বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
চাদঁ আর সূর্য্য কথন
"রূপকথা " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Nowshin (০ পয়েন্ট)
X
এক বনের ধারে একজন বিধবা মহিলা তার দুই ছোট ছেলে-মেয়েকে নিয়ে একটি ছোট কুড়েঁ ঘরে বসবাস করত।
মহিলাটি বাসা বাড়িতে কাজ করে তার সন্তানদের জন্য খাবার আনত।
তা দিয়ে তাদের একবেলা খেয়ে দিন চলে যেত।
একদিন মহিলাটি বাসা বাড়িতে কাজ করতে গেলে তার সন্তানদের বললো:- তোরা খেলতে খেলতে বেশি দূর যাবি না এবং সন্ধ্য হলে, দরজা-জানালা বন্ধ করে রাখবি।
মহিলাটি এক জমিদারের বাড়িতে কাজ করত।
তার কাজ করতে করতে রাত হয়ে গেল।তারা তাকে কিছু পিঠা দিল দিল।সে পিঠা না খেয়ে তার সন্তানদের জন্য রেখে বনের রাস্তা দিয়ে হাটা শুরু করল।
তার সামনে হঠাৎ বাঘ এসে পড়ল এবং বাঘ মহেলাটিকে মেরে খেয়ে ফেলল এবং সেই মহিলার কাপড় পরে.... মহিলাটির বাড়িতে যেয়ে দরজায় টোকা দিল।
ছেলে এবং মেয়েটি বলল "কে?" বাঘ বলল "আমি তোমার মা দরজা খুলো"।
কিন্তু ছেলে আর মেয়েটি বাঘটির লেজ দেখে ফেলল এবং তারা জানালা দিয়ে পালিয়ে যাচ্ছিল! বাঘ তাদের পিছু নিল।তারা একটি বড় গাছে উঠে বসল এবং বাঘটি গাছে উঠার চেষ্টা করছিল।
সেই সময় আকাশ দিয়ে পরীরা যাচ্ছিল। পরীরা তাদের আর্তনাথ শুনে বাচালঁ এবং পরীরা ইশ্বরের আদেশে ছেলেটিকে চাদঁ আর মেয়েটিকে সূর্য্য বানিয়ে দিল...।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now