বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

**সেই বিড়ালটি**

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Shayekh Hanaye Maruf (০ পয়েন্ট)

X মামুন বিড়াল কুকুর পোষতে ভালবাসে।সে অনেক দিন হলো তার নানির বাড়ি যায় না।এবার ১ মাস ছুটি পাইছে।তাই ঠিক করল পুরো ছুটি তার নানির বাড়ি থেকে আসবে ।সে তার নানির বাড়ি গেল।তার মামাতো ভাই অনেকগুলো।বিকেলে তার মামাতো ভাইদের সাথে ঘুরতে গেল।বাড়ি ফিরে আসতে আসতে তাদের প্রায় রাত হয়ে গেল ।হঠাৎ সে দেখল তার পিছনে একটা বিড়াল আসছে তার পিছু পিছু।তার মামাতো ভাইয়েরা জানে মামুন বিড়াল পোষতে পছন্দ করে । মামুন বলল এই বিড়ালটিকে আমি আজ নিয়ে যাব।তার কথায় সবার সাই ছিল।মামুন বলল বিড়ালটি তার অতিথি।তো তাকে বাড়িতে নিয়ে গিয়ে খেতে দিল ও বাইরে থাকতে দিল।তার পরের দিন দেখল বিড়ালটি তার জন্য অপেক্ষা করতেছে।তো মামুন যখনই খেতে বসে তখনই বিড়ালটিকে খেতে দেয়।বিকেলে যখনই মামুন ঘুরতে বের হয় তখনই বিড়ালটি তার সাথে যায়।।এমনি করে করে অনেক দিন কেটে যায় যখন বিকেল হয় বিড়ালটি তার জন্য অপেক্ষা করে।হঠাৎ যখন মামুনের ছুটি আর কিছুদিন বাকি তখন বিড়ালটি হঠাৎ মারা যায়।তখন মামুন অনেক কষ্ট পায় ও কেটেছিল।মামুনের ছুটি শেষ হলে বাড়ি চলে আসে কিন্তু অনেক দিন লাগে তার বিড়ালটি কথা ভুলে যেতে।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৬৪১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now