতি এডমিরাল স্যার হ্যারি রসন জয়ী হন। পরাজিত হয়ে আত্মসম্পর্ণ করেন জান্ঞ্জিবারের বিদ্রোহী সুলতান সৈয়দ খালিদ। ব্রিট্রিশ নৌ-বাহিনী জান্ঞ্জিবার বন্দর-সংলগ্ন রাজপ্রসাদ অবরোধ করে প্রথমে সুলতানকে আত্মসমপর্ণ করতে আদেশ দিয়েছিল, কিন্তু ঐ প্রস্তাবে সাড়া না-দেওয়ায় প্রাসাদে ৩৮ মিনিট ধরে গোলাবষর্ণ চলে। অবশেষে সুলতান পরাজয় স্বীকার করেন। ঐ ৩৮ মিনিটের জলযুদ্ধে ব্রিট্রিশ পক্ষে যে-গোলাবারুদ খরচ হয়েছিল তার দাম আদায়ের জন্য জান্ঞ্জিবারের "বিদ্রোহী" অধিবাসীদের ওপর "পিটুনীকর" ধার্যের প্রস্তাবও একসময় উঠেছিল। জান্ঞ্জিবারের নব নিযুক্ত সুলতান হামদ্ ইবন মহম্মদ সেনাপতি হ্যারি হোলডওয়ার্থ রসনকে শৌর্য প্রদর্শনির জন্যে প্রথম শ্রেনীর "উজ্জ্বল জান্ঞ্জিবারের তারকা" পদক দিয়েও সম্মানিত করেছিল। এবার বলি বিশ্বের সবচেয়ে রক্তক্ষয়ী মহাসমরের কথা। বলাবাহুল্য দ্বিত্বীয় মহাযুদ্ধেই (১৯৩৯ - ৪৫) সবচেয়ে বেশি মারা পড়েছিল সামরিক ও বেসামরিক নরনারী। সমর_বিশেষঙ্গরা নানাভাবে হিসাব কষে দেখেছেন যে অন্তত ৫,৪৮,০০০,০০ জন প্রাণ হারিয়েছিলেন এতে। অনেক মানুষ প্রাণ হারিয়েছিলেন এতে


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৪৬৬ জন


এ জাতীয় গল্প

→ যুদ্ধবিগ্রহের নানা রেকর্ড

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now
  • Sumaiya Sarah
    User ৪ বছর, ৯ মাস পুর্বে
    Nc