বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

***সেই ঘটনাটি***পর্ব ১***

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Shayekh Hanaye Maruf (০ পয়েন্ট)

X রাকিব রাব্বি নাহিদ এরা তিন ভাই।ঘটনাটি শীতকালের ঘটনা ।একদিন তারা বাজার থেকে হেটে হেটে ফিরছিল অনেক রাত হয়েছিল তাই গাড়ি পাই নি।তাদের বাড়ি থেকে বাজার অনেক দুরে।তারা বাজার থেকে একটু দুরে যায় তখন নাহিদ একটু পিছে পড়ে যায়।তখন হঠাৎ নাহিদ একটা ছায়া দেখতে পায় সে পিছনে তাকাল না একটু পর সে দেখে তার পিছু পিছু ছায়াটি আসতেছে।তখন সে পিছু তাকাল কিন্তু কিছুই দেখতে পেল না।সে কিছু মনে করল না ।একটু পর একটা গরম বাতাস এসে তাদের ধাক্কা দেয়।তারা একটু ইত্সত্ত হয়।তো আবার ও তারা চলা শুরু করে তখন নাহিদ দেখে মাঠে গরু ঘাস খাচ্ছে সে অবাক হয়ে যায় এত রাতে গরু মাঠে আর সে কিভাবে এই গরু গুলোকে দেখতে পাচ্ছে সে ভয় পায় ।তখন তার ভাইদের বলে ঐ দেখ এত মাঠে গরু বেধে রেখেছে।তখন তার ভাইয়েরা বলে কই কোথায় গরু দেখতে পেলি।নাহিদ বলে ঐ দেখে।রাকিব বলে তুই হরোর ফিল্ম দেখা বন্ধ কর নইলে পরে আরো এরকম অনেক উল্টোপ্লাটা বলবি।তখন নাহিদ বলে তোমরা আমাকে বিশ্বাস করতেছো না আমি সত্যি বলছি আমি মাঠে গরুকে ঘাস খেতে দেখলাম।রাব্বি বলে এবার সত্যিই তোর হরোর ফিল্ম দেখা বন্ধ করে দেব।নাহিদ চুপ করে থাকে এবং চলা শুরু করে কিন্তু সে ঐ কথা ভুলতে পারছে না সে শুধু ভাবছে সে কি স্বপ্ন দেখল।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ১৪১১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now