বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ছনি, রনি, বনি ও রাকিব এরা চার বন্ধু।। একদিন তারা রাতে গল্প করতে করতে আসছে।তাদের সামনে একটা কবরস্থান আছে।তারা যখন কবরস্থানের কাছে গেল।ঠিক তখন একটা চিৎকারের আওয়াজ শুনতে পেল।তারা বুঝতে পারলো না কোনদিক থেকে সেই আওয়াজটা আসছে।তাই তারা কবরস্থানের ভিতরে টুকে পড়ল কিন্তু কাউকে দেখতে পেল না।রাকিব বাতিত তারা তিন জন সেখান থেকে তারা তারি বের হয়ে যায়।কিন্তু রাকিব সেখানে খুজতে থাকে কে এমন চিৎকার করল।সবাই বাড়ির কাছাকাছি এসে থেমে যায়।তারা রাকিবকে দেখতে পেল না।না পেয়ে তাদের দুর্চিন্তা শুরু হলো তারা আবার সেখানে যাওয়ার সিধান্ত নিলো।কিন্তু ছনি বলল দারা আমি আর কয়েকজনকে ডেকে আনি।সে কয়েকজনকে নিয়ে এল।তারা সবাই কবরস্থানে দিকে আসতে লাগল।এদিকে রাকিব খুজতে খুজতে হঠাৎ দেখতে পেল একটা মেয়ে বসে আসে রাকিব তাকে ডাকতে সে পিছনে ঘুরে এবং বলে তোকে খাব। রাকিব তাকে দেখে জ্ঞান হারায় কারন তার মুখ আগে পুড়েগিয়েছিল।সবাই কবস্থানে এসে খুজে খুজে দেখে সে পড়ে আছে।হইতো তারা না আসলে তার মৃত্যু হত।তারা তাকে বাড়িতে নিয়ে যায়।পরে সবাইকে সেই মেয়েটির কথা বলে। সবাই বলে নে তোর ভাগ্যের জন্য আজ বেচে গেলি।ঠিক বলেছিস রাকিব বলল।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now