বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
*****মেয়েটি******পর্ব ২*****
তো সে তারপর আবার চলা শুরু করল ।আবার হঠাৎ তার মনে হতে লাগল তার পাটা অনেক ভারী হয়ে আসছে।তো সন্ধার কিছুক্ষন আগেই তারা বাড়িতে গিয়ে পৌছালে।সে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ে।কিছুদিন কেটে গেল।১দিন ১০ কেজি গরু মাংস বাড়িতে আনে এবং রিয়াকে *মেয়েটির নাম*বলে মাংশ রান্না করতে তো সে রান্না করে আনে তারা সবাই মিলে খায় এবং বাকি গোশত জাল দিয়ে রেখে দেয়।তারপরের দিন রিয়ার শাশুড়ি দেখে আলাদা করে রাখা মাংশ নেই সবাইকে জিগগসা করা হলে কেউ কিছু বলতে পারে।তো তাদের বাড়িতে যেদিনই মাংশ আনা হয় পরের দিন আর থাকে না।তো রাগ করে আর মাংশই আনে না ।মূলত রিয়ায় এগুলো খেয়ে নেয়।কেউ কিছু বুজতো না।তাদের অনেকটি মুরগি ছিল।প্রতিদিন ১ টা করে কমতে থাকে ।আর রিয়ার চেহারার ভিতর একটা পরিবর্তন আসে।সে কেমন জানি হয়ে যায় ।সে গ্রামের মানুষের ও ক্ষতি করে।একদিন পাসের বাড়ি একটা বাচ্চার জন্ম হয় সে ততোদিনে রাক্ষীর মতো হয়ে যায়।তারপরের দিন রিয়া লুকিয়ে বাচ্চাটিকে কামড় দিয়ে ধরে নিয়ে যায় কিছুলোক তা দেখতে পেল এবং তার পিছু পিছু গেল।তারা দেখল বাচ্চাটিকে রিয়া মেরে ফেলে।তা দেখে তারা গ্রামের সবাইকে তা বলে দেয়।পরবর্তীতে সবাই মিলে রিয়াকে মেরে ফেল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now