বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন

বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা

আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

**মজার দিনগুলো**

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Shayekh Hanaye Maruf (০ পয়েন্ট)

X কাফি এবার ক্লাস সেভেনে পড়ে।সে ক্লাসে দুষ্টুদের মধ্যে একজন।তাদের স্কুলে এবার নতুন স্যার এসেছে।তাদের তার ক্লাস পড়েছে।যখনই কোনো নতুন শিক্ষার্থী বা নতুন স্যার আসে তখন তারা তাকে বাজিয়ে দেখে কে কেমন।২দিন চলে গেল তাদের ক্লাসে এখনও আসে নাই।তিন দিনের দিন ২য় ঘন্টায় প্রধান শিক্ষক তার সাথে এসে পরিচয় করিয়ে দেয়।সেই দিন ক্লাস চলে যায়।পরের দিন আমরা সবাই ঠিক করলাম স্যারকে বাজিয়ে দেখব।তো স্যার ক্লাসে এসে পড়ান শুরু করে তখন কাফিকে পড়া ধরল পারল না তাকে বসতে বলল।কিছুক্ষন পর যা যা তাদের প্রশ্ন করা হয় তার সাথে বেয়াদবের মতো কথা বলে।স্যার বলে একটা ও বলে একটা।এরকম অনেক কিছু স্যারের সাথে করা হয়।একদিন কাফি যখন ক্লাস থেকে স্যার বের হচ্ছিল সে তার কলমের কালি লুকিয়ে তার শার্টে ভরে দেয়।স্যার হয়তো দেখেছিল।সে একটু ভয় পেয়ে যায়।পরিক্ষার আর কয়েকদিন বাকি হেড স্যার সবার আচারনে কথা জিগগাস করছিল যার আচারন খারাপ তাকে পরিক্ষা দিবার দেয় না।কাফি মনে করেছিল তার পরিক্ষা দেওয়া হবে না।কিন্তু সেই স্যার বলে কাফি ভালো ছেলে বেয়াদবি করে না।কাফি শুনে ভুল বুঝতে পেরে স্যারের কাছে ক্ষমা চায় ও স্যার বলে এরকম যেন আর না হয়।সেদিন থেকে কাফি ভালো হয়ে যায়।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ৬৫৫ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now