বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

জিজের মাজার (জিজে হাউসের আড্ডাটা)

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান সাদ আহমেদ (০ পয়েন্ট)

X গল্পের ঝুড়ি - একটা স্মৃতির নাম এখানের কিছু সময় ভোলার মত নয় যদিও অনেকে ভুলে গেছে... বরং তাদের কাছে সেই স্মৃতি গুলো অপাংতেও ... কিন্তু ভাল কিছু সময় ছিলো ... তাই তাদের নিয়েই এই গল্প - জিজে হাউসের আড্ডাটা ------------------ কে তুমি ভাই? চিনছ আমায়? বলবে আমি কে? পাগলা আমি! মারব ধরে পাগল বলবে যে!! হঠাৎ সেদিন ফোনটা ধরে নেটে ছিলাম ডুবে সেদিন থেকে মাথা গরম জিজে পেলাম যবে এটা ঘাটি ওটা ঘাটি হঠ্যাৎ পেলাম জিজে ঝুড়ি ভর্তি গল্প হেথায় কাব্যিকতার সাজে আজব এক কারবার যে, সবাই হেথায় মেশে গল্প, কথা, অভিমানে সবাই ভালোবেসে হেথায় সেথায় ঘুরে ফিরে আটকে গেলাম জালে বিশেষ কিছু মানুষ পেলাম পাগলা দলে দলে! প্রথম বেলায় স্বর্ণার সাথে প্রথম কথা হলো ঝগড়ায় সে নাম্বার ওয়ান কিন্তু মেয়েটা ভালো কল্পনায় সে সাজায় নাকি পাহাড় সম ঝর্না আমিতো বলি আসলে তুমি রঙিন তরুন বর্ণা যদিও তুমি বদলে গেছ ভুলে গেছ জিজে সময় নষ্ট করোনা তুমি কপি তুমি নিজে পাজির এক পাঝারা সে নামটা খুব সুন্দর তাইয়েবা মর্ডান গার্ল নাম্বার ওয়ান বান্দর ঐশির কথা কি বলব আর লাজুক সরল সেতো জীবন সেতো গতির নাম চলবে ইচ্ছে মত তোমার জীবন সাজবে দেখো কল্পনার অই রঙে নীল মেঘেতে সাজবে আকাশ নতুন কোন ঢঙে ফাহমিদার কথা মনে হলে মনটা খারাপ হয় ভাল কথা আসেনা মুখে পিডাইতে মন চায় হালায় একটা ফইন্নি, ব্রেইন লেস লারকি আপু তাই বলিনা কিছু নাইলে দিতাম চরকি আলপিন গার্ল নেহু ছেড়ি বোঝে ইকটু বেশি বোনের কাছে ঝাড়ি খায় বিলাই মামার মাসি ছোট হিমু মেয়েটা ভালো, ফেলে কিন্তু জটে অল্পবিস্তর ভালো থাকে সে বাকি সময় চটে শরবতি সে পিচ্চি মেয়ে বড্ড কিউট সেতো বাপ্পি তোমায় ভালোবাসে জানো তুমি কত? হঠ্যাত তুমি হারিয়ে যাও আবার তুমি আসো ট্যাবের যত ছুতো দিয়ে মিচকি মিচকি হাসো রুপচান সে টপার জিজে লেখক কবি তিনি কস্টে থাক, জানি রে ভাই, আমিও ভাই মানি অদ্ভুত এক মেয়ের দেখা জিজের কমন রুমে সাহরিয়া ছেলে না মেয়ে ধন্দা খাবেন নামে জিজেকে সবাই ভুলে গেছে তুমিও তাদের দলে কাকে কি বলব রে ভাই? যুগ এভাবেই চলে? সুহান ভাইয়ু লেখে ভালো সুন্দর তার গল্প স্মার্ট তার চলাফেরা কথা বলে অল্প শান্তশিষ্ট ভদ্র মেয়ে নামটি তাহার ইভুন ঝগড়া ঝাটি পছন্দ নয় কেমন মেয়ে ভাবুন! যোহরা সে মিষ্ট ভাষি ক্লিয়ার কথা বলে রাগাবেনা তাকে কিন্তু! কানটা দিবে মলে দৃষ্টিআফরোজ লোনলি গার্ল জানিনা সে কোথায় হয়ত সে খুজেই পেলো তাই আসেনা হেথায় অনিক ভাই ইঞ্জিনিয়ার দেশের ভবিষ্যৎ ভাব ভঙি ভালই পারে আচ্ছি আচ্ছি বাত মরিনা ম্যাম স্মৃতি ম্যাডাম আছেন তাদের ভবে জিজের সবই গেলে ভুলে আসবে কি বা যাবে? কিবরিয়া লাভার বয় বয়সে সবে কদু সবাইকে সে ভালোবাসে করবে সে ভাই যাদু তুহিন ভায়া গ্যাংস্টার বলতে লাগে ডর জানিনা সে কোথায় আছে কোন সে বালুচর রহমান হাসান আর রাফি অর্টন তাদের দেখি মাঝে আসে হয়ত মাঝেমধ্যে থাকে কোন কাজে নিথি আর ঝুমুর ম্যাডাম কোথায় গেলে বলো? তাদের ছাড়া জিজের বাজার হচ্ছে এলোমেলো দেশটা ভরা পাজি আছে খুজলে তুমি পাবে আদিবা তাদের গুরু , বললে চাকরি যাবে সব রেখে আসুন আমরা দেশের কিছু ভাবি ময়লা যথাস্থানে ফেলুন এটাই যুগের দাবি রিয়াদ,শাকিল ভালো ছেলে এটা সবাই জানো আসলে বদের হাড্ডি মানো আর নাই মানো কিন্তু তারা বন্ধুসুলভ আবেগপ্রবণ ছেলে গল্পতে আড্ডাবাজি থাকবে মিশে মিলে যাদের নাম বললাম না তারাও আছেন পটে কাউকে আমি ভুলিনি ভাই থাকলে দুধে ভাতে নতুনদের আড্ডাবাজি দেখতে লাগে ভালো পাগলা গ্রুপ থাকবে জিয়ে মজা করি চলো নয়ত আমি মান্না দে তাই পারিনা গাইতে এটা কিন্তু নয়রে কম কফিহাউজের চাইতে একলা আমি পরেরইলাম জিজের কালের গর্ভে হয়ত কোন বিকেল বেলা সাদ কে মনে পড়বে জীবন সেতো চলতি পথ যুগ ধরে সে চলছে তাই বলে কি জীবন পথে সবাই সব ভুলছে? হয়ত আমার আবেগ বেশি তাই ভুলিনা কিছু স্মৃতির পাতা উল্টেই যাই ছাড়েনা মোর পিছু বাস্ত আমি ব্যাস্ত তুমি ভালো থেকো সবে ক্ষনিকের এই আবেগ আমার চিরদিনই রবে


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৪৩১৬ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

  • গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now